নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

শের শায়রী

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।

শের শায়রী › বিস্তারিত পোস্টঃ

কিলো ফ্লাইট

২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৩



মুক্তিযুদ্ধকালে পাকিস্তান বিমান-বাহিনী, পিআইএ এবং অন্যান্য বেসামরিক সংস্থা থেকে বেশ কিছু বৈমানিক ও বিমানসেনা পালিয়ে এসে মুক্তিবাহিনীতে যোগ দেন। তাঁরা বিমানবাহিনী গড়ে তোলার পরিকল্পনা করলেও অর্থনৈতিক কারণে শুরুতেই তা সম্ভব হয়ে ওঠেনি। সেপ্টেম্বরের মাঝামাঝি বাংলাদেশ সরকারের সর্বাত্মক প্রচেষ্টার ফলে ভারত সরকার মুক্তিবাহিনীকে কয়েকটি বিমান দেওয়ার আশ্বাস দেয়।

ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল পি সি লালের একান্ত সহযোগিতায় অবশেষে আমেরিকায় তৈরি ড্যাকোটা নামে পরিচিত একটি পুরোনো ডিসি-৩ বিমান, কানাডায় তৈরি একটি অটার বিমান এবং ফ্রান্সে তৈরি একটি অ্যালুয়েট-৩ হেলিকপ্টার পাওয়া যায়। এরপর নয়জন বৈমানিক ও ৪৭ জন বিমানসেনা নিয়ে ২৮ সেপ্টেম্বর নাগাল্যান্ডের ডিমাপুরে বাংলাদেশ বিমানবাহিনীর যাত্রা শুরু হয়। ভারতীয় বিমা নবাহিনীর পক্ষে জোড়হাট বিমানঘাঁটির কমান্ডার গ্রুপ ক্যাপ্টেন চন্দন সিং বাংলাদেশ বিমানবাহিনীকে যাবতীয় অপারেশন, বেতার যোগাযোগ, কারিগরি ও প্রশাসনিক সহায়তা দেন। যাত্রা শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল পি সি লাল ও বাংলাদেশ বিমানবাহিনীর এ কে খন্দকার। এই বিমানবহরের সাংকেতিক নাম দেওয়া হয় ‘কিলো ফ্লাইট’। এর অধিনায়ক ছিলেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ।

কিলো ফ্লাইটের অধিকাংশ অভিযান পরিচালিত হয় নাগাল্যান্ড থেকে। অভিযানের সুবিধার্থে কিলো ফ্লাইট কলকাতাসহ অন্যান্য বেশ কয়েকটি ভারতীয় বিমানঘাঁটি ব্যবহার করত। উত্তরে ঠাকুরগাঁও থেকে দক্ষিণে চট্টগ্রাম পর্যন্ত সর্বত্রই কিলো ফ্লাইটের অভিযান পরিচালিত হয়। যুদ্ধকালে অটার ছয়টি এবং অ্যালুয়েট ৪৪টি অভিযান পরিচালনা করে। ড্যাকোটা বিমানটি মূলত পরিবহনের জন্য ব্যবহূত হতো।

অ্যালুয়েট ছিল দুজন পাইলট ও তিনজন আরোহী বহনের উপযোগী একটি ছোট ও পুরোনো বেসামরিক হেলিকপ্টার। যুদ্ধোপযোগী করতে এর দুপাশে সাতটি করে ১৪টি রকেট বহন করার জন্য রকেট পড যুক্ত করা হয়। লাগানো হয় মেশিনগান। এ ছাড়াও করা হয় ২৫ পাউন্ড ওজনের বোমা ফেলার ব্যবস্থা। শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে অ্যালুয়েট বেশ নিচু দিয়ে উড়ে যেতে সক্ষম ছিল। এর পাটাতনে এক ইঞ্চি পুরু ইস্পাতের পাত লাগানো হয়, যাতে শত্রুর অবস্থানে নিচু উচ্চতায় উড়ে যাওয়ার সময় তাদের ক্ষুদ্রাস্ত্রের গুলি এর ক্ষতি করতে না পারে।

যুদ্ধে বিমান, নৌ ও সড়কপথের যানবাহনগুলো সচল রাখতে পর্যাপ্ত জ্বালানি তেলের প্রয়োজন পড়ে। সে কারণে পাকিস্তান বাহিনীর যানবাহন চলাচলে বিপর্যয় ঘটাতে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পাকিস্তান বাহিনীর মূল দুই তেলের ডিপোকে ডিসেম্বরের শুরুতেই বিমান হামলা করে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। অ্যালুয়েটের জন্য লক্ষ্যবস্তু নির্ধারিত হয় নারায়ণগঞ্জের অদূরে গোদনাইলে অবস্থিত তেলের ডিপো।

৩ ডিসেম্বর গভীর রাতে আগরতলা বিমানবন্দর থেকে শুরু হয় অ্যালুয়েটের যাত্রা। গোদনাইল পৌঁছাতে অ্যালুয়েটের প্রয়োজন ছিল এক ঘণ্টা। ফ্লাইট পরিচালনা করছিলেন ফ্লাইং অফিসার ড. বদরুল আলম, ক্যাপ্টেন সাহাবউদ্দীন ও স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ। যাত্রা শুরুর পর সীমান্ত পেরিয়ে হেলিকপ্টারটি কুমিল্লার উত্তরে ইলিয়টগঞ্জের কাছাকাছি ঢাকা-কুমিল্লা মহাসড়কে আসে। এরপর মহাসড়ক অনুসরণ করে দাউদকান্দি হয়ে ডেমরা পৌঁছায়। এখান থেকে দক্ষিণে মোড় নিয়ে গোদনাইলে পৌঁছেই তেলের ট্যাংকের ওপর বোমা ফেলে। মুহূর্তের মধ্যেই ট্যাংকারগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়। আগুনের লেলিহান শিখায় আকাশ আচ্ছন্ন হয়ে যায়। পাকিস্তান বাহিনী কিছু বুঝে ওঠার আগেই গোদনাইল ত্যাগ করে অ্যালুয়েট নিরাপদ এলাকায় চলে আসে।

সংগৃহিত

সূত্রঃ Click This Link

মন্তব্য ৩৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩১

খান সাব বলেছেন: ক্লিক হেয়ার

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৬

শের শায়রী বলেছেন: দেখলাম ধন্যবাদ আপনাকে

২| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩২

লাবনী আক্তার বলেছেন: পোস্টে ভালোলাগা রইল ভাইয়া।

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮

শের শায়রী বলেছেন: অনেক কৃতজ্ঞতা আপু।

৩| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৫

রাইসুল নয়ন বলেছেন: আপনার পোস্ট পড়ার মজাই আলাদা ,
সব নতুন নতুন তথ্য :)

শেয়ার করার জন্য ধন্যবাদ ।

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪১

শের শায়রী বলেছেন: কেমন আছ নয়ন?

৪| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাল লাগল +++

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪২

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই

৫| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৮

তোমোদাচি বলেছেন: বরাবরের মতই ভাল লাগল !

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৪

মনিরা সুলতানা বলেছেন: অনেক গুল পোস্ট মিস করে ফেলছি :(

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬

শের শায়রী বলেছেন: আপনার কমেন্ট না থাকলে কেমন যেন লেখা অপূর্ন থাকে আপু :( অন্য পোষ্টগুলোর পূর্নতা চাই:)

৭| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

মুনতাসীর রোমান বলেছেন: আমাদের গর্বের দিনগুলো এখন কিছু কুলাঙ্গারের কারনে উল্টো দিকে প্রবাহিত । আর একটি ষোলই ডিসেম্বর আমাদের বড় বেশি প্রয়োজন । বরাবরের মতো পোস্টে প্লাস
মনিরা আপার মতো আমি ও অনেকগুলো মিস করছি । :P কি করব পরীক্ষা চলতেছে । সারা বছর ফাঁকিবাজির পর পরীক্ষার আগে চোখের সামনে সরিষা ক্ষেত |-) |-)

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

শের শায়রী বলেছেন: পরীক্ষার মধ্যেও যে সময় করে এসেছেন যে এর জন্য অসংখ্য ধন্যবাদ।

পরীক্ষা ভাল হোক ভাল থাকুন

৮| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১২

বাংলাদেশী দালাল বলেছেন: আরেকটি অজানা তথ্য। আপনার ব্লগ পরলে খুব বেশি কিছু আর অজানা থাকবেনা।

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

শের শায়রী বলেছেন: ভাই আমি আর কত টুকু জানি। অতি সামান্য। আপনাদের মন্তব্য আমকে অপ্লূত করে কৃতজ্ঞতা চিরন্তর।

৯| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৪

কাজী মামুনহোসেন বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:

ভাল লাগল +++

২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই

১০| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৭

সেলিম আনোয়ার বলেছেন: তথ্যবহুল পোস্ট ভালো লাগলো।

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

শের শায়রী বলেছেন: থ্যাঙ্কস ব্রো

১১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৮

আরজু পনি বলেছেন:

শেয়ার করার জন্যে ধন্যবাদ শের শায়েরী।

ভালো লাগা রইল।।

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

শের শায়রী বলেছেন: আপনার মন্তব্য বরাবরের মত আমাকে উদ্দীপিত করে। ভাল থাকুন।

১২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৩

মাক্স বলেছেন: আপনার সব পোস্টেই ভিন্নরকম আমেজ পাই।
ভালোলাগা রইলো!

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৬

শের শায়রী বলেছেন: ভ্রাতা আপনার মন্তব্য আমার অনেক বড় পাওয়া। আমি আপনার লেখার একজন ভক্ত।

ভাল থাকুন।

১৩| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১

স্পাইসিস্পাই001 বলেছেন: বরাবরের মতই নতুন আমেজে পোষ্ট ভাল লাগলো ভ্রাতা.... +++

ধন্যবাদ ..... ভাল থাকবেন.....শুভকামনা রইলো :)

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৭

শের শায়রী বলেছেন: ভ্রাতা আপনাদের কয়েকজনের নিরবিচ্ছিন্ন উৎসাহ না পেলে এই আমার এতদূর আসতে হত না। আমার কৃতজ্ঞতা জানবেন।

১৪| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৬

জাকারিয়া মুবিন বলেছেন:
খুব ভাল্লাগছে ভাই। ভাল থাকবেন সর্বদাই।

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৮

শের শায়রী বলেছেন: কৃতজ্ঞতা জাকারিয়া ভাই

১৫| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

জাহিদ গাছবাড়ী বলেছেন: valo laglo,

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৯

শের শায়রী বলেছেন: থ্যাঙ্কস ব্রো

১৬| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫১

তারছেড়া লিমন বলেছেন: কিছু অজানা কাহীনি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩০

শের শায়রী বলেছেন: কি ব্যাপার ভাই দেখিনা যে কোথায় থাকেন অনেকদিন পর কিন্তু

১৭| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:১১

এম হুসাইন বলেছেন: অসাধারণ বর্ণনা, মুগ্ধ হয়ে পড়ে গেলাম ভাই।
অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন।
ভালো থাকুন।

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৪

শের শায়রী বলেছেন: এ আমার অনেক পাওয়া আপনার মত প্রথিত যশা ব্লগারের কাছ থেকে এ রকম মন্তব্য পাওয়া।

আমার কৃতজ্ঞতা জানবেন ভাই।

১৮| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০৪

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: অসাধারণ

+++

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৪

শের শায়রী বলেছেন: আমার কৃতজ্ঞতা জানবেন ভাই।

১৯| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪

নাস েটক বলেছেন: +++++++

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৯

শের শায়রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.