| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শের শায়রী
	হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।
![]()
২৫শে মার্চ ২০০৪, বৃহস্পতিবার সকাল ১০টা ১৫মিনিট। আর দশটা দিনের মত কর্মচাঞ্চল্যে মেতে উঠেছে শান্তিনিকেতন। যথারীতি ক্লাশ করেছে বিশ্ব ভারতীর ছাত্ররা। হঠাৎ বিনা মেঘে ব্জ্রপাতের মত খবরটা ছড়িয়ে পড়ল নোবেল চুরি হয়েছে। সবাই ছুটল রবীন্দ্রনাথের বাড়ী উত্তারায়নের দিকে। শুধু নোবেল কেন আরো অনেক রবীন্দ্র স্মৃতি থেকে শুরু করে কবি গুরুর অনেক ব্যাবহার্য জিনিসপত্র। এই উত্তরায়নই আজ রবীন্দ্র সংগ্রহ শালা।
সংগ্রহ শালার কর্মচারীরা যখন ভবনের দ্বার খুলে দেন তখনই সবার চোখে পরে ব্যাপারটা। শুরু হয় হৈ চৈ। ছুটে আসেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ সুজিত কুমার বসু সহ অরো অনেকে। চলে আসে পুলিশ। গোটা রবীন্দ্র ভবন ঘিরে ফেলে পুলিশ।![]()
মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে খবর পৌছানোর সাথে সাথে তদন্তের নির্দশ দেন সিআইডিকে। হতাশা প্রকাশ করেন বিশ্বভারতীর আচার্য ও প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে, আশ্বাস দেন সর্ব্বোচ্চ সহযোগিতার।
কিভাবে চুরি হয়?
বুধবার ছিল শান্তিনিকেত নের ছুটির দিন। মঙ্গলবার দুপুর একটায় বন্ধ হয়ে যায় শান্তিনিকেতন। বৃহস্পতিবার রবীন্দ্রভবন খুলতেই ধরা পরে চুরির ঘটনা। কিন্তু কি ভাবে চুরি হয় তা নিশ্চিত নয় পুলিশ। মঙ্গলবার বিশ্বভারতী বন্ধ হয়ে যাবার আগেই চোরেরা ভেতরে ঢুকে অবস্থান নেয়। সারা রাত ধরে মালপত্র সরাতে থাকে।
রবীন্দ্র ভবনের পেছেনের জানালা ভেঙ্গে ফেলে চোর, দেয়ালের নীচে পাওয়া যায় ভাঙ্গা গ্রীল। এই জানালা দিয়ে মালপত্র সরিয়ে নেয়। পুলিশ বলে চোর জানালা দিয়ে ঢোকেনি কারন সে ক্ষেত্রে জানালার পাল্লা ভেঙ্গে ফেলতে হত। উত্তরায়নের এই বিশাল এলাকা নিরাপত্তার দায়িত্বে ছিল মাত্র দুজন এন ডি এফ কর্মী।
পাওয়া গেছে ২৮ জোড়া পায়ের ছাপ। তার মধ্যে আবার দু জনের পায়ে চটি ছিল। তাই দেখে সিআইডি আইজি ভুপেন্দর সিং বলেন চোর একজন না একাধিক, আর চটি প্রমান করে এরা স্থানীয়।
কি কি চুরি করল চোরেরা?
১। রৌপ্য পদক
২। ওঁ লেখা সোনার আংটি
৩। জামার সোনার বোতাম
৪। কাফ লিঙ্ক
৫। মৃনালিনীদেবীর শাড়ি
৬। সোনা-বাধানো নোয়া
৭। নোবেল পুরুস্কারের পদক
৮। রূপোর রেকাবী
৯। রূপোর কফি কাপ
১০ সামুরাই তরবারী
১১। কফি কাপ রাখার তেপায়া
১২।চৈনিক চামুচ
১৩। কোবে শহর থেকে পাওয়া হাতির দাতের ঝাপি
সহ আরো ৩৭টি জিনিস।
বিশেষ ভাবে এখানে উল্লেখ্য যোগ্য কবির ৭০ তম জন্মদিনে ৪৯২ গ্রামের স্বর্নফলক দিয়েছিলেন রামেন্দ সুন্দর ত্রিবেদী। এর ডিজাইন করেছিলেন নন্দলাল বসু লিখেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ মুখার্জির মেয়ে কমলাদেবীর নামে ছিল স্বর্নপদক। সামুরাই তরবারীটি রবীন্দ্রনাথের ভাইপো সুরেন্দ্রনাথকে দিয়েছিল জাপানী শিল্পী কাকুজাও কাকুরা।
নোবেল চুরির খবর ছড়িয়ে পরার পর সারা ভারত জুড়ে উঠে ক্ষোভ। বিশ্বভারতী আচার্য ও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবী করে। তৃনমূল কর্মীরা বৃহস্পতিবার অনশনে বসে। SFI মিছিল বের করে। প্রধান বিচারপতির আদালতে তিনটি আলাদা মামলা হয়। অমর্ত্য সেন, মহাশ্বতা দেবী, শঙ্খঘোষ সবাই ক্ষোভ আর অবিলম্বে উদ্ধারের দাবী জানান।
তৃনমুল নেত্রী মমতা ব্যানার্জী এই চুরির দায়িত্ব বামফ্রন্টের উপর চাপিয়ে দেন আর ওদিকে কেন্দ্রীয় মানব উন্নয়ন মন্ত্রী ডঃ মুরালী বলে বলে তৃনমূল আর কমিউনিষ্টদের অশ্রদ্ধাই এই চুরির জন্য দায়ী। মুরালীর এই বক্তব্যর আবার তীব্র সমালোচনা করে সি পি আই (এম) এর রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস। 
রাষ্ট্রপতি আবুল কালাম আজাদ উদ্বেগ প্রকাশ করে।
নোবেল যাতে গলিয়ে ফেলতে না পারে সেজন্য রাজ্য জুড়ে সকল স্বর্নকারদের অনুরোধ জানানো হয়। ওদিকে বীমা কোম্পানী ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানী বলেছে তারা ১০ বছর আগেই বলেছে নিরাপত্তা ব্যাবস্থা পর্যাপ্ত না।
বিশ্বভারতীর উপাচার্য সুজিত কুমার বসু চোরদের কাছে আবেদন জানান ওরা ওই সব মূল্যাবান বস্তু আমাদের কাছি ফিরিয়ে দিক ওদের ক্ষমা করে দেয়া হবে। ওদের পরিচয় গোপন রাখা হবে, এটা জাতীয় লজ্জা।
এই চুরির অভিযোগে চোর জীবন বাগদির হাতের ছাপ নাকি মিলে গেছে। কিন্তু আসলে শেষ পর্যন্ত দেখা যায় জীবন বাগচি এতে জড়িত নয়। অন্যদিকে কোলকাতার বরাহ নগর বারই পাড়া লেনের একটি বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয় ‘রবীন্দ্র ১৯৩৮’ লেখা ছবিস বেশ কিছু মুল্যবান সামগ্রী পরে প্রমানিত হয় ওগুলো শান্তিপুর রাজবাড়ী থেকে উদ্ধার কৃত চুরি যাওয়া মালপত্র।
ভারতের গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্ত শুরু করে ১ লা এপ্রিল ওই দিন রাতেই তদন্ত কারী দল উদ্ধার করে চুরি যাওয়া একটি হাতির দাতের শিল্পকর্ম যা মিউজিয়ামের এক কোনে একটি কাপড়ের পুটুলিতে রাখা ছিল। এই উদ্ধারের পর সি বি আই নিশ্চিত এর সাথে রবীন্দ্র ভারতীর কেউ জড়িত।
জড়িত যেই হোক আজো ৯ বছর পরো এই নোবেল উদ্ধার হয়নি।
নোবেল চুরির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন সুইডেনের নোবেল কমিটি নোবেল কমিটির মুখপাত্র মাইকেল শ্যোলম্যান বলেন আমরা তো আর আসল নোবেল দিতে পারব না বড় জোর একটা ব্রোঞ্জ প্রতিরূপ দিতে পারি আর মানপত্রের তো প্রতিরূপ হয় না।
এই ঘটনার ওপর ভিত্তি করে পরিচালক সুমন ঘোষ একটি ছবি নির্মান করেন নাম “নোবেল চোর” 
 
০৯ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৭:০২
শের শায়রী বলেছেন: ভাই ভালো না কেন যেন ভাল লাগেনা আর পুরানো মুখগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আপনি কেমন আছে?
২| 
০৯ ই মে, ২০১৩  ভোর ৫:৫৬
কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন পুস্ট, ভাল লাগল
অনেক কিছু জানলাম....
ধন্যবাদ
 
০৯ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৭:০৩
শের শায়রী বলেছেন: ভাল থাকুন মামুন ভাই।
৩| 
০৯ ই মে, ২০১৩  ভোর ৬:১৪
খেয়া ঘাট বলেছেন: জড়িত যেই হোক আজো ৯ বছর পরো এই নোবেল উদ্ধার হয়নি।
চোর ভালোই বুঝতে পেরেছে চুরির জন্য ধরা পড়লে তাকেও নো বেল দেয়া হবে। 
 
০৯ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৭:০৬
শের শায়রী বলেছেন: চোর ভালোই বুঝতে পেরেছে চুরির জন্য ধরা পড়লে তাকেও নো বেল দেয়া হবে।  
এই রকম হিউমার না থাকলে কি আর লেখক হওয়া যায়।
কেমন আছেন ভাই?
৪| 
০৯ ই মে, ২০১৩  ভোর ৬:২৯
ধূসর সপ্ন বলেছেন: চোর সাহেব নোবেল টা চুরি করে অঘোষিত নোবেল বিজয়ী  করলেন মনে করলেন নিজেকে । আর এই ৯ বছর পর্যন্ত ভাবছেন , ইস ! চুরির উপর যদি নোবেল পাওয়া যেত ????
 
০৯ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৯
শের শায়রী বলেছেন:  
 
৫| 
০৯ ই মে, ২০১৩  সকাল ৮:২১
কালোপরী বলেছেন: জানতামই না এইসব  
  
  
  
 
 
০৯ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৭:৪০
শের শায়রী বলেছেন: এইতো জেনে গেলেন সাদাপরী
৬| 
০৯ ই মে, ২০১৩  সকাল ৯:০৬
শফিক১৯৪৮ বলেছেন: পড়েছিলুম, আবার পড়ে ভাল লাগল, ধন্যবাদ আপনাকে। (ঢাকাবাসী)
 
০৯ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৭:৪০
শের শায়রী বলেছেন: আপনার ঢাকাবাসী নিক কোথায়?
কেমন আছেন?
৭| 
০৯ ই মে, ২০১৩  সকাল ৯:১৫
আমিভূত বলেছেন: অনেক সুন্দর পোস্ট , আমি তো ঘটনা জানতামই না  
 
ভালো লাগা ,শুভ কামনা 
 
 
০৯ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৩
শের শায়রী বলেছেন: কৃতজ্ঞতা।
৮| 
০৯ ই মে, ২০১৩  সকাল ৯:২৮
কান্ডারি অথর্ব বলেছেন: 
আপনি আসলেই একজন বস। অন্যরকম একটি পোস্ট। অনেকদিন পর প্রান ফিরে পেলাম। 
 
০৯ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৭:৫০
শের শায়রী বলেছেন: ভাই তোমার মত কিছু মানুষদের দেখে কিন্তু আমি শিখছি। চিরদিন তোমরা আমার গুরুর আসনে থাকবে।
কেমন আছ?
৯| 
০৯ ই মে, ২০১৩  সকাল ১১:৪১
s r jony বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
আপনি আসলেই একজন বস। অন্যরকম একটি পোস্ট। অনেকদিন পর প্রান ফিরে পেলাম।  ++++++++++++++++++++++++++++++++++++++++
 
০৯ ই মে, ২০১৩  রাত ৯:১৭
শের শায়রী বলেছেন: ভাই কেন লজ্জা দেন? আপনাদের লেখা দেখে কিন্তু সামুতে লিখতে ঢুকছি। আপনাদের অনুপ্রেরনা আমার পাথেয়।
ভাল থাকুন।
১০| 
০৯ ই মে, ২০১৩  দুপুর ১২:০৪
প্যাপিলন বলেছেন: আমিতো ভেবেছিলাম সব উদ্ধার হয়েছে
 
০৯ ই মে, ২০১৩  রাত ৯:১৮
শের শায়রী বলেছেন: নারে ভাই কিচ্ছু হয় নি।
১১| 
০৯ ই মে, ২০১৩  দুপুর ১২:৪৩
এরিস বলেছেন: এই ঘটনাটা সম্পূর্ণ অজানা ছিল। প্লাস পাওনা রইলো। 
 
 
০৯ ই মে, ২০১৩  রাত ৯:১৮
শের শায়রী বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।
১২| 
০৯ ই মে, ২০১৩  দুপুর ১:৫৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লেখা। এই বিষয়ে এর আগেও পড়েছি। তবে আপনারটার মত এত সুলিখিত না। দারুন একটা পোষ্ট পড়লাম। +
 
০৯ ই মে, ২০১৩  রাত ৯:১৯
শের শায়রী বলেছেন: ভাই আপনাদের উৎসাহ আমাকে লিখতে সাহস দেয়। 
কৃতজ্ঞতা জানবেন।
১৩| 
০৯ ই মে, ২০১৩  বিকাল ৩:৫৫
প্রিন্স হেক্টর বলেছেন: বাঙালির জন্য চরম লজ্জা। 
 
ডঃ ইউনুসের নোবেলের কড়া নিরাপত্তা দাবী করছি। :-<  :-< 
 
০৯ ই মে, ২০১৩  রাত ৯:২২
শের শায়রী বলেছেন: আসলেই দুঃখজনক ভাই।
১৪| 
০৯ ই মে, ২০১৩  রাত ৮:১৫
সেলিম আনোয়ার বলেছেন: শোভন ভাই মজা পেলাম।চুরির ব্যাপারটা এনেছেন। চুরিতে নোবেল এওয়ার্ড থাকলে প্রতি বছরএই দেশের সেটা পাওয়ার চান্স থাকতো। দেশপ্রেমিক আবুল হোসেন,কালো বিড়াল সুরনজিৎএরা নোবেল জিতত অনায়াসে। পোস্টে ভাললাগা
 
১৭ ই মে, ২০১৩  রাত ৮:২৪
শের শায়রী বলেছেন: ভালো থাক ভাই।
১৫| 
০৯ ই মে, ২০১৩  রাত ৮:৩৩
না পারভীন বলেছেন: অসাধারণ  লাগল , পোস্টটি । 
অনেক  ধন্যবাদ , এত সুন্দর পোস্ট দেয়ার জন্য
 
১৭ ই মে, ২০১৩  রাত ৮:২৫
শের শায়রী বলেছেন: কৃতজ্ঞতা আপু।
১৬| 
০৯ ই মে, ২০১৩  রাত ৯:১৭
ইমরাজ কবির বলেছেন: 
চমৎকার পোস্ট শোভন ভাইয়া ||
 
২৪ শে জুন, ২০১৩  দুপুর ২:২২
শের শায়রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। কেমন আছেন?
১৭| 
০৯ ই মে, ২০১৩  রাত ১০:৪১
একজন আরমান বলেছেন: 
আপনারা ভাল না থাকলে আমি কি করে ভাল থাকি? 
দেখা হবার প্রতীক্ষায়... 
 
২৪ শে জুন, ২০১৩  দুপুর ২:২৩
শের শায়রী বলেছেন: ইনশাল্লাহ ভাই
১৮| 
১০ ই মে, ২০১৩  ভোর ৪:৪৬
*কুনোব্যাঙ* বলেছেন: নোবেল চুরির ব্যাপারটা জানতাম কিন্তু চুরির ঘটনাবলী কিছুই জানা ছিলনা।
রবীন্দ্রজয়ন্তী কালে একটি সময়োপযোগী পোষ্ট। আর বরাবরের মতোই শায়রী ভাইয়ের আরেকটি দারুণ লেখা।
 
০৩ রা জুন, ২০১৪  দুপুর ২:২৮
শের শায়রী বলেছেন: ভাই কেমন আছ? অনেক দিন কোন খবর নাই।
১৯| 
১০ ই মে, ২০১৩  দুপুর ১:৫৭
ৎঁৎঁৎঁ বলেছেন: শার্লক হোমস দরকার ছিল!
 
০৩ রা জুন, ২০১৪  দুপুর ২:৩০
শের শায়রী বলেছেন: না দেই দেশি চোর শার্লক হোমস না ঘনাদা কে ডাকলে কাজ হলেও হতে পারে ![]()
২০| 
১০ ই মে, ২০১৩  বিকাল ৩:২৩
শফিক১৯৪৮ বলেছেন: বেঁচেই আছি মনে হয়। 'ঢাকাবাসি' নিকটায় লগ ইন হচ্ছেনা, তাই আরেকটা..। মনে রেখেছেন সেজন্য ধন্যবাদ।
 
০৩ রা জুন, ২০১৪  দুপুর ২:৩১
শের শায়রী বলেছেন: কেন ভাই ভুলে যাব কেন?
২১| 
১০ ই মে, ২০১৩  বিকাল ৪:২৪
এম হুসাইন বলেছেন: প্রথম শুনলাম তো এই ঘটনা...... 
আপনার এরকম লেখাই আমাকে আপনার ব্লগের অনুসারি করে রেখেছে...... 
আশা করি বাকি দিনও আমাদের এমন কিছু উপহার দিয়ে যাবেন ইনশাল্লাহ... 
+++ 
শুভেচ্ছা জানবেন ভাই।
কৃতজ্ঞতা। 
 
০৩ রা জুন, ২০১৪  দুপুর ২:৪২
শের শায়রী বলেছেন: ভাই কেমন আছেন? কোথায় আপনি?
ভালো আছেন তো?
২২| 
১০ ই মে, ২০১৩  বিকাল ৪:৫৫
সাজিদ এহসান বলেছেন: লেখাটা পড়া শুরু করতেই মন্ত্র মুগ্ধ হয়ে পড়ে ফেললাম, মনে মনে ভাবছিলাম এই লেখা 'শের শায়রী' ভাই না লিখলে সামুতে ২য় জন আর নেই... , লেখা পড়া শেষে নামটা দেখলাম...ধারনা সত্য 
খুব ভাল লাগল , ভাল থাকবেন ।  
 
 
০৩ রা জুন, ২০১৪  দুপুর ২:৫৬
শের শায়রী বলেছেন: ভাই কোথায় আপনি? কেমন আছেন ভাই?
২৩| 
১০ ই মে, ২০১৩  রাত ১০:৫৪
সোহাগ সকাল বলেছেন: সবার মতো আমারও ঘটনাটা অজানাই ছিল এতদিন! ![]()
 
০৩ রা জুন, ২০১৪  বিকাল ৪:৪৬
শের শায়রী বলেছেন: এইতো জেনে গেলেন ভাই
২৪| 
১১ ই মে, ২০১৩  রাত ১২:১৯
তারছেড়া লিমন বলেছেন: অসাধারন পোষ্ট.......
 
০৩ রা জুন, ২০১৪  বিকাল ৪:৪৭
শের শায়রী বলেছেন: কৃতজ্ঞতা ভাই
২৫| 
১১ ই মে, ২০১৩  রাত ১:২৬
বাংলাদেশী দালাল বলেছেন: 
লগইন না হওয়াতে মন্তব্য দিতে পাড়িনি। আর এর মধ্যে আমার মনের কথা অনেকেই বলে ফেলেছে।
কবিগুরুর ব্যাপারে একই বিষয়ে পড়তে পড়তে যখন বোর ঠিক তখনি আপনার এই পোষ্ট। অসাধারণ।
++++++
একটা বিষয়। সামুতে পাঠক(সৃজনশীল) কমে গেছে মনে হয়। 
 
০৩ রা জুন, ২০১৪  সন্ধ্যা  ৬:০২
শের শায়রী বলেছেন: ভাই আবার আস তোমরা লিখলে পাঠক ঠিক ফিরে আসবে।
২৬| 
১১ ই মে, ২০১৩  সকাল ১০:৩৭
উঠতি বুদ্ধিজীবী বলেছেন: সেইরাম পোস্ট। + + +
 
০৪ ঠা জুন, ২০১৪  দুপুর ২:৪১
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই
২৭| 
১১ ই মে, ২০১৩  সকাল ১১:০২
লাবনী আক্তার বলেছেন: খুব ভালো লাগল জেনে । চমৎকার একটা পোস্ট। ভাইয়া এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
 
০৮ ই ডিসেম্বর, ২০১৪  দুপুর ২:২৭
শের শায়রী বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা বোন
২৮| 
১১ ই মে, ২০১৩  সন্ধ্যা  ৬:১৩
মুনতাসীর রোমান বলেছেন: নোবেলের সাথে আর কি কি চুরি হইছে আগে জানতামনা,,..............
 
০৮ ই ডিসেম্বর, ২০১৪  দুপুর ২:২৯
শের শায়রী বলেছেন:  এই তো এখন জানলেন ভাই ![]()
২৯| 
১৭ ই মে, ২০১৩  রাত ৮:৩৯
লিন্কিন পার্ক বলেছেন: 
ইন্ডিয়ার  CID  এত কিছু বের করে আর এইটা বের করতে পারল  নাহ  :#> 
 
২৫ শে নভেম্বর, ২০১৯  রাত ১:৪৫
শের শায়রী বলেছেন: তাই তো দেখলাম ভাই। পারল না।
৩০| 
২০ শে মে, ২০১৩  সন্ধ্যা  ৭:১৪
বাবু পাগলা বলেছেন: ভাল লাগল
অনেক কিছু জানলাম....  
  
 
 
২৫ শে নভেম্বর, ২০১৯  রাত ১:৪৬
শের শায়রী বলেছেন: শুকরিয়া ভাই।
৩১| 
২০ শে মে, ২০১৩  রাত ৯:৩৭
মাহী ফ্লোরা বলেছেন: ওহ এই জন্যই আপনাকে আমার এত ভাল লাগে! এই ঘটনাটা বিস্তারিত জানার এত আগ্রহ ছিল কিন্তু পরিশ্রম করে কখনো জানার চেষ্টাও করিনি। 
অনেক ধন্যবাদ ।
আন্তরিক শুভকামনা। 
 
২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ২:১২
শের শায়রী বলেছেন: শুকরিয়া আপা আপনি কি এখন আর লেখেন না?
৩২| 
২২ শে মে, ২০১৩  বিকাল ৫:২৩
ভুং ভাং বলেছেন: দারুন পোষ্ট । ++++++++++++
 
২৫ শে নভেম্বর, ২০১৯  বিকাল ৫:১৯
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই।
৩৩| 
২৬ শে মে, ২০১৩  রাত ১:৩৩
বাংলাদেশী দালাল বলেছেন: ভিষণ মিস করছি ভাই। আবার লগইন সমস্যা? ফোনেও পাচ্ছি না।
 
০১ লা ডিসেম্বর, ২০১৯  রাত ৯:০৯
শের শায়রী বলেছেন: আপনাকে অনেক মিস করছি।
৩৪| 
০৯ ই জুন, ২০১৩  দুপুর ১২:৩০
তুষার আহাসান বলেছেন: ১৫ তম ভাল লাগা।
 
০১ লা ডিসেম্বর, ২০১৯  রাত ৯:০৯
শের শায়রী বলেছেন: শুকরিয়া।।
৩৫| 
২৪ শে জুন, ২০১৩  দুপুর ২:২৯
ইলেভেন্থ আওয়ার বলেছেন: আপনি আসলেই অনুসরনে নেওয়ার মতোই ব্লগার।
 
০৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ৮:৪১
শের শায়রী বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।
৩৬| 
০৭ ই জুলাই, ২০১৩  রাত ১:২০
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক কিছু জানলাম। পোষ্টে ভালোলাগা ![]()
 
১০ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৫০
শের শায়রী বলেছেন: কৃতজ্ঞতা জানুন।
৩৭| 
০৭ ই জুলাই, ২০১৩  রাত ১:৪৪
খাটাস বলেছেন: খেয়া ঘাট বলেছেন: জড়িত যেই হোক আজো ৯ বছর পরো এই নোবেল উদ্ধার হয়নি।
চোর ভালোই বুঝতে পেরেছে চুরির জন্য ধরা পড়লে তাকেও নো বেল দেয়া হবে।
চোর কে ধুম ৪ এ নেয়া হোক। 
  
 
 
১০ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৫১
শের শায়রী বলেছেন: ![]()
৩৮| 
০৯ ই আগস্ট, ২০১৩  দুপুর ১:১৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই কার উপর রাগ করে দূরে সরে গেলেন বলেনতো!
এইসব কিন্তু ভাল না। একেবারেই অ-শোভন!
আপনার পোস্ট নাই মানে সিরিয়াস কিছু মিস করছি, যা হয়ত সামুতে আর কেউ লিখবেই না।
ভাই ব্রাদারের দাবি দাওয়া বলে একটা জিনিস তো আছে!
ঈদ মোবারক।
 
৩০ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৫৮
শের শায়রী বলেছেন: ভাই আমার প্রিয় ভাই আপনি কোথায়? এখন তো আপনাকে খুজে ফিরছি।
৩৯| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৫:৩৮
বাংলাদেশী দালাল বলেছেন: 
মনে পরলো তাই সালাম জানিয়ে গেলাম। ভালো থাকবেন।
 
২৪ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৩৫
শের শায়রী বলেছেন: অলাইকুম আস সালাম। আপনি কোথায় ভাই?
৪০| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:৫৪
ইলেভেন্থ আওয়ার বলেছেন: ![]()
 
০৩ রা জুন, ২০১৪  দুপুর ২:৪৬
শের শায়রী বলেছেন: ![]()
৪১| 
০৫ ই অক্টোবর, ২০১৩  সকাল ১০:৫৭
অপু তানভীর বলেছেন: আপনে কই ভাই ? 
আপনেরে খুইজ্যা পাইতেছি না তো !! 
 
 
০৩ রা জুন, ২০১৪  দুপুর ২:৩৯
শের শায়রী বলেছেন: ভাই আমাকে মনে রেখেছেন???????????????
আমি কৃতজ্ঞ।
৪২| 
১৬ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১০:১৬
রূপকথার রাজকন্যা বলেছেন: আপনার আর লেখা নেই কেনো? 
এমন লেখা আরো চাই। 
প্রতিক্ষায় আছি।
 
০৩ রা জুন, ২০১৪  দুপুর ২:৩৬
শের শায়রী বলেছেন: জীবন জীবিকায় ব্যাস্ত ছিলাম। ভালো আছেন তো আপনি?
৪৩| 
১৩ ই এপ্রিল, ২০১৪  রাত ৯:৪৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বিষয়টা কী? এম্নে আর কতকাল? আপনার বিরুদ্ধে স্ট্রাইক ডাকতাছি আর একটু হইলে।
 
০৩ রা জুন, ২০১৪  দুপুর ২:৩৩
শের শায়রী বলেছেন: ভাই আস সালামু আলাইকুম কেমন আছেন?
আপনি কোথায়? আপানেক ই তো দেখি না এখন।
তাড়াতাড়ি আসেন অনেক কথা আছে ![]()
৪৪| 
২৮ শে নভেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৯
কিউপিড রিটার্নস বলেছেন: জানা ছিলনা অনেক কিছুই। ধন্যবাদ।
 
০৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ৮:৪০
শের শায়রী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৪৫| 
২৮ শে নভেম্বর, ২০১৪  রাত ৮:৩২
মাসূদ রানা বলেছেন: চোরদের মধ্যে বিভিন্ন প্রজাতির চোর রয়েছে ..... কেউ অভাব অনটন দৈন্যতা কাটাতে,কেউ বস্তুর প্রতি লালসা থেকে, কেউ ঈর্ষাপরায়ণ হয়ে, কেউ আবার খ্যাতির তাড়নায় চুরি করে স্ব স্ব অভাব পূরণে স্বচেষ্ট থাকে ....  ...... আমাদের 
রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন কাজী নজরুল ইসলাম,ফকির লালনসহ অগনিত নামী বেনামী দেশী বিদেশী সাহিত্যিকদের সাহিত্যসমূহ নিজের নামে চালিয়ে দিয়ে [link|http://www.youtube.com/watch?v=jGIHuqUnEm8|[উ::  পুরনো সেই দিনের কথা গানটি ]]   ..... আর নোবেল চোর তার অভাব পুরোন করেছে  রবীন্দ্রনাথের নোবেল চুরি করে ।
 
১৪ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১১:৫০
শের শায়রী বলেছেন: জানা ছিল না। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৩  রাত ৩:০০
একজন আরমান বলেছেন:
দারুন পোস্ট।
অনেক অজানা জিনিস জানতে পারলাম।
অনেক দিন পর। কেমন আছেন ভাই?