নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

শের শায়রী

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।

শের শায়রী › বিস্তারিত পোস্টঃ

রহস্যময় বইঃ কোডেক্স গিগাস বা শয়তানের বাইবেল

০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৮



পৃথিবীর সব থেকে বড় বই মানে আকার আকৃতিতে কোনটা জানেন নাকি? এটি কোডেক্স গিগাস (Codex Gigas) নামে পরিচিত অন্য কথায় একে “শয়তানের বাইবেল” বলা হয়। বলা হয়ে থাকে দুনিয়ার সব থেকে বড় রহস্যময় হাতে লেখা বই এই কোডেক্স গিগাস







১৬৫ পাউন্ড ওজনের শয়তানের বাইবেলের যা কমপক্ষে ১৬০টি গাধা বা খচ্চড়ের চামড়ার ওপর লিখিত। বইটিতে ৬০০ পৃষ্টা আছে। আর তিন ফুট লম্বা। কমপক্ষে ২ জন মানুষ লাগে এই বই কে স্থানান্তারিত করতে।







ধারনা করা হারম্যান রিকুলাস নামক চেকোশ্লাভাকিয়ার এক ফাদার এই কোডেক্স গিগাস লিখছে। এই ফাদার এক খ্রীষ্টান মঠে অন্য সাধুদের সাথে পরমপিতার নাম গান গেয়ে জীবন কাটাচ্ছিল কিন্তু এক দূর্বল মুহুর্তে সে মঠের নিয়ম ভঙ্গ করে বসে। সাথে সাথে ধরা পরে। এর পর তাকে কঠিন শাস্তি দেয়া হয়। শাস্তি হল একটা খুপরির মাঝে তাকে আজীবন নিঃসঙ্গ জীবন কাটাতে হবে।







হারম্যান মেনে নেয় এই শাস্তি। এক পর্যায়ে সে মঠাধক্ষ্য কে তার পাপের শাস্তি লাগবের জন্য প্রস্তাব দেয় সে এক রাতের মধ্যে তার অর্জিত জ্ঞান যা আছে মানুষের কল্যানে তা নিয়ে সে একটা বই লিখবে। যে বইতে সৃষ্টিকর্তা আর মঠের গুনগান থাকবে থাকবে মানুষের বিভিন্ন উপকার কিভাবে হয় সেব্যাপারে বিস্তারিত তথ্য। মঠাধক্ষ্য হারম্যান এর আর্জি কবুল করে।



হারম্যান কে দেয়া হয় প্রয়োজনীয় লেখার উপকরন মানে খচ্চরের চামড়া আর কালি। এক সন্ধ্যায়। খচ্চরের চামড়া আর কালি নিয়ে লিখতে বসে হারম্যান। মাঝ রাত আবধি এসে দেখতে পায় মাত্র অর্ধেক পাতা লিখতে পেরেছে। হতাশায় হারম্যান শয়তান কে একটা চিঠি লিখে বসে ওই মাঝ রাতে নিজের রক্ত দিয়ে তাতে সে শয়তানের সাহায্য কামনা করে, সে লেখে শয়তান যদি তাকে এই বই লিখে দেয় তবে তার আত্মা সে শয়তান কে দিয়ে দেবে। সাড়া দেয় শয়তান।



স শরীরে দেখা দেয় শয়তান। শুরু হয় কোডেক্স গিগাস লেখা। মাঝ রাত থেকে উষার আগেই লেখা শেষ হয়ে যায় এই বিশাল বই। নিজেকে প্রমান দেবার জন্য নিজ হাতে শয়তান তার ছবি একে রেখে যায় কোডেক্স গিগাসে। এই হল কোডেক্স গিগাসের মিথ।







কোডেক্স গিগাসে স্রষ্টার বিপক্ষতার পাশাপাশি বিভিন্ন ডাক্তারির বর্ননা দেয়া আছে কিভাবে কালাজ্বর, মৃগী রোগ ভালো হবে সে ব্যাপারে লেখা আছে আরো এর পাশাপাশি কিভাবে চোর ধরতে হবে ডাইনি কিভাবে চেনা যাবে সে সবও লেখা আছে।



কোডেক্স গিগাস নিয়ে প্রচুর গবেষনা চলছে। তবে এটা নিশ্চিত করা হয়েছে এই কোডেক্স গিগাস এক জন মানুষের হাতে লেখা। যা আধুনিক হ্যান্ড রাইটিং এক্সপার্টরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রমান করেছে। তবে এর লেখার ব্যাপ্তি কাল নিয়ে মতভেদ আছে, কেউ কেউ বলেন এটা লিখতে ৫ বছর লাগছে আবার কেউ কেউ বলেন এটা লিখতে ২৫-৩০ বছর লাগছে। সময় যত ই লাগুক এটা একজনের হাতে লিখিত এ নিয়ে কোন সন্দেহ নাই। সেই একজন কি হারম্যান না কি শয়তান নিজে সেটা এখনো কেউ জানে না।







বইর হিসাব অনুযায়ী এই বই ১২২৯ সালের শেষের কোন এক রাতে এটা লেখা শেষ হয়। কোডেক্স গিগাস যে মঠে লিখিত হয়েছিল সে মঠ “হুসাইত বিদ্রোহ” র যুদ্ধে ধ্বংস হয়ে যায় ১৫ শতকে। এর পর এই বই ১৪৭৭-১৫৯৩ পর্যন্ত ব্রোমভ মনাষ্টরিতে ছিল। এরপর প্যারাগুয়ের রাজা রুডলফ দ্বিতীয় এই বইটার সংগ্রহশালায় নিয়ে যান ১৬৯৪ সালে।



প্যারাগুয়ের সাথে ত্রিশ বছরের যুদ্ধ শেষে বিজয়ী সুইডিশ আর্মি এই বই লুঠ করে ১৬৪৮ সাথে ষ্টকহোমে সুইডিশ রয়াল লাইব্রেরীতে নিয়ে যায়।







৭ ই মে ১৬৯৭ সালে এক মারত্মক আগুন লাগে সুইডেনের রাজার প্রসাদে যেখানের লাইব্রেরীতে এই বই রক্ষিত ছিল। আগুনে বইটির পুরা পুড়ে যাবার আগেই জানালা দিয়ে এটাকে উদ্ধার কর্মীরা নীচে ফেলে দিতে সমর্থ হয়। কিন্তু ক্ষতি ততক্ষনে অনেক হয়ে গেছে। কিছু পাতা পুড়ে গেছে। কিছু পাতা নীচে পড়ার সময় বতাসে উড়ে যায়। এই পৃষ্টাগুলো এখনো পাওয়া যায় নাই।



৩৫৯ বছর পর এই কোডেক্স গিগাস সুইডেন থেকে আবার প্যারাগুয়ে আনা হয় এক বছরের চুক্তিতে প্রদর্শনীর জন্য ২০০৭ সালে। পরে ২০০৮ সালে আবার সুইডেন কর্তৃপক্ষ আবার তাদের বই ফিরিয়ে নেয়.







কোডেক্স গিগাস কি আসলেই শয়তানের লিখিত না মানুষের লিখিত সেটা নিয়ে বিতর্ক আছে কিন্তু এটা যে একজনের হাতে লিখিত এনিয়ে কোন সন্দেহ নাই। আর আবারো শেক্সপীয়ারের সেই বিখ্যাত উক্তি মনে পড়ে” There are many things in haven and earth”



বইটি এখন সুইডেন রয়াল মিউজিয়ামে রক্ষিত আছে।





মন্তব্য ৯০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৩

শরৎ চৌধুরী বলেছেন: বাহ!

০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৬

শের শায়রী বলেছেন: শরৎদা আপনার ছোট একটা শব্দ আমাদের কি পরিমান আনন্দিত করে আপনি সেটা জানেন না।

কৃতজ্ঞতা জানুন ব্রাদার

২| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৩

মদন বলেছেন: +++++++

০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৯

শের শায়রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা।

৩| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৮

না পারভীন বলেছেন: আসলে যার লিখাই হোক, পোস্ট পড়ে ভাল লাগলো।

০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৩

শের শায়রী বলেছেন: অনেক কৃতজ্ঞতা আপা

৪| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: কোডেক্স গিগাস বই জানলাম অনেক কিছু

বেশ মজার পোস্ট
ভাল লাগা

০৯ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৭

শের শায়রী বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: তথ্যবহুল উপভোগ্য পোস্ট শের শায়েরী ভাই ।

০৯ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৯

শের শায়রী বলেছেন: থ্যাঙ্কস ভাইডি

৬| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:২১

সোহানী বলেছেন: মজার কিছু জানলাম........ যদি কখনো সুইডিস মিউজিয়ামে যাওয়া হয় তবে তার খোঁজ নিবই...

ধন্যবাদ

০৯ ই জুন, ২০১৪ বিকাল ৩:১২

শের শায়রী বলেছেন: আমাদের কে অবশ্য ই জানাবেন কি দেখলেন কেমন দেখলেন?

৭| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দারুণ তথ্য এবং সুন্দর পোস্ট+++

০৯ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৪

শের শায়রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই

৮| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৮

নীল জোসনা বলেছেন: অজানা কিছু জানলাম । অনেক ধন্যবাদ আপনাকে .......।

০৯ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৫

শের শায়রী বলেছেন: আমার শুভেচ্ছা জানুন।

৯| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: এটা নিয়ে কোন গবেষণাধর্মী কোন বই কিংবা সিনেমা আছে ? শুভেচ্ছা

০৯ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৬

শের শায়রী বলেছেন: সিনেমা আছে কিনা জানি না তবে Codex Gigas লিখে সার্চ দিন অ সংখ্য আর্টিকেল পাবেন ভাই।

অনেক অনেক ধন্যবাদ

১০| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩১

আমি কাল্পনিক সজল বলেছেন: ভালো লাগলো :)

০৯ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৭

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভ্রাতা

১১| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৫

সাধারন এক মেয়ে বলেছেন: দারুন মজার তথ্য!!

০৯ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৮

শের শায়রী বলেছেন: আমার ও কিন্তু বেশ ইন্টারেষ্টিং লাগছিলো যখন পড়ছিলাম

১২| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৫

বৃতি বলেছেন: পোস্টে ভালো লাগা।

০৯ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩০

শের শায়রী বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৩| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৭

মুদ্‌দাকির বলেছেন: কোন ধারনাই ছিলনা এই ব্যাপারে !!

অসাধারন একটা বিষয় জানলাম ! ধন্যবাদ

০৯ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩২

শের শায়রী বলেছেন: কৃতজ্ঞতা ভাই পড়ার জন্য

১৪| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৩

মামুন রশিদ বলেছেন: এই বইয়ে আঁকা শয়তানের ছবির আদলে পৃথিবীর সব জায়গায় শয়তানের ছবি আঁকা হয় । সুন্দর পোস্ট ।

১০ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৭

শের শায়রী বলেছেন: আমারো তাই ধারনা ভাই। অনেক অনেক ধন্যবাদ

১৫| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১:০১

নীদ্রাহীন বলেছেন:
অনেক ভাল লাগা ও তথ্যবহুল পোস্ট ৷

আচ্ছা বইটা কি চেক ভাষায় নাকি অন্যভাষায় রচিত ৷

আপনার ও পাঠকের জন্য লিঙ্কটি যোগ ও দেখতে পারেন ?


http://www.wdl.org/en/item/3042/view


ভাল থাকুন আর চমক দেখাতে থাকুন ৷

১০ ই জুন, ২০১৪ সকাল ১০:৪১

শের শায়রী বলেছেন: ভাই শিওর না কোন ভাষায় তবে যুক্তি বলে চেক ভাষায় ই হবার কথা যেহেতু হারম্যান ওই দেশের মানুষ ছেল।

আপনার লিঙ্ক টি বইটির আউট লুক সন্মন্ধ্যে আরো ভালো ভাবে বোজা গেল কিন্তু পড়া!!!!!!!!!!!!!!!!!!!!!!

অনেক অনেক কৃতজ্ঞতা

১৬| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


আচ্ছা ভাই, বাফোমেটের কথা শুনেছি এই বইয়ের সাথে বাফোমেটের কি কোন সংযোগ আছে ?

১০ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৪

শের শায়রী বলেছেন: সেডা কি জিনিস ওই বাফোমেট। একটা পোষ্ট লিখনা ভাই এর উপর আমরা ও জানি বাফোমেট কি?

১৭| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১:২২

রাহাত লতিফ তৌসিফ বলেছেন: শয়তান কেন লিখবে, মানুষই লিখেছে

১০ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৫

শের শায়রী বলেছেন: জ্বি আমারো তাই ধারনা

১৮| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অসাধারণ! কোডেক্স গিগাস সম্পর্কে আমার কিছুই জানা ছিল না। আপনার পরিশ্রমসাধ্য পোস্ট থেকে অনেক কিছু জানতে পারলাম।

ধন্যবাদ, শের শায়রী।

১০ ই জুন, ২০১৪ দুপুর ১২:১১

শের শায়রী বলেছেন: পড়ার জন্য আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ ভাই

১৯| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৯

ভারসাম্য বলেছেন: সুন্দর পোস্ট, কিন্তু কোডেক্স গিগাস এর ভেতরে আসলে কী লেখা হয়েছে সেগুলোর একটু উদাহরণ দেয়া গেলা লেখাটি আরো সমৃদ্ধ হত মনে হয়।

অনেকদিন পর আপনার নতুন এবং যথারীতি ভাল একটা লেখা পাওয়া গেল! :)

+++

১০ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৭

শের শায়রী বলেছেন: ভাই আমি নিজেও জানি না কি লেখা আছে বিভিন্ন ওয়েব সাইট ঘেটে যা পেলাম তাই দিয়ে গেলাম

অনেক অনেক কৃতজ্ঞতা

২০| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ২:২৪

উদাসী স্বপ্ন বলেছেন: টরেন্ট লিংক ইংলিশে


এইটা নিয়া মনে হয় না কেউ গবেষনা করছে কারন আরও অনেকেই বলে সুইডিশ আর্মিরা যখন লুট করে তখনই ছুরি কাচি চালায়া থাকতে পারে। যাই হোক হিউমলে গরডেনে দেখি ঘুরে আসবো। বইটা নাকি জন সাধারনের জন্য খোলা

১০ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫১

শের শায়রী বলেছেন: আমার যেতুকু ধারনা আছে আছে ভাই তাতে যত দূর জানি ডিসকভারি এটা নিয়ে সৌখিন গবেষনা করছে। সিরিয়াসলি মনে হয়না কোন কাজ হয়েছে

২১| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ২:৪১

ড. জেকিল বলেছেন: দারুণ পোস্ট। কালের কন্ঠের একটা ম্যাগাজিনে শুনেছিলাম এই বই এর নাম। বিস্তারিত জানতে পারলাম।

১০ ই জুন, ২০১৪ দুপুর ১:২৪

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই

২২| ০৯ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৫

আই এস শাকিল বলেছেন: বইটা পড়ার খুব ইচ্ছা জাগছে ।

১০ ই জুন, ২০১৪ দুপুর ১:৩৩

শের শায়রী বলেছেন: ভাই ইচ্ছাতো আমারো ছিল কিন্তু ভাষা টা নিয়াই সমস্যা :)

২৩| ০৯ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩২

হাসান মাহবুব বলেছেন: অত্যন্ত আগ্রহোদ্দীপক।

১১ ই জুন, ২০১৪ ভোর ৬:৫৭

শের শায়রী বলেছেন: ধন্যবাদ হাসান মাহাবুব ভাই।

২৪| ০৯ ই জুন, ২০১৪ রাত ৮:৫২

বোকা মিয়া বলেছেন: অনেক কিছু জানলাম।আচ্ছা এমন হতে পারে যে একা থাকতে থাকতে যাজক মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।তখন সময় কাটাতে তিনি খচ্চরের চামড়ার উপর বই লিখতে শুরু করেন।তাকে যেখানে বন্দি করে রাখা হয়,হয়ত সে জায়গার পাশেই চার্চের গুদাম ছিল।সেই গুদাম থেকে নিয়ে হয়ত তিনি বই লিখেন।হয়ত তিনি ভেবেছিলেন মানবকল্যাণে এই বই লিখার জন্য তার শাস্তি মওকুফ হবে আর সেই ভাবনা থেকেই জন্ম নেয় হ্যালুসিনেশন যেটার জন্য ২০ বছরকে তিনি একরাত ভেবে বসেন।আর শয়তানের ছবি হয়ত তার শাস্তিদাতা যাজক।ছোট বাচ্চারা যেমন খারাপ মানুষের ছবি আঁকে,এই শয়তানের ছবি দেখতেও সেরকম।হয়ত অবচেতন মনে শাস্তিদাতা সেই যাজককের মাঝেই তিনি শয়তানের ছায়া খুঁজে নেন।

১১ ই জুন, ২০১৪ ভোর ৬:৫৯

শের শায়রী বলেছেন: বোকা মিয়া নিজেকে যত বোকা ভাবেন আপনি আসলে তত বোকা নন? চমৎকার এক্সপ্লানেশান লজিক সহ

২৫| ০৯ ই জুন, ২০১৪ রাত ৯:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শয়তানের ধর্ম যেহেতু আছে, বাইবেলতো একটা থাকতেই হয়!
ভালো লাগলো লেখাটি।

১১ ই জুন, ২০১৪ ভোর ৬:৫৯

শের শায়রী বলেছেন: কৃতজ্ঞতা জানুন ভাই

২৬| ০৯ ই জুন, ২০১৪ রাত ১০:১৬

ফা হিম বলেছেন:
অদ্ভূত একটা মিথ!! ধন্যবাদ পোস্টের জন্য।

১১ ই জুন, ২০১৪ সকাল ৭:০০

শের শায়রী বলেছেন: আপনাকে ও ধন্যবাদ ভাই

২৭| ০৯ ই জুন, ২০১৪ রাত ১১:০২

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার একটা পোস্ট। অনেক কিছু জানতে পারলাম। পোস্টটা পড়ার পর একটা প্রশ্ন মনে জাগছে- ১২২৯ সালে লেখার উপকরণ নিঃসন্দেহে এতটা সহজলভ্য ছিল না। সেখানে শুধুমাত্র এক রাতে লেখার জন্য এতগুলো লেখার উপাদান দেয়ার যুক্তি থাকতে পারে না।

১১ ই জুন, ২০১৪ সকাল ৭:০৪

শের শায়রী বলেছেন: ব্রাদার ওটাও একটা মিথ যে এক রাতে লিখছে সেটা উল্লেখ করা হয়েছে। যদি ধরে নেই ১০/২০ বছরে এটা লেখা হয়েছে আর সেটাই বাস্তব সন্মত যা গবেষকরা অবশ্য প্রমান ও করেছে সেক্ষেত্রে মেক সেন্স কিভাবে লেখার এত উপাদান পেয়েছে।

আসলে আমিও কিছু জানি না এই ব্যাপারে যেটুকু জানছি দিয়ে গেলাম এখানে।

অনেক অনেক ধন্যবাদ ব্রাদার।

২৮| ০৯ ই জুন, ২০১৪ রাত ১১:১৪

ডি মুন বলেছেন: সুন্দর পোস্ট। সত্যিই , There are many things in haven and earth”

১১ ই জুন, ২০১৪ সকাল ৭:০৫

শের শায়রী বলেছেন: থ্যাঙ্কস মুন ভাই

২৯| ১০ ই জুন, ২০১৪ রাত ১২:০৫

শুঁটকি মাছ বলেছেন: এই তথ্য তো জানতাম না! B:-)

১১ ই জুন, ২০১৪ সকাল ৭:১৭

শের শায়রী বলেছেন: আমিও কি জান তাম ভাই? এই তো জানলাম :)

৩০| ১০ ই জুন, ২০১৪ রাত ১:৫২

মহামহোপাধ্যায় বলেছেন: এইরকম ব্যপক তথ্য ও রহস্য সমৃদ্ধ বইয়ের খবর জেনে খুব কৌতুহল হচ্ছে। নিবৃত্ত করার উপায় কি ?? ভাই বইটার পিডিএফ ডাউনলোড লিঙ্ক পাইলে শেয়ার কইরেন ;) ডাউনলোড করে বঙ্গসিংহ ওয়াই সর্বোচ্চ (!!) কে ফতুর করে দিতে চাই B-) B-) B-)


আপনাদের দোয়ায় বেশ ভালো আছি ভাই। খুব মিস করতাম আপনার মত গুণী ব্লগারকে। আশা করি আবার আপনার চমৎকার পোস্টগুলো পেতে থাকবো :)

১১ ই জুন, ২০১৪ সকাল ৭:১৪

শের শায়রী বলেছেন: অনেক দিন পরে আসলেন ভাই। আর ভাইডি মাফ ও চাই দোয়া চাই শয়তান নিয়া আহ হাতাহাতি না করি :)

একটা কথা মানতে পারলাম না আমি গুনী ব্লগার। ভাই আমি তো জোড়াতালি দিয়া এখান সেখান থেকে নিয়ে লিখি একে ব্লগার বলে না।

যাই হোক ব্লগার হই বা না হই অসাধারন কিছু মানুষের সাথে আলাপ হয়েছে এই তো অনেক কিছু আমার জন্য।

৩১| ১০ ই জুন, ২০১৪ রাত ২:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন:

আগ্রহ নিয়ে পড়লাম।
পোষ্ট ভালো লাগলো।

১১ ই জুন, ২০১৪ সকাল ৭:২০

শের শায়রী বলেছেন: থ্যাঙ্কস ব্রাদার

৩২| ১০ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪০

প্রোফেসর শঙ্কু বলেছেন: ইন্টারেস্টিং!

১১ ই জুন, ২০১৪ সকাল ৭:২১

শের শায়রী বলেছেন: আমারো বেশ ইন্টারেষ্টিং লাগছে ভাই

৩৩| ১০ ই জুন, ২০১৪ দুপুর ১:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: বাহ! বেশ মজা পাইলাম!

১১ ই জুন, ২০১৪ সকাল ৭:২২

শের শায়রী বলেছেন: :)

৩৪| ১০ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৯

একজন ঘূণপোকা বলেছেন:
বুজরুকি। শয়তানের কাম নাই??

ইন্টারেস্টিং একটা ব্যাপার জানলাম।

ধন্যবাদ :)

১১ ই জুন, ২০১৪ সকাল ৭:২৪

শের শায়রী বলেছেন: আমার ধারনা ওই মধ্য যুগটাতেই শয়তান বড় ব্যাস্ত থাকত এই সব হাবিজাবি নিয়ে :) এখন কার পোলাপান ই বরং শয়তান কে বেইল দেয় না :)

জাষ্ট কিডিং ব্রো :)

৩৫| ১০ ই জুন, ২০১৪ দুপুর ২:১২

আমি স্বর্নলতা বলেছেন: নতুন কিছু জানলাম। ভালো লাগল।

১১ ই জুন, ২০১৪ সকাল ৭:২৫

শের শায়রী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩৬| ১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

সুমন কর বলেছেন: না পারভীন বলেছেন, আসলে যার লিখাই হোক, পোস্ট পড়ে ভাল লাগলো।

আমার ভুল হতেই পারে, লেখাগুলো সংগ্রহ করা। আপনার নয়।

১১ ই জুন, ২০১৪ সকাল ৭:৩৫

শের শায়রী বলেছেন: না আপনার ভুল হয় নি আপনি ঠিক আছেন। তবে সামান্য কারেকশান। সংগ্রহ বলতে আপনি বুজাচ্ছেন ঠিক বুজলাম না। যদি বলেন আর একজনের লেখা হুবুহু কপি করা সেটা মনে হয় ঠিক না।

যদি বলেন এই লেখাগুলো কোন মৌলিক সেটাও ঠিক না এগুলো ইন্টার নেট ঘেটে বিভিন্ন সাইট থেকে নিয়ে জোড়াতালি দিয়ে একটা কিছু নিজের মত দাড়া করানোর চেষ্টা। সেই অর্থে আপনি যদি সংগ্রহ বলেন আপনি ঠিক।

আমার তো না অবশ্যই। নিজে কিছু লিখতে পারি না। আপনার গল্প কবিতা দেখে আসলাম ঈর্ষনীয় গুনী আপনি ভাই। অনেক চেষ্টা করেও গল্প দু একটা লিখতে চেষ্টা করেও কবিতা জীবনে হাত দেই নাই। সবাইকে দিয়ে তো সব হয় না।

আর ভাই আমি সব সময় লিখে আসছি আমি কোন ব্লগার বা লেখক না জোড়াতালি দিয়ে এদিক সেদিক দিয়ে নিয়ে কিছু একটা দাড় করাই। শুধু একটা আন্তরিকতা থাকে সেটা হল মজার বা নতুন টাইপের কিছু শেয়ার করছি কিনা।

আর ভাই আমার উৎসাহ রহস্য আর ইতিহাস এই বিষয়ে মৌলিক কিছু লেখার মত ক্ষমতা আমার কেন কারো বোধহয় নাই যদি না গবেষনা পত্র হয়। সেক্ষেত্রে আপনি অবশ্য ই ঠিক আমার লেখাগুলো সংগ্রহ করা।

লেখা ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই

৩৭| ১১ ই জুন, ২০১৪ রাত ১:০৫

আছিফুর রহমান বলেছেন: বইটিতে রহস্যময় কি কি জিনিস আছে তা জানলে ভাল লাগতো। সেই সাথে বইটির মুল বক্তব্য কি তাও জানতে চাই।

১১ ই জুন, ২০১৪ সকাল ৭:৩৭

শের শায়রী বলেছেন: ভাই আমি নিজেও কি জানি ইন্টারনেট ঘেটে যা পেলাম তাই দিয়ে গেলাম। আছে নিশ্চয় ই কোথাও বইটির মুল বক্তব্য দেখি পেলে জানিয়ে যাব

অনেক অনেক ধন্যবাদ

৩৮| ১১ ই জুন, ২০১৪ সকাল ৮:০৫

ধুম্রজ্বাল বলেছেন: সকাল টা ভালো লেখা পড়ে শুরু হল।
দিন ভালো যাবে আশা করি।
ভালো থাকুন। লিখতে থাকুন সতত

১১ ই জুন, ২০১৪ সকাল ৮:২৯

শের শায়রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৩৯| ১১ ই জুন, ২০১৪ রাত ১০:১৪

তওসীফ সাদাত বলেছেন:

এটা তো জানতাম না !!! অসংখ্য ধন্যবাদ !!!

১২ ই জুন, ২০১৪ রাত ২:২১

শের শায়রী বলেছেন: কৃতজ্ঞতা জানুন ভাই

৪০| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:১৪

আমি তুমি আমরা বলেছেন: দারুণ তথ্য

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪০

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই

৪১| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ২:২৯

খাটাস বলেছেন: এই বই কি শুধু এক কপি ই আছে?
চমৎকার পোস্ট। কিছুটা জানতাম। পোস্টে স্বচ্ছ ধারণা হয়েছে। কৃতজ্ঞতা জানবেন ভাই।

২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২২

শের শায়রী বলেছেন: ভাই বিভিন্ন নথি পত্র হাতিয়ে যা পেলাম একটা তো অবশ্য ই আর সেই একটার ও অনেক পৃষ্টা হারিয়ে গেছে।


ভালো থাকুন ভাই

৪২| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:২৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই এটাও প্রিয়তে। আমি বহুদিন ধরে একটা বিভাগ করার চিন্তা করছি, অন্ধকার। এই ধরনের অন্ধকার জগত নিয়ে অনেক কিছু লেখার আছে, এটা দারুণ কাজে দেবে।

দেখি, কোডেক্স গিগাস নামাতে পারি কিনা, পিডিএফ আছে কিনা। এমনো হতে পারে, অলরেডি সংগ্রহে আছে...

না, কোডেক্স জুনিয়াস আছে, বুক অভ স্যাটান কোডেক্স সাইরাস আছে, বাফোমেট কোডেক্স আছে, গিগাস নেই।

ভাই আপনি একটু থাকবেন সাথে, এইসব মনের খোরাক, জ্ঞানের খোরাক, সঠিক মাত্রার রসিকজনার অভাব চারপাশে।

২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৫

শের শায়রী বলেছেন: আস সালামু আলাইকুম লিসানী ভাই। বইটা কি নামাতে পেরেছেন। আপনার সাথে থাকাও অনেক বড় ব্যাপার। আমি সন্মানিত বোধ করব যদি সাথে রাখেন।

৪৩| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:৩০

চড়ুই বলেছেন: এও কি সম্ভব !!!!!!! B:-) B:-) B:-) B:-) B:-)

২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩১

শের শায়রী বলেছেন: জ্বি আমিও যখন দেখি তখন আমিও ভাছি এও কি সম্ভব!!!!!!!!!!!! :)

৪৪| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৫

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন:

চমৎকার আরো একটা পোস্ট প্রিয় ব্লগার ...

সংকলনে যাচ্ছে অবশ্যই অবশ্যই ...

২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৪

শের শায়রী বলেছেন: আমার কৃতজ্ঞতা জানবেন ভাই

৪৫| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০০

রাতুল_শাহ বলেছেন: চমৎকার পোষ্ট

২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৫

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভ্রাতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.