নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

শের শায়রী

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।

শের শায়রী › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের বিরুদ্ধে হিংসার পরিসমাপ্তির আন্তর্জাতিক দিবস

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৮



আপার পারানার জঙ্গলের সব চেয়ে সুন্দর প্রজাপতিগুলো নিজেদের প্রদর্শন করে টিকে আছে। তারা লাল বা হলুদ বৃত্ত দ্বারা নিজের কালো পাখাগুলো প্রদর্শন করে নুন্যতম দুশ্চিন্তা ছাড়া ফুলে ফুলে উড়ে বেড়ায়। হাজার বছর ধরে তাদের শত্রু মাকড়সা, বোলতা, টিকটিকি নিজেদের নিরাপদ দূরত্ব বজায় রেখে তাদের সৌন্দর্য্য উপভোগ করে কারন তারা জানে এই প্রজাতির প্রজাপতিগুলো বিষাক্ত।



১৯৬০ সালের আজকের এই দিনে মানে ২৫শে নভেম্ভর ডোমিনিকান প্রজাতন্ত্রের ট্রুজিল্লো এক নায়কতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদকারী তিনজনকে পিটিয়ে পাহাড়ের চুড়া থেকে ছুড়ে ফেলা হয়। তারা ছিলেন মিরাবাল ভগিনীত্রয়। তারা ছিলেন দারুন সুন্দরী এবং তাদের বলা হত “লাস মরিপোস” বা প্রজাপতির ঝাক।



তাদের স্মরনে তাদের সহ্যাতীত সৌন্দর্য্যের স্মরনে আজকে মেয়েদের বিরুদ্ধে হিংসার পরিসমাপ্তির আন্তর্জাতিক দিবস। অন্য কথায় আজো যে সব ট্রুজিল্লো বেচে আছে তাদের বিরুদ্ধে মেয়েদের প্রতি হিংসার পরিসমাপ্তি এই দিবস পালন করা হয়। বাস্তবতা হল সে হিংসার কি পরিসমাপ্তি হয়েছে? হোক বা না হোক আজকে কিন্তু মেয়েদের বিরুদ্ধে হিংসার পরিসমাপ্তির আন্তর্জাতিক দিবস।

সুত্রঃ এডোয়ার্ডো গ্যালিয়ানোর চিলড্রেন অব দ্য ডে'জ বই থেকে।।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ২:০২

নুরহোসেন নুর বলেছেন: মেয়েরা আজ পুরুষের পাশাপাশি সবদিক দিয়ে সমান তালে এগিয়ে যাচ্ছে এটা আশার কথা।
তবে দুর্ভাগ্যবশতঃ মেয়েরা আদীযুগের মত এখনও বিশেষ শ্রেনীর লোকজনের কাছে দাসীই রয়ে গেছে!!
আমরা পুরুষরা মেয়েদের সঠিক মুল্য/নিরাপত্তা দিতে আজো ব্যর্থ।

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৭

শের শায়রী বলেছেন: মেয়েরা আদীযুগের মত এখনও বিশেষ শ্রেনীর লোকজনের কাছে দাসীই রয়ে গেছে!!
আমরা পুরুষরা মেয়েদের সঠিক মুল্য/নিরাপত্তা দিতে আজো ব্যর্থ। এটাই ভাই বাস্তবতা।।

২| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ২:৩০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: শায়রী ভাই,
হোক বা না হোক আমরা কিন্তু দিবসগুলোকে শ্রদ্ধা করতে জানি। আপনি আমাদের স্বদেশের পালনীয় দিবসগুলো নিয়ে যদি ভাবেন, তবে দেখবেন আমরা জাতীয় শোক দিবসেও মারাত্মকভাবে আন্দোলিত পদযাত্রা ও হাস্যোজ্জ্বল মিছিল মিটিং করে থাকি। একই অবস্থান পরিবর্তন করে বিশ্বের জ্ঞানীগুণী জাতিরা তা করে থাকে সঠিক পর্যায়ে কিন্তু চলমান প্রকৃয়ায় তারা সেসব অপকর্ম লালন করে খুবই যত্নশীলভাবে, বাঙালিরা হলে হয়ত বিশ্ববাসীকে জানিয়ে সেটা করতো।




২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৯

শের শায়রী বলেছেন: একদম ঠিক বলছেন ভাই।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: মেয়েরা আজও ভালো নেই।
দরিদ্র দেশের মেয়েরা ভালো থাকে না।
তাদের অনেক কষ্ট। অনেকবার তাদের কাঁদতে হয়।

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪০

শের শায়রী বলেছেন: জ্বি ভাই দরিদ্র দেশের ধনী মেয়েদের ও কাদতে হয়।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩২

জুল ভার্ন বলেছেন: এগিয়ে যাও, সাথে আছি।

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪১

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: মেয়েদের বিরুদ্ধে প্রতিহিংসা বন্ধ হোক । সুন্দর পোস্ট ।

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৩

শের শায়রী বলেছেন: থ্যাংকস সেলিম।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৭

সোহানী বলেছেন: না পরিসমাপ্তি হয়নি বা কোন কোন ক্ষেত্রে আরো ভয়াবহ আকার ধারন করেছে। আমরা নামে মানবতাবাদী, আর্ধনিক, শিক্ষিত হিসেবে বাহাদুরী করি কিন্তু নারী নির্যাতনের ক্ষেত্রে সব ভুলে যাই। মানসিকতা সেই নরকের কিট থেকেও ঘৃণ্য।

২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৯

শের শায়রী বলেছেন: সব ই বলে দিলেন, উত্তর আর কি দেব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.