নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

শের শায়রী

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।

শের শায়রী › বিস্তারিত পোস্টঃ

আবারো এশারের কিছু পরাবাস্তব ছবি

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১:৫২

পরাবাস্তব আর্টিষ্ট এম সি এশার কে নিয়ে অনেক আগে একটা পোষ্ট দিয়েছিলাম এশারের পরাবাস্তব জগৎ এ আপনাকে স্বাগতম। সেখানে এশারের কিছু ছবি দিয়ে তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজকে এশারের আরো কিছু কাজের সাথে পরিচয় করিয়ে দিচ্ছ


A journey through perspective pictures with M.C. Escher


Relativity, 1953, lithograph, Cornelius Van S. Roosevelt Collection All M.C. Escher works


Still Life with Mirror, 1934, lithograph, Cornelius Van S. Roosevelt Collection All M.C. Escher works


Eight Heads, 1922, woodcut, block printed four times, Cornelius Van S. Roosevelt Collection All M.C. Escher works


Wild West, 1920, woodcut, Seymour and Iris Schwartz Collection All M.C. Escher works


Hand with Reflecting Sphere, 1935, lithograph, Rosenwald Collection All M.C. Escher works


Still Life and Street, 1937, woodcut, Cornelius Van S. Roosevelt Collection All M.C. Escher works


Development I, 1937, woodcut, Cornelius Van S. Roosevelt Collection All M.C. Escher works


Day and Night, 1938, woodcut in black and gray, printed from two blocks, Cornelius Van S. Roosevelt Collection All M.C. Escher works


Reptiles, 1943, lithograph, Rosenwald Collection All M.C. Escher works


Other World (Another World), 1947, wood engraving and woodcut in black, medium brown, and green, printed from three blocks, Cornelius Van S. Roosevelt Collection All M.C. Escher works



Escher suffered from poor health when making this woodcut, and it is his last print. He again illustrates the concept of infinity. However, here he introduces a new invention: infinitely small rings grow from the center of the circle, reach a maximum size, and then diminish again as they reach the outer circumference.

Snakes, 1969, woodcut in orange, green, and black, printed from three blocks Cornelius Van S. Roosevelt Collection All M.C. Escher works


সুত্রঃ M.C. Escher – The Official Website

M.C. Escher — Life and Work

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ২:০২

শাহিন বিন রফিক বলেছেন:



খুব চমৎকার ছবিগুলো, আপনি কি ফ্রি কালেকশন করেছেন? এত সুন্দর সুন্দর পেইনটিং গুলো আপনাকে ফ্রি ডাউলোড করতে দিল? কপিরাইটে আবার আটকা পড়বেন না তো?

পোস্টে, +++

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ২:১১

শের শায়রী বলেছেন: জ্বি ভাই ফ্রি ডাউনলোড করলাম। এই কপি রাইট আর এক ঝামেলা। দিলেন তো ভয় লাগিয়ে। যেহেতু এশারের ছবি নিয়ে পোষ্ট দিয়েছি তাই ন্যাশনাল গ্যালারী অভ আর্টের অফিশিয়াল সাইট থেকে ডাউন লোড করছি। লিঙ্ক দিয়ে দিয়েছি।

ভালো লাগছে কি আর করা ভাই। দেখি কি হয়।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ২:৫১

আরোগ্য বলেছেন: অসংখ্য ধন্যবাদ বস। অসম্ভব সুন্দর ছবিগুলো সংগ্রহ করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
ছোটবেলায় চিত্রাঙ্কনের খুব শখ ছিল। এখনও মনের কোথাও রেশ রয়ে গেছে। যাই হোক শুভ ভোর রাত্রি।

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৭

শের শায়রী বলেছেন: ইন্টারমেডিয়েটের বায়োলজি ক্লাশে ব্যাঙের ছবি আঁকতে দেয়ার পর বায়োলজির ডেমোনেষ্ট্রর স্যার আমার আঁকা ব্যাঙ সবাকে দেখিয়ে সবাই বলে "বলতো এটা কি?" মানে না হয়েছে ব্যাঙ, না হয়েছে হাতি, না হয়েছে মুরগী। সেই রাগে ক্ষোভে বায়লোজি ছেড়ে পরিসংখ্যান নিয়েছিলাম ফোর সাব্জেক্ট হিসাবে। আমার আঁকাআঁকির হাত ওই পর্যন্ত।

তবে আকাআকির প্রতি একটা দুর্বলতা সব সময়ই। সেই কারনে ছবি পেইন্টিং দেখলে মুগ্ধ হয়ে যাই, বুজি বা না বুজি।

ভালো লাগার জন্য শুকরিয়া।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:৫৭

রাবেয়া রাহীম বলেছেন: মুগ্ধ হয়ে দেখলাম অসাধারন কিছু কাজ!
ধন্যবাদ আপনাকে

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১২

শের শায়রী বলেছেন: শুকরিয়া।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: ছবি গুলো খুব মন দিয়ে দেখলাম।
মাথা ঘুরাচ্ছে।

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮

শের শায়রী বলেছেন: ছবিগুলো মন দিয়ে দেখলেই জ্বালা সেক্ষেত্রে মাথা ঘুরাবেই। আমারো এ অবস্থা হয়, তাই খুব বেশী মনোযোগ দেই না রাজীব ভাই। :)

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৩

হাবিব বলেছেন: আপনার কাছ থেকে আজব আজব জিনিস জানতে পারছি

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৯

শের শায়রী বলেছেন: অদ্ভুদ জিনিস খুজে বেড়ানোতেই আমার আনন্দ হাবিব ভাই।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কুহক ! বিভ্রম!
শেয়ারের জন্য ধন্যবাদ। ++
রব গনজালভেস কে নিয়ে লেখার ইচ্ছা আছে। যার ছিল প্রখর কল্পনাশক্তি এবং পৃথিবীকে দেখার ভিন্নরকম দৃষ্টিভঙ্গি। কোনো এক অজ্ঞাত কারণে আত্মহত্যা করেন ২০১৭ সালের ১৪ই জুন। আরো একটু ঘাঁটাঘাঁটি করি , তারপর লিখবো। তবে একটা ছবি শেয়ার করলাম।
কুহক ! বিভ্রম!
শেয়ারের জন্য ধন্যবাদ। ++
রব গনজালভেস কে নিয়ে লেখার ইচ্ছা আছে। যার ছিল প্রখর কল্পনাশক্তি এবং পৃথিবীকে দেখার ভিন্নরকম দৃষ্টিভঙ্গি। কোনো এক অজ্ঞাত কারণে আত্মহত্যা করেন ২০১৭ সালের ১৪ই জুন। আরো একটু ঘাঁটাঘাঁটি করি , তারপর লিখবো। তবে একটা ছবি শেয়ার করলাম।

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৩

শের শায়রী বলেছেন: হ্যা রব ও মারাত্মক জিনিস ইনিও ইন্সপায়ার্ড বাই এশার, পাশাপাশি Yves Tanguy কে নিয়ে দেখবেন সেও ছিল এক জিনিস। রবের অনেক ছবিই আমার প্রিয় তার মাঝে আমিও একটা দিলাম

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৪

কনফুসিয়াস বলেছেন: অসম্ভব সুন্দর ছবিগুলো। মনমুগ্ধকর। ধন্যবাদ।

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৪

শের শায়রী বলেছেন: শুকরিয়া ভাই।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

আমি তুমি আমরা বলেছেন: দ্বিতীয়টা ছবিটা দেখে হগওয়ার্টসের কথা মনে হল।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৪

শের শায়রী বলেছেন: ভাই হগওয়ার্টস কি ঠিক বুজলাম না।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১২

আমি তুমি আমরা বলেছেন: হ্যারি পটার আর তার বন্ধুরা জাদুবিদ্যা শিখতেন হগওয়ার্টস স্কুলে। হ্যারী পটারের কয়েকটি চলচ্চিত্রে এরকম সিড়ির দৃশ্য আছে।

[Img|https://c2.staticflickr.com/4/3807/10003092254_c0060181e3_b.jpg]

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৭

শের শায়রী বলেছেন: এইবার বুজছি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.