![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনীষা আপা আমার মনের কথা বলেছে , তাই কপি করে নিলাম :
পরিবারে নতুন সদস্যের আগমন ঘটলে তাকে পরিবারের সবাই আপন করে নিবে তাই তো জানতাম। কিন্তু সামু পরিবারে নতুন ব্লগারদের আগমনে যেই বিড়ম্বনা পোহাতে হয় তা না বললেই নয়। ৩মাস ৩ সপ্তাহ পরেও আমার সেই সাতদিনের আল্টিমেটাম এখনো ক্যালেন্ডারের পাতায় আটকানো। অনেকে দেখলাম আবার বছর গেলেও নতুন হওয়ার সুনাম ঘোচাতে পারেননি। কোথাও নতুন হলে আমাদের অনেক উৎসাহ-উদ্দীপনা থাকে, নিজেকে তখন সবার থেকে বিচ্ছিন্ন আর সীমাবদ্ধ দেখলে না কষ্টই লাগে আসলে। বহুবার সমস্যার কথা লিখেছি, কিন্তু ফল পাইনি। ব্লগে আসার পর অসংখ্য ভালো পোস্ট পড়েছি, ব্লগে না আসলে আমি জানতামই না যে বাংলাদেশে এত ভালো লেখক/লেখিকা আছেন। প্রত্যেকটা পোস্ট একেকটি সাহিত্য। কিন্তু সেই যে অতৃপ্তি নতুন ব্লগার এর, আমি একটিবার ধন্যবাদও জানাতে পারিনি কোন পোস্টে। মন্তব্য দেই কিভাবে,আমিতো আজো নতুন! সত্যি বলতে কি, কমেন্ট করার জন্য হাত নিসপিস করে ইঞ্জুরী হয়ে গেলো- তবু সামু আজো আমাকে আপন করে নিলো না।
©somewhere in net ltd.