নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুঝিনা যে বুঝিনা , কি যে বুঝিনা , সেটাই বুঝিনা ..

শোভ

আমার মাঝে আমাকেই আমি খুজি

শোভ › বিস্তারিত পোস্টঃ

প্রেম কি বুঝিনা !

২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

প্রেম কি বুঝিনা ! প্রেম স্বর্গীয় ব্যাপার গুনিজনে বলে , স্বর্গ থেকে আসে প্রেম // স্বর্গে যায় চলে । অনেক সময় ভাবি প্রেমের কি কোন প্রকার আছে ? একবার মনে হয় প্রেমের কোন প্রকার নেই প্রেম শ্বাসত , প্রেম সুন্দর । আমাদের চার পাশে চলাফেরায় দৈন্দিন জীবনে যে প্রেমিক প্রেমিকা দের দেখি তাদের প্রেমকরার ধরণ দেখে মনে হয় প্রেম কয়েক প্রকার ।আমার সাথে সবাই একমত না ও হতেপারেন আবার অনেকে একমত হবেন এটা আমার বিশ্বাস । তবে প্রেম কত প্রকার ও কি কি তার কোন সীমাবদ্বতা নাই তার পরেও আমি আমার ধারনা মতে কয়েক প্রকার প্রেমের কথা বলতে পারি । এক্সচুয়েল , সেক্সচুয়েল , ফাইনাসিয়েল ও আর্টিফিসেয়ল তাছাড়া আরাে থাকতে পারে তা আপনারা নিজ বিবাচনায় খুজে বের করবেন ।

সেক্সচুয়েল প্রেম ( যৌন প্রেম ) :-এখানে আমার মনে হয় হৃৃদ্বয় ঘটিত কোন ব্যাপার থাকেনা । এখানে শুধু যৌনতাই স্থান পায় । দীর্ঘ দিন যৌনসম্পকের কারনে দুজন দুজনের প্রতি মায়ার টান আনুভুত হয় তাতে কিছুটা প্রেম গরে উঠে .



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৭

সুমন ২০১২ বলেছেন: ভালো ক্লাসিফিকেশন। সেক্সুয়াল, এক্সুয়াল, ফিনান্সিয়াল, আর্টিফিশিয়াল।

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৪

শোভ বলেছেন: হুম , ধনয়বাদ

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫২

আমি মনিরা বলেছেন: আপনার সাথে আমি একমত নই । কারন সবাই এসব ভেবে প্রেম করে না।






ধন্যবাদ

২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৩

শোভ বলেছেন: আপনার কথা ঠিক আছে , আপনি যদি আমার কথায় এক মত হতেন তাহলে রংধনু সাত রং হতনা । আমি সময়ের অভাবে সব লিখতে পারিনি ।

৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৬

সনেট কবি বলেছেন: পড়লাম

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৭

শোভ বলেছেন: ধন্যবাদ ভাইয়া , আমি কিন্তু আপনার মত সুন্দর করে লিখতে পারিনা । তাই এখন আর ব্লগিং করি না ।তাছাড়া খালেদা জিয়া আমাদের সবাইকে নাস্তিক বানাই দিছে তাই সবাই ব্লগার বলতে নাস্তিক মনে করে ।

৪| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩২

কবিতা পড়ার প্রহর বলেছেন: প্রেম স্বর্গীয়। স্বর্গ থেকে আসে আবার স্বর্গেই চলে যায়।

১৫ ই জুন, ২০২১ দুপুর ২:০০

শোভ বলেছেন: আমারও তাই মনে হত কিন্তু আশে পাশে যা দেখি তাতে প্রকার ভেদ করা ছাড়া উপায় দেখি না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.