![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন বাসে কেয়েকজনের আলাপচারিতা শুনছিলাম তাদের সবার বয়স ১৮ থেকে ২২ বছর হবে। তাদের কথায় যা বুঝলাম ওরা সাবাই সাইদীর অন্দভক্ত । তাদের ভাষায় সাইদীর কোন সাজা হতে পারে না । সাইদী একজন ইসলামী চিন্তাবিদ ।কোরানের পাখি (ইসলামে এই রকম উপাদি দিতে পারে কিনা জানিনা) কোরানার সুন্দর তাফছির করে , সুন্দর সুরেলা ভাষায় ওয়াজ করে।মানুষকে ইসলামের পথদেখায় ইত্যাদি ইত্যাদি ।১৯৭১ সালে তার বিরুদ্বে যে অবিযোগ আনা হয়েছে তা মিথ্যা । আমি তাদের আলাপচারিতায় যুক্ত হতে চেয়েছিলাম মনে সায়দিল না । তাই আমার প্রিয় সামুতে লিখছি ।
১৯৮৩ সালের ঘটনা আমাদের অজপারা গ্রামে (এখন তা নেই) কায়েকশ লোকের বাস । সবাই মোটামোটি সুখে শান্তিতে বসবাস করে । একজনের দু:খে আরেক ঝাপিয়ে পরে । এই গ্রামেই এক রাতে বিপত্ত ঘটল ।সেই রাতে গ্রামের ২৮ বছর বয়সি এক বিধবার ঘরে অনৈতিক কাজে ধরা পরল এক লোক , সে যেনতেন লোক নয় ৩০পারা মুখস্ত কোরানে হাফেজ , মাওলানা দিদারুল (ছদ্ব নাম) । তার বংশছিল অতিউচ্চবংশ । সে গ্রামের মানুষের ধাওয়া খেয়ে রাতের আধারে পালিয়ে ঢাকায় চলে আসে । ঢাকায় এসে এদিকসেদিক ঘুরাঘুরির পর একটা মসজিদে ইমামতির চাকুরী পায় । তার সুরেলা কন্ঠের ওয়াজশুনে তারপেছনে নামাজ পরে এলাকার সকল মুসুল্লিই তার ভক্ত হয়ে যা্য । তিনি আবার একটা ইসলামি রাজনৈতিক দলের মাঝারীসারির নেতা হয়ে যান । তার শতশত ভক্ত অনুরাগী ঘুনাক্ষরেও তার অতীত ইতিহাস জানেনা বা জানতে পারল না । তাতেকি এই ভক্ত অনুরাগীদের দোষ দেয়া যায় ? তাই আমি বাসের সেই যুবকদের কোন দোষ দেইনা আমি দােষ দেই সেই হাফেজদের , যারা নিজের চারিত্রিক গুন জানার পরেও আল্লামা সাজেন । ধিক্কার জানাই সেই ভন্ড আলেমদের যারা ইসালাম সর্ম্পকে নুনতম শিক্ষা না থাকা স্বত্যেও নামের পাশে আল্লামা উপাদি লাগায়।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২
শোভ বলেছেন: দেলোওয়ার সাইদী যা কিছু ৭১ সালে করেছেন তা আদালতে প্রমানিত । বিচারক যখন আসামিকে দোষীসাবস্ত করে রায়দেন তখন আসামি দুজন মানুষের কাছে নিরদোষ থাকে একজন হল আসামির পক্ষের উকিল আর একজন হল আসামির জন্মদাত্রি মা ।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৫
পাগলা বস বলেছেন: একজন দিদারুল কে দিয়ে পুরা আলেম সমাজকে বিচার করলে কেমনে হয় !!!!!!! যেমনটা হয়না বর্তমান রাজনীতিবিদ দের চরিত্র মাপা তাদের দলীয় পিতার চরিত্রে , বলতে চাইলে অনেক কিছু মনগড়া বলা যায় , প্রসংগ ছিল সাইদী যদি সম্ভব হয় উনার সম্পর্কে বলেন , তবে আজাইরা বানিয়ে কিছু না ।। -_-
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪০
শোভ বলেছেন: ওনি যাহা করিয়াছেন তাহা আদালতে প্রামনিত ইহার বেশী আমি আর কি বলিব ?
৩| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪০
রাজীব নুর বলেছেন: ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তাদের আমি পছন্দ করি না।
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৫
শোভ বলেছেন: সহমত নুর ভাই
৪| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৫
সনেট কবি বলেছেন: পড়লাম
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৫
শোভ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৫| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১১
সৈকত জোহা বলেছেন: সাইদী মূর্খদের আইডল। যারা ধার্মিক তারা তাকে সমর্থন করতে পারে না ।
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৬
শোভ বলেছেন: আমার মনে মূর্খদের সংখ্যাই বেশী.....।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮
নীল আকাশ ২০১৪ বলেছেন: মাওলানা দিদারুল সম্পর্কে অনেক কিছু জানলেন বা জানালেন, কিন্তু মাওলানা সাইদী সম্পর্কে আপনি প্রথম কোথায় কি জেনেছেন, জানাবেন কি?
উনি যে যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিলেন - এটাই বা কোথায় জানলেন? যা জেনেছেন, তার কোন প্রমাণ কি পেয়েছেন? বাস্তবে বা আদালতে?
সমাজকল্যাণ মন্ত্রীর চেহারা দেখলেই লোকটার স্বভাব চরিত্র সম্পর্কে অনেকটা আন্দাজ করা যায়। সাইদীকে দেখে সেরকম কি মনে হয়?