![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছিলাম সৃষ্টিশীল জগতে, বাস্তবতার টানে এখন পার্চমেন্ট কাগজের সওদাগর। একটু মুক্ত নিঃশ্বাসের জন্য তাই এখানে ওখানে ঢুঁ মারা। সাঃইঃ তারই এক চৌকাঠ।
শিক্ষক-শিক্ষিকার মেয়ে লাঞ্ছিত নিজ বিদ্যাপীঠে। দেশের প্রথম আলোকচিত্রাচার্য্য-একুশে পদক প্রাপ্ত পিতার সন্তান, স্বর্ণপদক প্রাপ্ত আলোকচিত্র শিল্পী লাঞ্ছিত প্রাচ্যের অক্সফোর্ড এর গুটি কয়েক চৌকিদারের হাতে। আর কত ডুববি ভাই তোরা? প্রোক্টর বলেছেন তদন্ত করে দেখা হবে হলের পরিবেশ তারা (আহত ব্যক্তি রা) নষ্ট করেছিলেন কিনা!!! যা বলেছেন বাপু...নিজের এলিট ষণ্ডা গুলোকে বাঁচাতে এতো নিচে নামতে হল স্যার? রুলিং পার্টির চামুচ বলে?...তাহলে জেনে রাখুন...যাদের লাঞ্ছিত করা হয়েছে তাদের অত্যন্ত নিকট আত্মীয় রুলিং পার্টির পক্ষে জাতীয় সংসদ এ স্পিকার ছিলেন...এরাও বহুদূর বিষয় টি নিতে পারেন। শিক্ষক প্রভাবিত করবেন ছাত্রকে...রিভার্স কিছু ঘটলে তা সত্যই নিরাশাজনক...এবং বিশ্বাস করি...এই সকল পথভ্রষ্টরা নিশ্চয় গুরুমুখী বিদ্যায় দীক্ষিত না। লাঞ্ছিতরা বিচার চাইছেন...তার থেকেও বেশি চাইছেন প্রতিকার..। তারা হলের চারটা চৌকিদারের ন্যায়বিচার নিশ্চিত করতে চাইছেন শুধু মাত্র এই কারণে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। শিক্ষার তফাত এইখানেই। কেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে চৌকিদারি করে শিক্ষিত...কেও শিক্ষার আলো জ্বেলে...। যারা শুধু মাত্র কান বাচাতে চিলের পিছনে ছুটছেন তাদের বলি...ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনারা...বিচার-বিবেচনা-বিবেক দিয়ে সমাবেশে বক্তব্য রাখুন...চার রঙের প্যানা প্রিন্টের ব্যানার নীলক্ষেতে ১৫ টাকা স্কয়ার ফিটে রফা হয়...বিবেক টা এই সস্তা ব্যানার পিছনে রেখে গলা ফাটিয়ে বেচে দিয়েন না... পাশ করে বের হলে দেশ আপনাদের দিকেই চেয়ে থাকবে...
২| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৫৩
শিপন মোল্লা বলেছেন: দুঃখজনক চরম দুঃখজনক । আহ কোথায় যাচ্ছে আমাদের জাতি ।
দূর কিছু বলতে পারতেছিনা ।
৩| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৮
মাঘের নীল আকাশ বলেছেন: সহমত!
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৭
নতুন বলেছেন: আসলেই অবাক লেগেছে যারা ৪ গুন্ডার পক্ষে সাফাই গাইছে...
এই বোধই আসলে বোঝায় যে আমাদের দেশের এই অধপতন কেন?
কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নারীর গায়ে হাত তোলা সমথ`ন করে???
নাহয় তারা উলঙ্গভাবেই বসে ছিলো্.... কিন্তু তাদের পিটিয়ে রক্তাক্ত করার অধিকার কিভাবে পেলো???????আইনের আহে না দিয়ে কেন তারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে??????????? কোন শিক্ষায় তারা আজ শিক্ষিত হচ্ছে?