নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেইসবুকে খুজে পেতে ইমেইল দিয়ে সার্চ করুন, শোভন, অগোছালো একটি ছেলে, জিন্স আর টি-শার্ট প্রিয় পোষাক, প্রিয় খাবার ভাত, ডাল, আলু ভর্তা ভাজা, ডিম ভাজি, শখ ভ্রমন করা, স্ট্রিট ফুড খাওয়া, ক্রিকেট খেলতে পছন্দ করি. আর আমার ডান হাত থেকে বাম হাত বেশী চলে, কারন আমি বাহ

শোভন ব্লগ

[email protected]

শোভন ব্লগ › বিস্তারিত পোস্টঃ

এক নজরে ব্রাহ্মণবাড়িয়া জেলা

১০ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৩

নদী-মাতৃক বাংলাদেশের মধ্য- পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী তিতাস-বিধৌত জেলা ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলার নামকরণ নিয়ে একাধিক মত রয়েছে। শোনা যায়, সেন বংশের রাজত্বকালে ব্রাহ্মণবাড়িয়ায় অভিজাত ব্রাহ্মণকুলের অভাবে পূজা-অর্চনায় বিঘ্ন সৃষ্টি হতো। এ কারণে রাজা লক্ষণ সেন আদিসুর কন্যকুঞ্জ থেকে কয়েকটি ব্রাহ্মণ পরিবারকে এ অঞ্চলে নিয়ে আসেন। তাদের মধ্যে কিছু ব্রাহ্মণ পরিবার শহরের মৌলভী পাড়ায় বাড়ী তৈরী করে। সেই ব্রাহ্মণদের বাড়ীর অবস্থানের কারণে এ জেলার নামকরণ ব্রাহ্মণবাড়িয়া হয় বলে অনেকে বিশ্বাস করেন।





অন্য একটি মতানুসারে দিল্লী থেকে আগত ইসলাম ধর্ম প্রচারক শাহ সুফী হযরত কাজী মাহমুদ শাহ এ শহর থেকে উল্লেখিত ব্রাহ্মণ পরিবার সমূহকে বেরিয়ে যাবার নির্দেশ প্রদান করেন , যা থেকে ব্রাহ্মণবাড়িয়া নামের উৎপত্তিহয়েছে বলে মনে করা হয়।



পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়ায় ১৮৬০ ইং সালে মহকুমা প্রতিষ্ঠিত হয়। শুরুতে ত্রিপুরা জেলার অর্ন্তভূক্ত ছিল। ভারত বিভাগের পর কুমিল্লা জেলার একটি মহকুমা হিসেবে থাকে। ১৯৮৪ সালের ১৫ই ফেব্রুয়ারী জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।



শিল্প-সংস্কৃতি, শিক্ষা-সাহিত্যে দেশের অন্যমত অগ্রণী জনপদ ব্রাহ্মণবাড়িয়া। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আয়েত আলী খাঁ, ব্যারিস্টার এ রসুল, নবাব স্যার সৈয়দ শামসুল হুদা, কথা সাহিত্যিক অদ্বৈত মল্ল বর্মণ, কবি আবদুল কাদির, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তসহ বহু জ্ঞানী গুনীর জন্মধন্য জেলা ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় অর্থনীতিতেও ব্যাপক অবদান রাখছে। তিতাস গ্যাস ফিল্ড, সালদা গ্যাস ফিল্ড, মেঘনা গ্যাস ফিল্ড দেশের এক-তৃতীয়াংশ গ্যাস সরবরাহ যোগায়। আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র দেশের ২য় বৃহত্তম বিদ্যুৎউৎপাদন কেন্দ্র। আশুগঞ্জ সার কারখানা দেশের ইউরিয়া সারের অন্যতম বৃহত্তম শিল্প কারখানা। ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্প সংস্কৃতির ধারক ও বাহক এবং দলমত নির্বিশেষে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল মিলন মেলা হিসেবে এ দেশের মানচিত্রে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল। নিজের জেলার তথ্য জানতে।

২| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৬

হামিদ আহসান বলেছেন: অামার জেলা .......

৩| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১:৩২

ছণ্ণ্ ছাড়া বলেছেন: ধন্যবাদ,

"রাজা লক্ষণ সেন আদিসুর কন্যকুঞ্জ থেকে কয়েকটি ব্রাহ্মণ পরিবারকে এ অঞ্চলে নিয়ে আসেন। তাদের মধ্যে কিছু ব্রাহ্মণ পরিবার শহরের মৌলভী পাড়ায় বাড়ী তৈরী করে। সেই ব্রাহ্মণদের বাড়ীর অবস্থানের কারণে এ জেলার নামকরণ ব্রাহ্মণবাড়িয়া হয় বলে অনেকে বিশ্বাস করেন" -এ কথার সূত্র কি?

আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর ব্রাহ্মণবাড়িয়ার। আপনিও থাকুন আমাদের সাথে। প্লিজ ভিজিট ব্রাহ্মণবাড়িয়া২৪ডটকম

৪| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৩:১৮

বাকি বিল্লাহ বলেছেন: আমার জেলা :)

৫| ২৭ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:০১

মানবী বলেছেন: আমার কয়েকজন বন্ধুর জেলা। মেডিকেল কলেজে পড়ার সময় ওদের গর্ব করে বলতে শুনেছি ব্রাক্ষ্মনবাড়িয়া বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত জেলা :-)

সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ শোভন ব্লগ।

৬| ১০ ই জুন, ২০১৬ রাত ১২:৪১

মো : মিলন মিয়া বলেছেন: ব্রাহ্মণবাড়িয়া আমার গ্রাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.