| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আধখানা চাঁদ,
জেগে থাকা রাত,
তোমার প্রতীক্ষায়...
তুমি আসবে বলে,
পাশে বসবে আমার,
তাই তোমার অপেক্ষায়...
কালো মেঘে ঢাকা চাঁদ,
কত রক্তাক্ত লাশ,
বুকে বাজে আর্তনাদ,
তবু তোমার প্রতীক্ষায়...
দেখেছি কান্না,
শুনেছি আহাজারি,
লিখেছি কবিতা
তবু হইনি যোদ্ধা,
তোমার অপেক্ষায়...
ভালবাসি তোমায়
অনুভবে আমার
তবু হল না কিছুতেই
বসে থাকা আজ
শুধু তোমার প্রতীক্ষায়...
©somewhere in net ltd.