নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

রোহিঙ্গা ক্যাম্পের কিছু দৃশ্য – ছবি ব্লগ ৩

১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

রোহিঙ্গা ক্যাম্পের এই ছবিগুলো ব্লগে রাখছি বাস্তবতা এবং আজকের অবস্থা জানার জন্য।
আশা করি ভবিষ্যতে এগুলো কাজে লাগবে। চোখে যা দেখেছি তাই কামেরাতে ধরেছি, পুরো এলাকা জুড়ে এই দৃশ্য , কিছুটা একঘেয়ে বটে, তবে এভাবেই তাদের জীবন কাটছে।
আশা করি সমস্যার সুন্দর সমাধান হবে, তখন নতুন ছবি দেখতে পাব । আর রোহিঙ্গারা সম্মানের সাথে ফিরে যাবে তাদের বাসভূমে।
রোহিঙ্গা সমস্যা আমাদের চোখ খুলে দিয়েছে, আমরা এখন অনেক সজাগ এবং ক্রমাগত বিশ্ব বিবেককে জানান দিয়ে যাচ্ছি।
আমাদের প্রচেষ্টা সফল হবেই, আমরা আশাবাদী।









































































































মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: রোহিঙ্গারা আস্তে আস্তে আমাদের সাথে মিশে যাবে। সমস্যা সমাধানের সম্ভাবনা খুবিই কম।

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

শোভন শামস বলেছেন: বাংলাদেশ সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে রোহিঙ্গারা সম্মানের সাথে ফিরে যেতে পারে
হয়ত সময় লাগবে
আশাবাদী হতে দোষ কোথায়
সাথে থাকবেন ধন্যবাদ

২| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৫

আহমেদ জী এস বলেছেন: শোভন শামস ,




কষ্ট যখন করলেনই তখন আর একটু কষ্ট করে ছবিগুলোর বর্ণনা দিতে পারতেন । তখন পাঠকের মনে একটা আবহ তৈরী হতে পারতো ।

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

শোভন শামস বলেছেন: এই ছবিতে সাহায্য সংস্থা গুলোর কার্যক্রম চলছে জানা যায়
রোহিঙ্গা জন গোষ্ঠীর বাসস্থান এবং পারিপার্শ্বিকতা সম্বন্ধে ধারনা লাভ করা যায়
ক্যাম্প এলাকার ভু প্রকৃতি জানা যায়
পাহাড় আর বন কাঁটা হয়েছে দেখা যাচ্ছে
সমতলের কিছু জমিও এর সাথে রয়েছে
এখন ও উন্নয়নের কাজ চলছে
সব ত্রান বিতরন ডব্লিউ এফ পি র মাধ্যমে হচ্ছে
চিকিৎসা ব্যবস্থা আছে ক্যাম্পগুলোতে
ইনফর্মেশন সেন্টার এবং সমন্বয় কেন্দ্র আছে এই ক্যাম্প এলাকার কাছে
সব মিলিয়ে বেশ ভালভাবে ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।
সাথে থাকবেন ধন্যবাদ

৩| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: ঘুরে ফিরে একই রকম ছবি।
ছবিতে রোহিঙ্গাদের জীবন চিত্র স্পষ্ট নয়।

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

শোভন শামস বলেছেন: সকালের দিকে এই ছবিগুলো তোলা হয়েছে
এই সময় খাদ্য বিতরণ এলাকায় গ্রুপের নেতা বা মাঝিদের তত্ত্বাবধানে ত্রান সংগ্রহের জন্য কিছু মানুষ এসেছিল
বেশির ভাগ মানুষ ক্যাম্পের ভেতর ছিল
পুরুষ ৪০-৪৫ শতাংশ, বাকী মহিলা শিশু আর বৃদ্ধ
বাচ্চারা ইস্কুলে এবং মাদ্রাসায় পড়ছিল
তাদের শিক্ষক ও তাদের মত রোহিঙ্গা
সাথে থাকবেন ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.