নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

আগ্রাদিগুন গ্রামে যেতে

১১ ই মে, ২০২০ বিকাল ৫:২৬



যে দিকে দেখ সবুজ শোভা
শীতল হবে মন
দূরে গ্রামের দেখা পাবে
আছে প্রিয় জন।

আগ্রাদিগুন গ্রামে যেতে
পাকা রাস্তা আছে
ধান গমের সবুজ মাঠ
আছে পথের কাছে।

এক পায়েতে দাঁড়িয়ে আছে
তাল গাছ দুই তিন
তারই ছায়ায় বসে কৃষক
ক্লান্ত সারা দিন।

গ্রামের বারি ধানের গোলা
সবই এদের কাছে
বর্ষাকালে পুকুর ভরা
মাছ এখনও আছে।

গ্রামের জীবন সহনীয়
হাসি আছে মুখে
প্রকৃতি সদয় হলে
থাকে তারা সুখে।

গ্রামের মানুষ সুখে থাকুক
সবাই সেটা চায়
ফসল মাঠের কর্মী যেন
ন্যায্য ভাগ পায়।

এগিয়ে যাবে এদেশ তখন
কৃষক বাঁচা চাই
সবাই মিলে নতুন দিনের
সুফল তোল ভাই।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:১৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৩ ই মে, ২০২০ বিকাল ৪:২১

শোভন শামস বলেছেন: অপূর্ব গ্রামের শোভা,
সাথে থাকবেন, ধন্যবাদ

২| ১৩ ই মে, ২০২০ বিকাল ৫:০৪

আল-ইকরাম বলেছেন: খুব ভাল লাগলো পড়ে। তবে ‘গ্রামের মানুষ সুখে থাকুক সবাই সেতা চায়। এখানে সেতা হবে নাকি সেটা হবে? জানালে সুখী হবো। শুভেচ্ছা অগনিত।

১৪ ই মে, ২০২০ বিকাল ৪:২৬

শোভন শামস বলেছেন: চলন বিল এলাকার প্রাকৃতিক দৃশ্য মনমুগ্ধকর
সেটা হবে
সাথে থাকবেন, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.