নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

থাইল্যান্ডে কয়েকদিন

২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫১



থাইল্যান্ড যেতে হবে, সব কাজ শেষে
বিমানে চড়ে বসি, মধুর হাসি হেসে।
ডং মুয়াং এয়ারপোর্টে অবতরণের পরে
ইমিগ্রেশান পার হলাম দেশ ভ্রমনের তরে।
সেখান থেকে হোটেলে চল থাকব ক’দিন বেশ
গাড়ি করে যাত্রা শুরু, দেখছি নতুন দেশ।

ব্যাংককের সুকুমভিতে ছিলাম প্রথম বার
সপ্তাহ শেষে ফিরে আসা হত আবার।
মাঝে মাঝে বাংলাদেশী খাবার খেতে এলে
ফাওরাতের হোটেল গুলোয় দেশী খাবার মিলে।
খাবার খেয়ে আড্ডা দিয়ে সপ্তাহ হত শেষ
নতুন এক সপ্তাহ শুরু কর্ম পরিবেশ।

ব্যাংকক থেকে কদিন পরে লপবুরির পথে
দেশটা দেখে চলছি সেথায় সবকিছু নিয়ে সাথে।
লপবুরির পাহাড় ঘেরা শান্ত পরিবেশ
সুখে দুঃখে শহরবাসীর কাটছে জীবন বেশ।
সহজ সরল জীবন তারা এগিয়ে নিয়ে যায়
মাঝে মাঝে পর্যটকের দেখা তারা পায়।
ব্যাংককের মত এটা ব্যস্ত শহর নয়
ধীরলয়ে হাসি গানে জীবন তাঁদের বয়।

লপবুরি থেকে গেলাম চিয়াংমাই শহরে
সবে মিলে একেবারে বড় সড় বহরে।
শান্ত শহর তবে শান্তি নেই সেখানে
মিয়ানমারের উদ্বাস্তু করছে বসত এখানে।
প্রতিবেশী দেশের বোঝা বইছে তারা অনেকদিন
বিদেশিদের আনাগোনা চলছে সেথা নিত্যদিন।

পাহাড় ছেড়ে দেখব সাগর সপ্তাহ শেষে বলেছি
সবাই মিলে সাগর পাড়ে পাতাইয়াতে চলেছি।
পর্যটকে বোঝাই শহর রমরমা পরিবেশ
শান্তি সুখের স্বপ্ন দেখা এবার বুঝি হোল শেষ।
শান্তি পেতে যেতে হবে সাগর দিয়ে পাড়ি
কোরাল দ্বীপের হাতছানিতে ব্যস্ততাকে আড়ি।

সেথায় আছে শান্ত সাগর সোনালী আলোর খেলা
ঘুরে ফিরে আনন্দতে কেটে যাবে বেলা।
সব মিলিয়ে নতুন দেশে লেগেছিল ভাল
দেশ ভ্রমনের ইচ্ছা নিয়ে আশার প্রদীপ জ্বালো।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

জুন বলেছেন: অনেক আগে গিয়েছিলেন কি শোভন সামস? মানে ডং মুয়েং এয়ারপোর্টে কি না! অবশ্য অনেক ফ্লাইট সুবার্নভুম যায়না। এখনতো আন্তর্জাতিক ফ্লাইট সবই বন্ধ মনে হয়।
তবে কবিতায় দেশ ভ্রমণ ভালই লাগলো। পাতায়াতে সবসময়ই পর্যটকে বোঝাই থাকে আপনি ক্রাবি যেতে পারতেন। ওখানটায় অনেক কাম এন্ড কোয়াইট পরিবেশ।

২০ শে জুন, ২০২০ রাত ৮:৪৮

শোভন শামস বলেছেন: থাইল্যান্ডে শেষ গিয়েছি ২০০৫ সালে, সুবর্ণ ভূমির কাজ তখন চলছিল। এর পর আর যাওয়া হয়নি। প্রথম সুযোগ পেয়েছিলাম সেই ৯২ সালে।তখন জীবন অন্য রকম ছিল। এখন থাইলান্দ অনেক বদলে গেছে। ইচ্ছে আছে যদি সুযোগ পাই তবে কম্বোডিয়া আর লাওসে ঘুরে আসব। আপনার লিখা আনন্দময় আর গভীর, মইনুস সুলতানের লিখা আমার বেশ ভাল লাগে। নবনীতা দেব সেনের মত বই লিখে ফেলেন। বই প্রেমী এখন ও আছে। অনুপ্রেরণার জন্য ধন্যবাদ, সাথে থাকবেন।

২| ২০ শে জুন, ২০২০ রাত ৮:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: কখন পৃথিবী সুস্থ হবে? কখন যাবো?

২০ শে জুন, ২০২০ রাত ৮:৪৮

শোভন শামস বলেছেন: অবশ্যই যাবেন হতাশ হবেন না, ভাল থাকুন, সাথে থাকবেন , ধন্যবাদ

৩| ২০ শে জুন, ২০২০ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: যান দশে দশ দিলাম।
আমি কখনও কাউকে দশে দশ দেই নি।
আপনি ভাগ্যবান।

২০ শে জুন, ২০২০ রাত ১০:২৭

শোভন শামস বলেছেন: ধন্যবাদ আপনার ভাল লাগার জন্য, আপনি ও সুযোগ পেলেন পুরো নাম্বার দিতে, চেষ্টা করি পছন্দ আপনাদের কাছে, সাথে থাকবেন

৪| ২০ শে জুন, ২০২০ রাত ১০:২৭

বিজন রয় বলেছেন: ভূগোল কবিতা চলছে বেশ।

++++

২০ শে জুন, ২০২০ রাত ১০:২৮

শোভন শামস বলেছেন: কিছুদিন চালিয়ে যেতে চাই যদি পারি, সবসময় হয়ে উঠে না, সাথে থাকবেন, ধন্যবাদ

৫| ২০ শে জুন, ২০২০ রাত ১০:৩০

বিজন রয় বলেছেন: সাথে আছি চালিয়ে যান।

তবে কবিতার মাঝখানে ছবি ব্যবহার না করার অনুরোধ রইল।

শুভকামনা।

২০ শে জুন, ২০২০ রাত ১১:০৭

শোভন শামস বলেছেন: পরামর্শ দেয়ার জন্য ধন্যবাদ, আগামীতে ছবি কবিতার মাঝে হবে না।

৬| ২১ শে জুন, ২০২০ রাত ১২:১২

নেওয়াজ আলি বলেছেন: লেখাটা মুগ্ধতা নিয়ে পড়লাম, ভালো লাগলো।

২১ শে জুন, ২০২০ সকাল ১০:০৪

শোভন শামস বলেছেন: ধন্যবাদ আপনার ভাল লাগার জন্য, সাথে থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.