নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৩৩



আমেরিকার ইস্ট কোস্ট থেকে ওয়েস্ট কোস্টে
ট্রেনে করে লেক ডিসট্রিক্ট গুলোর পাশ দিয়ে,
নিউ ইয়র্কের পেন স্টেশন থেকে ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্তর পথে,
চাঁদের আলোতে লেকের শোভা দেখতে দেখতে
আকাশ চাঁদ আর নিরজন পৃথিবীর দৃশ্য উপভোগ করার ইচ্ছা
এখন ও রয়েছে আমার সাথে।
আরেকটা সখ ছিল - গ্রে হাউন্ডে করে আটলান্টিক উপকুল থেকে,
প্রশান্ত মহাসাগরের পাড়ে বেড়াতে যাব, বাস বদল করে,
নানা জনপদ দেখে দেখে।
শখ তো শখই, বাস্তবে তা মেলাতে হয়,
অনেক শখ হয়ত পুরন হবার নয়।
নিউইয়র্কের রাজপথের দৃশ্য একসময় একঘেয়ে লাগে
দুরের বনানীর দৃশ্য মনকে টানে,
দূর থেকে গাড়ি চড়ে দেখা সেই দৃশ্য গুলো
ছুয়ে দেখা কখন ও হয়কি কে জানে।
প্রকৃতি তার দানকে সাজিয়ে রাখে,
দূর থেকে তা দেখে আনন্দ নাও
কাছে থেকে অনুভবে যদিও না পাও
তবুওতা প্রকৃতির কাছে রাখা থাকে।
বিশাল আমেরিকার কতটুকুই কেবা দেখে
যা যা দেখে সেখান থেকে কিছু শিখে,
কেউ কবিতায় কেউ বা গদ্যে তা প্রকাশ করে
কেউবা মনের কোনে একান্তে তা ধরে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪৮

আমি সাজিদ বলেছেন: আপনার লেখাগুলো পড়ে আমার সত্যজিৎ এর আগন্তুক সিনেমার মনোমহোন মিত্র চরিত্রটির কথা মনে পড়ে যায়।


আরিব্বাস!

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৩

শোভন শামস বলেছেন: অনুপ্রেরণার জন্য ধন্যবাদ, সাথে থাকবেন ++++

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪৮

আমি সাজিদ বলেছেন: আপনার লেখাগুলো পড়ে আমার সত্যজিৎ এর আগন্তুক সিনেমার মনোমহোন মিত্র চরিত্রটির কথা মনে পড়ে যায়।


আরিব্বাস!

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৩

শোভন শামস বলেছেন: অনুপ্রেরণার জন্য ধন্যবাদ, সাথে থাকবেন ++++

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: আমার প্রিয় দেশ গুলোর মধ্যে আমেরিকা একটা।
অবশ্যই যাবো।

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫১

শোভন শামস বলেছেন: অবশ্যই ঘুর আসবেন, বেড়াতে ভাল লাগবে, সাথে থাকবেন, ধন্যবাদ ++++

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: েযভাবেই প্রকাশ করেন না কেন ঠিক বুঝতে পেরেছি।
শুভেচ্ছা নিন।

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৯

শোভন শামস বলেছেন: অনুপ্রেরণার জন্য ধন্যবাদ, সাথে থাকবেন +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.