![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিনটার পর আমরা সাদা পাথরের রাজ্য দেখার জন্য সিলেটের ভোলাগঞ্জের উদ্দেশে রওয়ানা হলাম। ভারতের সীমান্তের কাছে এই পাথরের রাজ্য।
সেখানে গিয়ে একটা নৌকা ভাড়া করে রওয়ানা দিলাম। আমাদের নৌকা একটা বাঁক নিয়ে আমাদেরকে সাদা পাথরের এলাকায় নামিয়ে দিল। সূর্যের তেজ তখন কমে আসছিল। বালুর উপর দিয়ে বেশ কিছু দুর পথ হেঁটে আমরা সাদা পাথরের এলাকায় পৌছালাম। আমার কাছে বিছানাকান্দি’র পাথরের রাজ্য এর চেয়ে বেশী ভাল লেগেছিল। দূরে ভারতের পাহাড়। সীমান্তের কাঁটা তার ও সীমান্তের গেইট দেখা যায়।
বালুর উপর দিয়ে অনেকে ঘোড়ায় চরে ঘুরছে, ছবি তুলছে। সাদা পাথর এলাকায় অস্থায়ী দোকান দিয়ে বসেছে অনেক দোকানদার। এই সীমান্ত দিয়ে কিছু আসে না তাই অন্য জায়গা থেকে আনা ভারতীয় জিনিসপত্র এখানে বিক্রি করে, দাম সেজন্য একটু বেশী।
সাদা পাথরের এলাকায় সূর্য ডোবার দৃশ্য অপূর্ব। বালুর উপর বিছিয়ে রাখা বিচ বেডে আয়েস করে শুয়ে কিংবা পানির উপর থাকা পাথরে বসে পর্যটকরা সূর্যাস্ত দেখছে।
সূর্য ডুবে গেলে আমরা ফিরতি পথ ধরি। বিকেলের কিছু সময় প্রকৃতির মাঝে হারিয়ে কাটাই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪২
শোভন শামস বলেছেন: অবশ্যই যাবেন।
সাথে থাকবেন ধন্যবাদ।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বেশ কয়েকবছর আগে গিয়েছিলাম একবার।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৩
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন ধন্যবাদ।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:২৮
এ পথের পথিক বলেছেন: ছবি গুলা অনেক সুন্দর, পরিবেশ আরো সুন্দর ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৩
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন ধন্যবাদ।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:০৯
রাজীব নুর বলেছেন: দেখলাম।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৪
শোভন শামস বলেছেন: আশা করি ভাল লেগেছে।
সাথে থাকবেন ধন্যবাদ।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৩
শায়মা বলেছেন: ভাইয়া
এত পরিষ্কার পেলে কোথায় জানিনা।
আমরা যখন গেছিলাম চারিদিকে চানাচুরের কাগজ, চিপসের প্যাকেট এমনকি বাচ্চার ডায়াপার পড়ে থাকতে দেখে আমার সাদা পাথরের স্মৃতি কালো পাথর হয়ে গেছে।
এখন কি চারিদিক পরিষ্কার?
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৬
শোভন শামস বলেছেন: কিছুটা পরিস্কার, তবে আমরা কেন যেন সব নষ্ট করে ফেলি। আমাদের পরিবেশ রক্ষার বিষয়ে ছোট বেলা থেকে জানানো দরকার। আমাদের আনন্দের জন্যই এটা করা দরকার।
সাথে থাকবেন ধন্যবাদ।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
#শায়মাপু এসব তো আমাদের মত যারা বেড়াতে যাই তাদের কর্মকান্ড। মানুষ আর সচেতন হল না।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৭
শোভন শামস বলেছেন: আমরা বাচ্চাদের মনে এই সুন্দর অনুভুতিগুলো জাগিয়ে দিয়ে তাদের জীবনকে সন্দর করতে পারি।
সাথে থাকবেন ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৩
অপু তানভীর বলেছেন: অনেক দিন ধরেই সাদা পাথর যাবো ভাবছি। আপনার ছবি দেখে মনে হল এবার যেতেই হবে ।