নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

শাপলা বিল সিলেট – ছবি ব্লগ

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৮

সকাল বেলা সিলেট থেকে রওয়ানা হলাম। শীতের এই সকালে আজকে কুয়াশা ছিল না। সুন্দর একটা দিন। আমরা প্রায় দেড় ঘণ্টা পর শাপলা বিল এলাকার কাছে চলে এলাম। রাস্তার মাথা থেকে বিল পর্যন্ত নতুন করে রাস্তা কাটা হয়েছে তাই গাড়ি চলে না। একটা অটো নিলাম সেটা ও আর বেশিদূর যেতে পারল না। অগত্যা হেঁটে রওয়ানা হলাম। বিলের ঘাটে এসে দুটো নৌকা ভাড়া করলাম। ঘাটে অনেক নৌকা বাঁধা, মানুষ কম। মাঝিদের মন খারাপ। আমরা আজ দ্বিতীয় বা তৃতীয় গ্রুপ। আমাদের শাপলা দেখার পালা শুরু, সাথে ছবি তোলার ধুম। সামনেই ভারতের সীমান্ত। বি এস এফের ক্যাম্প দেখা যায়। বিজিবি থাকে ঘাট এলাকায়। বিলের মাঝে নৌকা চলার সুন্দর পরিস্কার পথ আছে। সেই পথ দিয়ে চলতে চলতে অপূর্ব সুন্দর ফুটে থাকা শাপলা ফুলের সাথে ছবি তোলা হল। এরপর শেষ মাথায় একটা মন্দিরের মত পোড়া বাড়ি। সেখানে ছবি তোলা হল নানা ভঙ্গিমায়। মাঝিরা জানালো যে পর্যটকের চাপে এখানে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়। আমরা ভাগ্যবান আজ সব খালি। ফেরার পথে সুন্দর দৃশ্য দেখতে দেখতে ঘাটে চলে এলাম। ঘাটে এখন অনেক মানুষ, সব নৌকা ভরে গেছে। মানুষ লাইন দিয়ে অপেক্ষা করছে নৌকার জন্য, সবার মুখে এখন হাসি। আমরা কি তাদের জন্য সৌভাগ্য নিয়ে এসেছিলাম।বিল এলাকা ডিবির হাওর গ্রামে, ওপারে ভারতের মুক্তারপুর।



















মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১৩

কু-ক-রা বলেছেন: উহা (শোভন শামস) খালে বিলে ঘুরিয়া বেড়ায়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৭

শোভন শামস বলেছেন: ধন্যবাদ।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩৩

অপু তানভীর বলেছেন: আপনি দেখে একে সিলেট যাওয়ার কারণ বাড়িয়ে তুলছেন। এই খানে আমি যদিও একবার গেছি তবে সেই সময়টা শাপলার সময় ছিল না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৮

শোভন শামস বলেছেন: সেখানে গেলে ভাল লাগবে, হাল্কা ঠাণ্ডা থাকলে মন্দ না।
সাথে থাকবেন ধন্যবাদ।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:৫৪

সামরিন হক বলেছেন: খুব সুন্দর!

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৯

শোভন শামস বলেছেন: সত্যি সুন্দর, ভাল লাগবে সবার
সাথে থাকবেন ধন্যবাদ।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:৫৯

জনারণ্যে একজন বলেছেন: কি চমৎকার সব ছবি @ শোভন!

কত দেশের কত জায়গাতেই তো ঘুরলাম, কিন্তু ঠিক জানিনা কেন দেশের ছোট-খাটো জায়গার এই সৌন্দর্য কি পরিমান যে টানে আমাকে! আপনার উল্লেখিত ওই জায়গাতে কখনো যাওয়া হয়নি আমার, কখনো যাওয়া হবে কিনা তাও জানিনা। তবে আপনার মতো কয়েকজনের সুবাধে এক প্রকার দেখা হয়েই যায়।

ধন্যবাদ আপনাকে এজন্য।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১০

শোভন শামস বলেছেন: সুযোগ পেলে অবশ্যই যাবেন, ভাল লাগবে।
সাথে থাকবেন ধন্যবাদ।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: ছবি গুলো আরো ভালো হতে পারতো।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৪

শোভন শামস বলেছেন: ঠিক বলেছেন। একটু কুয়াশা ভাব ছিল। ঘোলা লেগেছে।
ধন্যবাদ সাথে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.