![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতারগুলে যেতে প্রথমে আমরা ঘাটে এলাম। এখানে বেশ কিছু নৌকা আছে যারা পর্যটকদের নিয়ে ঘুরিয়ে আনে। কিছু কিছু নৌকার মাঝি ভাল গান গায়। আমরা একজন গাতক মাঝি নিলাম। লিচু মিয়া বলে তাকে সবাই চিনে।
শীতের সময় খালে পানি কম তবে নৌকা চলে। আমরা একটা ছোট পুলের নীচে দিয়ে এগিয়ে চললাম। খালের দুপার বেশ উচু। কিছু কিছু গাছ লাগানো হয়েছে। সেগুলো এখন ছায়া দেয়। বেশ সুন্দর পরিবেশ। পর্যটনকে আরও আকর্ষণীয় করার জন্য খালের দুপারে সুন্দর ফুলের বাগান করা যেতে পারে। হল্যান্ডে এসব জায়গাতে মানুষ পয়সা খরচ করে ঘুর আসে। একটু ভালভাবে রক্ষণাবেক্ষণ করলে আমরাও পারি। মানসিকতা সদিচ্ছা ও কিছু অর্থের দরকার। আমাদের নৌকা ভেতরে যাচ্ছে দুপাশে গাছের সারি। অনেক দিন পর এখানে পাটিপাতা গাছ দেখলাম। রাতার গাছও নাকি আছে এক মাঝি বলল, তবে এখআনে সেই গাছ নেই। এই এলাকায় রাতারগুল গ্রামে মাঝি বাস করে। সেটা বেশ ভেতরের দিকে। দু একদিন আগে হাল্কা বৃষ্টি হওয়াতে গাছের কচি সবুজ পাতা বের হয়েছে। অপুর্ব সবুজের সমারোহ। আমরা ছবি তুলতে তুলতে এগিয়ে চললাম।
না আসলে মিস করতাম এই পরিবেশ। এখানে ছবিতে নিল আকাশ আর সবুজ দেখে চোখে ও মনে প্রশান্তি চলে আসল। মাঝি আমাদেরকে মাটিতে নামিয়ে দিল। এখানে অনেক গাছপালা ও ছবি তোলার জায়গা আছে। অনেক পর্যটক দল বেঁধে এখানে এসেছে, ছবি তুলছে। হঠাৎ একটা দলে আমার বন্ধুকে দেখে তার নাম ধরে ডাক দিলাম। সবাই অবাক, কে কাকে ডাকে। সে থাকে লন্ডনে, আমি ঢাকায় জানিনা যে সে ছুটিতে এসেছে। তার বড় দল কেউ কানাডা থেকে কেউ অস্ট্রেলিয়া থেকে এসেছে। পৃথিবী আসলেই ছোট। কত দুরের মানুষের সাথে দেখা হয়ে গেল আরেক জায়গায়। ছবি তোলা হল। ঘুরে বেড়ানোর সাথে নতুন আনন্দ যোগ হল। মাঝি যাওয়ার পথে গান গাইছিল, আমরা তার সাথে তাল মিলিয়ে তবলা বাজাচ্ছিলাম নৌকার বডিতে।
ফেরার পালা, আবার সেই একই পথে ফিরে এলাম। নিয়ে এলাম এক আনন্দময় অভিজ্ঞতা।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১১
শোভন শামস বলেছেন: প্রকৃতি আরও সুন্দর সেখানে গেলে। ছবিতে কি বা দেখা যায়।
সাথে থাকবেন ধন্যবাদ।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: যতসব সুন্দর ছবি।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১১
শোভন শামস বলেছেন: প্রকৃতি আরও সুন্দর সেখানে গেলে। ছবিতে কি বা দেখা যায়।
সাথে থাকবেন ধন্যবাদ।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৫
কু-ক-রা বলেছেন: উহা (শোভন শামস) দেখা যাইতেছে ভালই ছবি তুলিতে পারে।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১২
শোভন শামস বলেছেন: ধন্যবাদ।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:০২
জনারণ্যে একজন বলেছেন: এই জায়গাটা তালিকাতে যোগ করলাম। যাওয়া হয়নি কখনো। নেক্সট টাইম দেশে গেলে সুন্দরবন এবং রাতারগুল অবশ্যই যাওয়ার চেষ্টা থাকবে।
ছবিগুলি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১২
শোভন শামস বলেছেন:
সাথে থাকবেন ধন্যবাদ।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৮
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট। ছবি গুলোও ভালো হয়েছে।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৩
শোভন শামস বলেছেন: সেখানে গেলে আর ও ভাল লাগবে। ছবিতে কি বা দেখা যায়।
সাথে থাকবেন ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৪
সামরিন হক বলেছেন: খুব সুন্দর জায়গা ।