নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

জীবনের পথচলা

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৩:২৩


সকালেই বাসা থেকে বের হলাম
বেশ কিছু স্ট্রিট ও এভিনিউ পার হয়ে
আমার গন্তব্য কাছের মেট্রো ষ্টেশনে।
এক্সেলেটর দিয়ে নীচে নেমে এলাম
বেশী নিচে নয় এই ষ্টেশন
পাশেই টেপ কার্ড চার্জ করার বুথ
মাঝে মাঝে এখানে ব্যালেন্স চেক করি
এরপর এগিয়ে গিয়ে প্লাটফর্মে যাওয়ার জন্য
কার্ড টেপ করতে হয়, ঢোকার দরজা খুলে যায়
আবার নীচে নামা, সিঁড়ি , এক্সেলেতর ও লিফট আছে
হুইল চেয়ারে যারা চলাচল করে তাদের কথা ও মাথায় রেখেছে
প্লাটফর্মে নেমে ডিজিটাল বোর্ডে গন্তব্যের ট্রেন আসার সময় দেখে
মানুষগুলোকে দেখতে থাকি, বিচিত্র সব মানুষ, এদের সাথে আমিও
কেই সাইকেল , কেউ ট্রলি নিয়ে এসেছে, কেউ কেউ আবার খাচ্ছে
যদি ও এখানে খাওয়ার নিয়ম নেই।
প্রায় সবার কাছে পানির বোতল রয়েছে, শুকনো আবহাওয়া
পানি খেতেই হবে, এর মধ্যে মাঝে মাঝে কেউ চিৎকার করে উঠছে
গালাগাল করছে কাকে সেই জানে, অনেকে তার সবকিছু নিয়ে
একটা ট্রলি ঠেলছে, কেউ মোবাইল নিয়ে নাড়া চাড়া করছে
যোগাযোগ পরিচয় এখানে তেমন নেই
সবাই অচেনা, অচেনাই রয়ে যায়।
এর মাঝে ট্রেন আসে যাত্রী নামে আর উঠে
ট্রেনে ও তেমন অচেনা পরিবেশ
অনেক গুলো সি সি কামেরা, পরের ষ্টেশনের নাম ঘোষণা
যাত্রীরা তাদের জিনিস পত্র নিয়ে নেমে যাচ্ছে
ভুলে কেউ কিছু ফেলে গেলে অনেক সহৃদয়
দ্রুত তা নিয়ে যেতে বলে,
সময় অল্প, তবুও অনেকে আন্তরিক।
এখন মাঝে মাঝে ট্রেন ও প্লাটফর্ম পরিস্কার করা হয়
ষ্টেশনে সিকিউরিটির আনাগোনা বেশ দেখা যায়
মাঝে মাঝে তারা ট্রেনে উঠে
কাউকে কিছু বলে না।
কখনো তাদের জন্য রাখা জায়গায় গিয়ে
যাত্রীদের দিকে লক্ষ্য রাখে।
এই অচেনা পরিবেশে সবাইকে সতর্ক থাকতে হবে
সাধারণ বুদ্ধি ও নিজের নিরাপত্তার কথা সব সময় ভাবতে হবে
গন্তব্য আসার আগে প্রস্তুত হয়ে নেমে যেতে হবে।
এভাবে জীবনের দিনগুলো পার হয়ে যাবে।
একদি দু দিন করে সপ্তাহ বছর।
ট্রেনের মতই এই জীবন চলছে
অবিরত কোন এক গন্তব্যের দিকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.