নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

একটু কি সময় দেয়া যায় – দেশটাকে ভালবাসো

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১:৩৩


আমাদের দেশটাকে সুন্দর করতে ও দেশের উন্নয়ন বাহিরের কেউ এসে করে দিয়ে যাবে না। আমরা আমাদের দেশের ভাল যদি চাই তাহলে আমাদেরকেই দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে।
এখানে আমরা কে, আমরা আমি আপনি দেশের আপামর জনগণ। তারা কি কিছু করতে পারে, হাঁ পারে আমরা তা দেখেছি। একটা দুর্নীতি গ্রস্থ শক্ত ও সুসংগঠিত ব্যবস্থা পরিবর্তন হয়ে গেছে। এর ফল পুরোপুরি এখন ও পাওয়া যায়নি। আমাদেকেই এর ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিতে হবে।
দুর্নীতি মুক্ত দেশ গড়তে হবে। এটা নিয়ে কি কি কাজ হচ্ছে, আসলে কিছু হচ্ছে কিনা। এখানে কেউ অর্থ সাহায্য দিবে না। আমাদের দেশের কেউ কি এগিয়ে আসবে। এখানেই যোগ্য নেতার দরকার। দেশপ্রেম দরকার।
ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়া ও বিচারক কোন ভাবে প্রভাবিত হতে পারবে না। দুঃখ আমাদের দেশে তা কি হচ্ছে। কিভাবে আমরা মুক্তি পেয়ে এগিয়ে যেতে পারি।
কর্ম সংস্থান, যে কোন ভাল কাজ করতে গেলে নিজের কিছু সামরথ লাগে, কাজ সৃষ্টি করা না গেলে লোভের কারনে অনেকে পথ হারায়। আমাদের দেশে দীর্ঘ মেয়াদে কর্ম সংস্থানের ব্যবস্থা হচ্ছে কি। চাঁদাবাজি, টাকা পাচার ব্যাংক লুট এসব সহজ উপায়ে টাকা দেশের বাহিরে চলে যাচ্ছে। বন্ধ করতেই হবে।
পারিবারিক মূল্যবোধ এখন অনেক নীচে চলে এসেছে। পরিবার থেকে ভাল মানুষ বানাতে হবে। মা বাবা স্ত্রী সন্তান যদি অবৈধ সম্পদ ঘৃণা করে তাহলে আস্তে আস্তে এসব কমবে। পরিবার যে রকম অবৈধ সম্পর্ক মানে না সে রকম অবৈধ সম্পদ ও মেনে না নিলে দেশটা কত সুন্দর হত। বেগমরা বেগম পাড়ায় না থাকতে চাইলে কারা সেখানে থাকত।
দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কি কাজ হচ্ছে। এর জন্য কি নির্দেশনা রয়েছে। কারা কাজ করছে ফলাফল কি হচ্ছে। কেউ কি তা দেখছে, দেখলে এই অবস্থা কেন। দ্রুত ভাবতে হবে। দেশটাকে ভালবাসতে হবে।
আমাদের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করে বাহিরে চিকিৎসার জন্য দেশের মূল্যবান অর্থ চলে যাচ্ছে। এগুলোর লাভ ও লোভ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
দেশের ইন্সটিটিউশান গুলোকে মজবুত ভিতের উপর দাড়া করাতে হবে। ব্রিটিশ দের এখন সেই দিন নাই তবু তারা পৃথিবীর বুকে বৃহৎ শক্তি হয়ে আছে। এটা সম্ভব হয়েছে তারা তাদের প্রতিষ্ঠান গুলো ভালভাবে ও মানসম্মত রেখেছে ও এখানে তারা কোন ছাড় দিচ্ছে না। আমাদেরকে ও নিজেদের উন্নয়নে কঠিন ভাবে কাজে লেগে যেতে হবে।
কেউ কারও উন্নয়ন করে দেয় না। নিজেদেরকে নিজের পায়ে দাঁড়াতে হয়। এসবের জন্য সমাজের সব ক্ষেত্রে দল তৈরি করে আলোচনা ও কাজ শুরু করতে হবে।
কোন কিছু না করার চেয়ে কিছু শুরু করে এগিয়ে যাওয়া উত্তম।
দেশকে পরিচ্ছন্ন রাখতে অনেকে উদ্যোগ নিয়েছে, নদী বাঁচাতে অনেকে চেষ্টা করছে। বর্জ্য প্লাস্টিক রিসাইকেল করার কারখানা করছে অনেকে। শিক্ষা ও চরিত্র গঠনের মাধ্যমে ভাল মানুষ গড়ার স্কুল হচ্ছে। আশা নিয়ে মানুষ বাঁচে, এরকম মহৎ উদ্যোগ গুলো আর ও বেশী করে নেয়া যেতে পারে।
দেশের নেতা, জনগণ, পরিবার ও সমাজ যদি ভাল চিন্তা শুরু করে তাহলে আমাদের এই বাংলাদেশের উন্নয়ন কেউ থামাতে পারবে না।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১:৫০

কলিমুদ্দি দফাদার বলেছেন:
আপনার চিন্তা-ভাবনা সুন্দর। কিন্তু জন্মলগ্ন থেকে দুর্নীতি, চোর-ছেছড়া ভরা এই দেশে এখন সর্বাগ্রে ব্যাথা, ক্যান্সারে আক্রান্ত। গনতান্ত্রিক ব্যবস্থায় একটি সমাজে দেশে পরিবর্তন নিয়ে আসতে দীর্ঘমেয়াদে অপেক্ষা করতে হয়; রাতারাতি কিছু করা সম্ভব নয়। আমাদের দেশের জন্য দরকার একজন দেশপ্রেমিক অটোক্রেটিক রুলার। ক্যান্সারে আক্রান্ত এই দেশ যিনি ক্যামো দিয়ে ঠিক করবেন।

২| ১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ২:১২

এইচ এন নার্গিস বলেছেন: ভালো ,শক্তিশালী লিডার দরকার ।

৩| ১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ২:৪০

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ভালো লিখেছেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.