| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রবিবার লস এঞ্জেলেসে ছুটির দিন। গত কয়েকদিন বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার পর আজকের দিনটা ছিল নীল আকাশ আর সোনালী রোদের মাখামাখি। নেটফ্লিক্স এবং সিক্লাভিয়ার উদ্যোগে সাইকেল প্রেমীদের জন্য আজ সকালে ছিল স্ট্রেঞ্জার থিংস ৫ ওয়ান লাস্ট রাইড।

২৫ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩৭
শোভন শামস বলেছেন: না সাইকেল চালাইনি, প্রস্তুতি ছিল না আগের থেকে।
আমি পেছনে একটা ব্যাক পাক প্যাক নিয়ে ও কেটস পড়ে জগিং ও হেঁটে হেঁটে উৎসব উপভোগ করা জন মানুষের সাথে বেড়িয়েছি।
ভাল থাকবেন, ধন্যবাদ।
২|
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:২২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- নীল আকাশের পটভূমিতে গাছের সারি ভালো লেগেছে।
২৫ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪০
শোভন শামস বলেছেন: পথ চলতে চলতে আর ও অনেক সুন্দর দৃশ্য দেখা যায়। সব ছবি সময় মত তোলা যায় না। সুন্দর আলোকিত দিন আর নীল আকাশের মিলনে প্রকৃতি চমৎকার সেজেছিল। এতে অনুষ্ঠান আর ও উৎসব মুখর হয়েছে।
ভাল থাকবেন, ধন্যবাদ।
৩|
২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিগুলো যা দারুণ হয়েছে তা বলার অপেক্ষা রাখেনা।
২৫ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪১
শোভন শামস বলেছেন: সুন্দর আলোকিত দিন আর নীল আকাশের মিলনে প্রকৃতি চমৎকার সেজেছিল। এতে অনুষ্ঠান আর ও উৎসব মুখর হয়েছে।
ভাল থাকবেন, ধন্যবাদ।
৪|
২৫ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:২৮
রাজীব নুর বলেছেন: আমাদের দেশেও অনেক সাইকেল প্রেমী আছে।
তারা প্রতি শুক্রবার ঢাকা শহরের আশেপাশে ঘুরে বেড়ায়।
২৫ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩৭
শোভন শামস বলেছেন: আপনি ও সাইকেলে চড়ে ঢাকা শহর দেখেছেন এটা ও একটা চমৎকার অভিজ্ঞতা। বিদেশে সাইকেলে একটা শহর দেখলে তারা বই লিখে ফেলে কিছু ইতিহাস ও গল্প জুড়ে দিয়ে। সাইকেলে বাংলাদেশের সব জেলা দেখার অভিজ্ঞতা দারুন একটা বই ও ব্লগ হতে পারে। বই বিক্রি হয়, লেখক উপকৃত হয়। আমাদের সে সময় কি আসবে।
ভাল থাকবেন, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি সাইকেল চালিয়েছেন?