| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা কবে বাংলাদেশকে ভালবাসব
আমরা কখনও অন্য কোন দেশ হতে চাইনা
আমাদেরকে কেউ শোষণ করুক তা কেন চাইব
টাকার জন্য পদের জন্য কেন অন্য দেশের গোলামী করতে হবে
কতদিন এভাবে চলবে, কবে তা বন্ধ হবে
দেশের মানুষের বিভেদ কেন বাড়ছে
ঐক্য কেন দ্রুত আসছে না
দেশের উন্নয়নে এটা যে খুব দরকার।
আমাদের মানব সম্পদ কাজে লাগাতে হবে
আমাদের সম্পদ আমাদেরকে ভালবাসতে হবে
আমাদের রাজনীতি মানুষের কল্যাণে থাকবে
কি হচ্ছে কি ? কবে অপশাসনের কাল হাত থেকে মুক্তি মিলবে?
আমাদের রেলপথ, বিমান, সমুদ্র বন্দর এখন লাভের মুখ দেখছে
আমাদের ব্যাংক এখন ভিনদেশী আইটি অপারেটর মুক্ত হচ্ছে
আমাদের স্যাটেলাইট লাভের মুখ দেখছে
এতদিন এসব কেন ক্ষতির সম্মুখীন ছিল?
কারণ বের করা দরকার, সামনে যেন না হয়,
তা প্রতিরোধ করতে হবে।
আমাদের শিক্ষা উন্নত ও আধুনিক করতে হবে
মানব কে সম্পদে পরিণত করতে হবে
আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে
আমাদের নৈতিকতা নতুন করে ঢেলে সাজাতে হবে
কে করবে, কারা করবে, কবে করবে?
আমরা স্বাধীন দেশের মানুষ,
কেন আমরা পরাধীনতা কিংবা গোলামী চাইব
আমাদের মত আমরা মাথা উচু করে কবে বাঁচতে শিখব।
ফেলে আসা অতীতের কথা নিয়ে ব্যবসা আর কতদিন
শিক্ষা ধ্বংস হয়ে গেছে
নৈতিকতা মরে যাচ্ছে
কেন এমন হচ্ছে, আমাদেরকে এগিয়ে আসতে হবে
আমাদের অপরাধীরা কোথায় পালিয়ে যাচ্ছে
আমাদের বিচার কতটা নিরপেক্ষ হচ্ছে
আমাদের নিরাপত্তা কাদের হাতে
পরাধীন, পরাশ্রয়ী মানসিকতা ফেলে
আমরা কবে নিরাপদে থাকতে পারব
নিজের এই দেশে বুক ফুলিয়ে চলতেই হবে।
আমরা সবাই মিলে মিশে থাকতে চাই
দেশ নিরাপদ হলে কেন দেশ থেকে সবাই পালাতে চায়?
উত্তর জানতে হবে
আমাদেরকে আমাদের সমস্যা সমাধান করতে হবে।
বানরের পিঠা ভাগের গল্পের থেকে শিক্ষা নিয়ে
দ্রুত আমাদেরকে সচেতন হতে হবে।
ভাল থাক বাংলাদেশ, ভাল থাকুক আপামর জনগণ।
স্বাধীনতা, মাতৃভূমি ভালবাসা অবিরাম।
১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৭
শোভন শামস বলেছেন: সঠিক শিক্ষা মানুষকে মানুষের মত আচরণ করতে শেখায়, আমাদের শিক্ষা ও সমাজকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে হবে।
দ্রুত অতি তাড়াতাড়ি আমাদের শুভ বুদ্ধির উদয় হোক।
ভাল থাকুক এই বাংলাদেশের সব মানুষ।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:০৭
রাজীব নুর বলেছেন: গতকাল রাতে অনেক জায়গায় আগুন দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে। আগুন এবং লুটপাট করেছে ধার্মিক লোকজন।