নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারণ। ভালোবাসি বাংলাদেশ। ভালোবাসি তাদের যারা দেশকে ভালোবাসে ও দেশের হয়ে কাজ করে। দেশের মানুষকে সাহায্য করে। ঘৃনা করি সব নিকৃষ্ট মানুষকে যারা সমাজকে নষ্ট করছে। কৃতজ্ঞতা মহান আল্লাহর কাছে তিনি আমায় জীবন দিয়েছেন ও ইবাদতের সুযোগ করে দিয়েছেন।

শ্রাবনশামীম

দেশকে ভালবাসি । ভালবাসি দেশের মানুষকে । দেশ ও দশের হয়ে ভালো কাজ করতে চাই । চাই নতুন ও পুরাতন , কাছের দুরের সমস্ত বন্ধুর সাহায্য । চাই সবার ভালোবাসা । ভালোবাসার গরীব কাঙাল আমি।

শ্রাবনশামীম › বিস্তারিত পোস্টঃ

শিরক করা একটি লাইন

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১১

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০১৩ শিক্ষাবর্ষ থেকে নবম-দশম শ্রেণীর পাঠ্যপুস্তকরুপে নির্ধারিত ইসলাম বই থেকে সংগ্রহ করা হল শিরক করা একটি লাইন । আমি বুঝলাম না কোন কাফেরটা এই বইটি লিখেছে ও এর অনুমোদন দিল ।

(নাউযুবিল্লাহ)

ইসলাম বই এর পৃষ্টা নং ৮২ তে হালাল ও হারাম বর্ননায় উল্লেখিত রয়েছে ,,,,,,

হারাম এর কতিপয় বর্ননার মধ্যে ৫ নম্বরটি হল---



৫. দেবদেবীর বা আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গকৃত পশুর গোশত খাওয়া ।



আমার মনে হয়না কোন মুসলমান এই বইটি লিখেছে । আমাদের উচিত অতিশয় বইটি বাতিল করে এর সংশোধন করা । কর্তৃপক্ষের নিকট আবেদন রইল ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.