![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বে কোথও কি সরকারি সহযোগিতায় সরকার বিরোধী বা সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলন হয়?????
আর যা হয় তা হয় একাত্তরে যা করেছিল রাজাকার রা পাকিস্তান পুলিশের সহযোগিতা নিয়া--- তবে কি সে ধরনের আন্দোলন হচ্ছে (বাংলাদেশের বিচার কে প্রশ্নবিদ্ধ করছে বাংলাদেশের পুলিশের সহযোগিতা নিয়ে) -----
নাকি বাংলাদেশের বিচারকদের প্রশ্নবোধক করে--- আরো একটি প্রতিষ্ঠান ধ্বংস করা।
অথবা অন্য কোন উদ্দেশ্য আছে একটু চিন্তা করবেন যারা একনিষ্ঠ আওয়ামীলীগ না করেন সেসব ব্লগারদের বলছি প্লিজ আওয়ামী বন্ধুরা এর উত্তর দিবেন না।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
চ।ন্দু বলেছেন: বাংলাদেশ যে চরম গণতান্ত্রিক দেশ তা প্রমান করেছে এই সরকার। তা ছাড়া তারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল- সরকার পর্যবেক্ষণ করছে ঘটনা প্রবাহ। বিচার বিভাগ স্বাধীন তাই এ বিষয়ে কোন মন্তব্য করা ঠিক হবে না। তবে পুলিশের তথ্য ও প্রমাণ পেশ সঠিক হলে রাজাকারের বাচ্চা কাদের মোল্লার ফাঁসিই হত। এই আন্দোলনে একটাই ফল হবে, তা হল আগামীতে তথ্য-প্রমাণ সঠিকভাবে উপস্থাপন করবে পুলিশ এবং তাতে গো-আযম, সাকা, সাঈদী প্রভৃতি সুবিখ্যাত রাজাকাররা ফাঁসির হাত থেকে রেহাই পাবে না।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
চ।ন্দু বলেছেন: ঐ হালা, কমেন্ট মুছছোস ক্যান, রাজাকার নাকি বে।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
দূরবী৩২১ বলেছেন: নতুন আইডি বুঝছি রাজাকার উওর দে :
১.হাদিসে বলা আছে "দেশপ্রেম ইমানে১.হাদিসে বলা আছে "দেশপ্রেম ইমানের অঙ্গ"...........১৯৭১ সালে আপনাদের দল দেশের সাথে বেইমানি করেছিলো.............ইসলামের চোখে তো ওদের ইমান নাই..................তাহলে কিভাবে ওদেরকে বাংলাদেশের ইসলামের ধারক বলেন..............?কিভাবে ইসলামের দোহাই দিয়ে ওদের মুক্তি দাবী করেন.................?
২.হাদিসে বলা আসে "সকল মানুষ সমান"...........কিন্তু আপনারা কি তা মানেন.........?আপনাদের চোখে তো জামাত-শিবির কর্মী ছাড়া অন্য কেউ মানুষ না............?কারণটা কি............?
৩.হাদিসে আসে "ফিতনা ফ্যাসাদ হত্তা অপেক্ষা জঘন্য"...........কিন্তু আপনারা কি কখন তা মানেন না মানছিলেন..........?আপনারা দিনের পর দিন দেশে অস্থির পরিবেশ সৃষ্টি করছেন.........কারণটা কি..........?
৪.হাসিসে আসে "মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত"..........এই কথাটা কি আপনাদের রাজাকার জামাতিরা মানছিল........?১৯৭১ সালে ওদের নির্দেশে ২ লক্ষ মা বোনকে রেপ করা হয়ছিল..............তখন আপনাদের ইসলামের মূল্যবোধ কই ছিল............?
৫."বাইতুল মকাররম" মসজিদের খতিব হওয়ার জন্য যখন দুই পক্ষ মসজিদের ভিতর জুতো মারামারি করে তখন আপনাদের ইসলামী মূল্যবোধ কই ছিল...........?
৬."বিদায় হজ" এর ভাষণে নবীজি বলেছিলেন,"সবাইকে তার নিজ নিজ ধর্ম পালন করতে দাও........কিন্ত আপনারা কি তা করেন.........?"নারঅ্যায়ে তাকবির" বলে কেন পুজাতে হামলা করেন.........?
৭.হাদিসে আসে "নিজের কু প্রবিত্তির সাথে জিহাদ করা সবচে বড় জিহাদ ".........বুকে হাত দিয়ে বলেন তো আপনারা কি তা করেন..........?
৮.পবিত্র কোরআন বুকে রাখার জিনিস..............কিন্তু আপনারা নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য কোরআন নিয়ে রাস্তায় নামেন............এইটা কি ইসলামের কোঁথাও আছে.........?
আসলে আপনারা ইসলামের কিছুই মানেন নাহ ও কিছুই জানেন নাহ..........শুধু ইসলামের দোহাই দিয়ে রাজনীতি করেন.............মানুষকে ঠকান................কোরআনে কোন এক সূরায় এক যুদ্ধ সম্পর্কে আয়াত আছে,"তোমরা মুনাফিকদের যেখানে পাবে সেখানে হত্যা করবে".........আর আপনারা সবসময় এই আয়াতের ভুল ব্যাখ্যা উপস্থাপন করেন...........কেন...........?