নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশী

shshahin

আমি অল্পতে সন্তুষ্ট।

shshahin › বিস্তারিত পোস্টঃ

সরকার থাকা দল বাদে অন্য দলের সমর্থক দের বলছি বিশেষ করে বামদের-----

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০

আমরা দেখেছি কিছু দিন আগে বাম দলের লোকেরা একটি শান্তিপূর্ন হরতাল করেছিল যা ছিল গান-বাজনা সহ। কিন্তু এটা মিডিয়াতে টকশোতে বিতর্কিত হয়েছিল ---- এর কিছু পড়ে এরাই আবার হরতাল ডাকল তেল গ্যাস রক্ষা নিয়া সেখানে সরকার প্রধান বিরোধীদল কে যেভাবে নির্যাতন করেনি তার চেয়েও বেশি নির্যাতন করেছে পিপার স্প্রে দিয়ে। এর প্রকৃত মিল রয়েছে কিনা এই শা্হবাগের আন্দোলনে কারন একই ভাবে দেখা যাচ্ছে পুলিশ প্রটেকশনে আন্দোলন চলছে। কিন্তু যখন সরকারের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে তখন সেই পিপার স্প্রে দিয়ে নির্যাতন চালাবে সেক্ষেত্রে এখনই সময় বিপ্লব করার এরও একটা কারন রয়েছে ১৯৭১ এর পর এই প্রথম বাম সংগঠনের নেতৃবৃন্দ এত বেশি জনগনের সামনে কথা বলছে তাই আজই উচিত সকল আন্দোলনের রুপরেখা তুলে ধরার আসুন আওয়াজ তেল গ্যাস রক্ষা, সাগর-রুনির হত্যাকান্ড, শেয়ার মার্কেট নিয়া। কারন আপনারাও জানেন এ আন্দোলনের শেষ একমাত্র আইনি প্রক্রিয়ায় সম্ভব যেটা সময় সাপেক্ষ।

তাই বামনেতাদের বলছি লোহা গরম থাকতে আঘাত করুন---------

আওয়ামীলীগ দুরে থাকুন আমার এই পোস্ট থেকে--------

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

গরিব বলেছেন: এই শা্হবাগের আন্দোলনে কারন একই ভাবে দেখা যাচ্ছে পুলিশ প্রটেকশনে আন্দোলন চলছে। কিন্তু যখন সরকারের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে তখন সেই পিপার স্প্রে দিয়ে নির্যাতন চালাবে।
সহমত

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

হাবিব০৪২০০২ বলেছেন: গরিব বলেছেন: এই শা্হবাগের আন্দোলনে কারন একই ভাবে দেখা যাচ্ছে পুলিশ প্রটেকশনে আন্দোলন চলছে। কিন্তু যখন সরকারের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে তখন সেই পিপার স্প্রে দিয়ে নির্যাতন চালাবে।
সহমত

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

মাইকেল স্কোফিল্ড বলেছেন: গরিব বলেছেন: এই শা্হবাগের
আন্দোলনে কারন একই
ভাবে দেখা যাচ্ছে পুলিশ
প্রটেকশনে আন্দোলন চলছে। কিন্তু
যখন সরকারের উদ্দেশ্য হাসিল
হয়ে যাবে তখন সেই পিপার
স্প্রে দিয়ে নির্যাতন চালাবে। সহমত

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

রাসেল মেটামোরফোজ বলেছেন: মাইকেল স্কোফিল্ড বলেছেন: গরিব বলেছেন: এই শা্হবাগের
আন্দোলনে কারন একই
ভাবে দেখা যাচ্ছে পুলিশ
প্রটেকশনে আন্দোলন চলছে। কিন্তু
যখন সরকারের উদ্দেশ্য হাসিল
হয়ে যাবে তখন সেই পিপার
স্প্রে দিয়ে নির্যাতন চালাবে। সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.