নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশী

shshahin

আমি অল্পতে সন্তুষ্ট।

shshahin › বিস্তারিত পোস্টঃ

একটি প্রশ্ন এবং হাজার উত্তর পাওয়ার আশায় অর্ধেক ব্লগ..........

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮

আজ আমি একটি ব্লগের অর্ধাংশ লিখছি বাকি অংশ লিখব সবাই উত্তর দেওয়ার পর----



"আজ যেই শাহানাকে নিয়ে শোক স্মৃতি রচনা করা আর হাজারো শাহানা চলে যাওয়ার আর্তনাদ কেউ কি ভেবে দেখেছেন আমরা সবাই শাহানার ভাগ্যাবলম্বন করতে বিশেষ করে আমরা যারা ঢাকাই আছি।"

কিভাবে তা একটি বর্ণনামূলক প্রশ্নের মাধ্যমে আমি আজ বলব---



আমি ব্যক্তিগত ভাবে হুমায়ুন আহমেদ কে পছন্দ করি না এবং তার আদর্শ কে ঘৃনা করি। কিন্তু তার চেয়ে ভালবাসি তার দুই অনন্য সৃষ্টি হিমু ও মিছির আলী। যারা এই দুটি চরিত্রই পড়েছেন তাদের জন্যই আজ এই প্রশ্ন। আপনারা নিশ্চয় জানেন হিমু অ্যান্টি লজিক চরিত্র এবং মিছির আলী লজিক চরিত্র।

এবার আসি মূল আলোচ্য বিষযে-- গত কয়েক মাসে বাংলাদেশে দুটি মারাত্মক দুর্যোগ ঘটেছে

১. ব্রাম্মনবাড়িয়া ঘূর্নিঝড়

২. সাভার ট্র্রাজিডি।

১. এ ঘূর্নিঝড় হওয়ার পড়েও দেশে অনেক জায়গায় লোকজন বজ্রপাতে মারা যাচ্ছে। এর কি কারন???

২. সাভার ট্রাজিডি : অনেকে বলাবলি করছে--- ছাদে জেনারেটর থাকায় হয়েছে। কিন্তু যা আগে হয়নি। এর পাশাপাশি দেশের আরো দুটি জায়গায় (কিশোরগঞ্জের কটিয়াদীতে তিন তলা ও চাঁদপুরে স্কুলের ছাদ ) নতুন করে ভবন হেলে পড়া এবং ছাদ ধসে পড়ার ঘটনা ঘটেছে যা কিনা পুরাতন নয়।

আর এ্ছাড়া নতুন কি পুরাতন জানিনা যা মিডিয়াতে নতুন করে এসেছে রাজশাহী, দিনাজপুর, চট্টগ্রাম, নারায়নগঞ্জ, ঢাকার মোহম্মদপুর, রংপুর, বগুড়া ইত্যাদি এলাকায় নতুন করে ফাটলের নিউজ এসেছে। এছাড়াও বাংলাদেশের পার্শ্ববর্তী দেশে ভুমিকম্প হয়ে গেছে।



এ দুটি ঘটনা বিশ্লেষন করে হিমু এবং মিছির আলীর মত উত্তর দিন । আমরা আসলে কারও অভিশাপে এদিকে যাচ্ছি নাকি যুক্তিকভাবে আমরা দূর্যোগ পূর্ন এলাকায় মধ্যে পড়ে যাচ্ছি।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.