নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশী

shshahin

আমি অল্পতে সন্তুষ্ট।

shshahin › বিস্তারিত পোস্টঃ

বিজিএমই এর কাছে আমার আবেদন......

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৮

আজ আমরা সবাই সাভার ট্রেজেডি দেখেছি.... এবং এর উদ্ধার কাজ দেখেছি , দেখেছি কোন সংস্থা কতটা তৎপর ছিলো উদ্ধার কাজে (মিডিয়ার কল্যানে)। আর মিডিয়া, সরকার, বিরোধীদলের ও সাধারণ জনগনের আশা প্রত্যাশায় আমরা সহমর্মিতা ও রসিকতা দেখেছি। তারপর যেটা দেখতেছি ব্লগ সহ বিভিন্ন মাধ্যম ও সংস্থার শোক আলোচনা। এটা থেকে একটা খুবই বুঝা যাচ্ছে যারা মারা গেছে (চিহ্নিত) এবং যারা আঘাত প্রাপ্ত তাদের ব্যাপারে দুটি আশা এক এই করুণ মৃত্যু কারণ হন্তারক রানা গ্রেফতার এবং তার বিচার প্রক্রিয়া এবং সরকার ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে অনুদান পাওয়া যাতে হয়তবা্ ঐ ব্যক্তিটি ফিরে আসবে না বা কাটা হাত পা ফেরত পাবেনা কিন্তু সহযোগিতার কারনে হয়তবা তার পরিবার অথবা সে ব্যক্তি নিজে অন্য রকমভাবে হলে ও জীবন টাকে সাজাতে পারবে। কিন্তু যার পরিবার আজ পর্যন্ত লাশটিও ফেরত পেল তার কারনে না পেল ও ব্লগ বা সংস্থার সান্তনা আর না পেল নিজের প্রিয় মানুষটির সর্বশেষ মুখ দর্শন। তার উপর খাড়ার গা হয়ে আছে গত ৬ দিনের ঢাকায় থাকা খাওয়া এবং লাশ খোজার জন্য যাতায়াত খরচ তারউপর এখন সাধারন সহ বিশেষ করে অসাধারণ সংস্থা গুলো সন্দেহের চোখে তাকানো যে শুধু টাকার জন্য তারা লাশ খোজে বেড়াচ্ছে।



সে জন্য......

সে জন্য......

সে জন্য.............

আমার দাবি প্রতিদিনের ইলেক্ট্রনিক উপস্থিতি ডাটাব্যাজ হোক এবং সেটা ইন্টারনেটের মাধ্যমে বিজিএমই এর ওয়েভে থাকুক প্রয়োজনে ১ মাস পর সে ডাটা মুছে দিক । তাতে করে সকল দূর্ঘটনার পর ও কর্মী তালিকা পাওয়া যাবে।





তাই এটা আমার জোর দাবি।

এজন্য যারা যারা এ ব্লগ পড়বেন তার ও যেন এ দাবি তুলে ব্লগ লেখেন এটা আমি আশা করব।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.