নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশী

shshahin

আমি অল্পতে সন্তুষ্ট।

shshahin › বিস্তারিত পোস্টঃ

বাজেট সমন্ধে জানতে চাই???

০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

আজ সারাদিন ও গতকাল পত্রিকা ও টেলিভিশনে আমরা বাজেট সমন্ধে অনেক কিছু দেখছি য প্রতি বছর দেখে থাকি---

কত কোটি টাকা এবং কোন খাতে কত টাকা, কিভাবে আসবে এটাকা এই সব।



আর এ প্রেক্ষিতে সরকারি দল বলবে যে এটা জনগনের আশা ও উন্নতির বাজেট আর বিরোধী দল বলবে এটা উচ্চবিলাসী ও নির্বাচন মুখী বাজেট যা জনগন কে উন্নতির পথ দেখাবে না শুধু নির্বাচনেই জেতা যাবে। এ কথা প্রতি বছরই শুনে আসছি।



আমার মত সাধারন জনগন এতে কিছুই বুজতে পারিনা । আমার কাছে মনে হয় বাজেট মানে একটা পরিকল্পনা যা আগামী বছর বাস্তবে রুপ নিবে যদি ভালভাবে সব কিছু পরিচালনা হয় পরিকল্পনা অনুযায়ী।

তাই পত্রিকার সমালোচনা আমার কাছে দূর্বোধ্য মনে হয়।



তাই কেউ কি আমাকে গত বছর এর বাজেট পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন হয়েছে। তা শতকরা হারে এবং যে সমালোচনা গুলো তখন করা হয়েছিল তা বা কতটুকু হয়েছে। এ সমালোচনা আবার পয়েন্ট আকারে যেন তুলনা মূলক ভাবে তুলে ধরা হয় গত বছরের বাজেট , গত বছরের সমালোচনা, বাজেট বাস্তবায়ন, সমালোচনা বাস্তবে রুপ নেয়া, এ বছরের বাজেট, ও এ বছরের সমালোচনা। তবেই না আমরা সাধারণ জনগন সচেতন হব এবং এ বাজেট খবরে সংকিত অথবা আবেগ আপ্লুত হব । কেউ কি ব্লগে অথবা সাংবাদিক গন কে জানাবেন সেভাবে যে পত্রিকায় রিপোর্ট করে??????????

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.