নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশী

shshahin

আমি অল্পতে সন্তুষ্ট।

shshahin › বিস্তারিত পোস্টঃ

অনেক দিন পর আবার আসলাম।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২১

আজ যে বিষয় নিয়ে তা অনেকটা রাজনৈতিক আবার অনেকটা সাধারন জনগনের প্রশ্নবোধক ইস্যু।

সেটা হল প্রথম আলোর বিজ্ঞাপন, যার মূল প্রতিপাদ্য বিষয় হল যে " আমরাই সংখ্যাগরিষ্ট, যতদিন তোমদের হাতে থাকবে দেশ ততদিন পথ হারাবেনা বাংলাদেশ" এখানেই আমার প্রশ্ন যে বাংলাদেশে এখন যা হচ্ছে তা কি পথ হারায়নি, সে একাত্তর এর আদর্শ থেকে, যা আমরা একাত্তর পরবর্তী প্রজন্ম জানতে পারি আমাদের পূর্ববর্তীদের কাছ থেকে। যে এটা গনতান্ত্রিক বাংলাদেশ। যদি তাই হয় তবে কোথায় সে জনগন কোথায় সেই নব্য মুক্তিযোদ্ধা যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে।



দেশ এখন ক্রান্তিলগ্নে এখনই এগিয়ে আসা উচিত জনগনের যদি বিরোধীদল সঠিক পথে থাকে, তবে সরকার উৎখাত করে দেশ সঠিক পথে রাখবে অথবা যদি সরকার দল ঠিক থাকে তবে এই সহিংস আন্দোলনকে প্রতিরোধ করে গনতান্ত্রিক পথকে সুগম করুন।



আর যদি তার দুটির একটিও আপনাদের পছন্দ না হয় তবে আন্দোলন গড়ে তুলুন ৩য় পক্ষ। তবে সেখানেও ক্ষমতার ভাগাভাগিতে মিল না থাকায় যদি একমঞ্চে না যেতে পারে তবে ধিক্কার জানাই এমন আবেদন ময়ী বিজ্ঞাপনকে আবার ধিক্কার জানাই সেই গনতন্ত্র দাবি করা ভন্ড ৩য় পক্ষ বলে মুখে ফেনা তোলা গোষ্ঠীকে।



সেখানে আমার আবেদন যদি সম্ভব হয় তবে সর্বোচ্চ ছাড় দিয়ে যেকোন একটা দলকে সাপোর্ট দেয়া কেননা আমি এটাই মনে করি যে ১৬ কোটি মানষের মধ্যে ১৪ কোটি মানুষ এ দু দলে বিভক্ত এবং রাজনৈতিক সুবিধাভোগী। তবে আবারও বলছি তবে এ ১৪ কোটির মধ্যে কোন কোন ইস্যুতে সংখ্যাগরিষ্টতা প্রকাশ পায় যেটা আমরা জানতে পারি সেই প্রথম আলো পত্রিকা থেকে যেটা তত্ত্বাবধায়ক ইস্যু । তারপর ও যদি অন্য কোন ইস্যুতে সংখ্যাগরিষ্ঠতা অন্যদিকে যায় তবে তাই করা হোক কিন্তু ঘরে বসে নয় রাস্তায় নামতে হবে। সাময়িক সুবিধার জন্য ঘরে বসে দীর্ঘ সময় অসুবিধাই না থাকাই উত্তম নয় কি????

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.