নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশী

shshahin

আমি অল্পতে সন্তুষ্ট।

shshahin › বিস্তারিত পোস্টঃ

নির্বাচন, মিডিয়া পর্যাবেক্ষন, ইসির লেজেগুবরে দলীয়করন ও বিএনপির সিদ্বান্ত ।

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৫

আজ নির্বাচন হয়েছে যেটা বেশির ভাগ মানুষের কাছে প্রহসন কিন্তু কিছু কথা না বললেই নয় যে টা হল যেখানে মিডিয়া নেই সেখানে ৫০% উর্ধ্ব ভোট দান আর যেখানে মিডিয়া আছে সেখানে ১০% থেকে ২০% হওয়ায় দুরহ। আর একটা বিষয় যেখানে কারচুপি হয়েছে সেখানে ভোটে ব্যবধান দেখলেই বুঝা যায় যে জাল ভোট দেওয়া হয়েছে। আর যে খানে শক্তিশালী আওয়ামী স্বতন্ত্র প্রার্থী আছে সেখানে মিডিয়া ছাড়াও স্বচ্ছ নির্বাচন হয়েছে তবে সেখানেও ১০% থেকে ২৫% ভোট হয়েছে কারন এখানে কারচুপি করার কোন প্রয়োজন নেই যে প্রার্থীই জিতুক আওয়ামী প্রার্থীই সাথে কিছু সততা দেখানো হল। তাই এটাই প্রমানিত হয় যে দলীয় সরকারের আন্ডারে নির্বাচনে এমন অথর্ব নির্বাচন কমিশনের কাছে নির্বাচনে যাওয়া আর গলায় দড়ি দেওয়া একই কথা। কারণ মিডিয়া সকল আসনে যেতে পারত না তাই আমি বলব বিএনপির সিদ্বান্ত সঠিক ছিল সাথে এ ও বলব যারা এ নির্বাচনের অবস্থা আগেই অনুধাবন করে প্রতিরোধ প্রতিবাদ ও প্রতখ্যান করেছে তারা জাতীয় বীর। তাদের আত্মাহুতি লেখা থাকুক গনতন্ত্রী যোদ্ধা অকৃত্রিম শহীদ হিসাবে।



তারপর ও যদি কোন বুদ্ধিজীবি এ নিয়ে সরকারি চামচামি করে তবে বুঝতে হবে এরা জাতীয় শত্রু এবং গাদ্দার ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.