![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
সাইকেলের হাওয়া ছেড়ে দেবার মহাযন্ত্রনার উপর আছি। আমার বাসা ৬ তলায় তাই সাইকেল উপরে তোলার উপায় নাই। কে বা কাহারা এই মহতী কর্ম করছে তাও টের পাচ্ছি না। দারওয়ান বেটা খুব অপরাধী ভঙ্গীতে বলে, স্যার এই অফারগতা আমার। তার এই অফারতার কারনে প্রায় এক কিলো হেটে গিয়ে সাইকেলে হাওয়া দিয়ে আনতে হয়। দানে দানে তিনদান একই ঘটনা ঘটলো। ভাবছি একটা পাম্পার কিনবো। পাম্পার কোথায় পাওয়া যাবে? দাম কেমন পড়বে? http://www.ebay.in/sch/Air-Pump-/169924/i.html এখানে কতগুলো পাম্পার দেখলাম। এই ইলেক্ট্রনিক্স পাম্পার পাওয়া যাবে বাংলাদেশে?
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০০
মোতাব্বির কাগু বলেছেন: বংশালে খোজ নেন অনেক সুন্দর পাওয়া যায়
কিন্তু পরে দেখবেন ভালটিউব সহ চুরি হচ্ছে এরা ছ্যাচ্চর
পারলে সাইকেলে কারেন্ট লাগায় রাখেন