![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
ঘুমের ঘোরে বৃষ্টি নামুক
উথাল পাথাল বৃষ্টি
আধো ঘুম আর জাগরণে
বৃষ্টি ছাট আর সমীরণে
স্বর্গ হোক সৃষ্টি
বৃষ্টি নামুক বৃষ্টি
বৃষ্টি ভক্ত কবির কামনা
বৃষ্টি আসুক বৃষ্টি
উথাল পাথাল বৃষ্টি
শহরটাকে ভাসিয়ে দিবে
বৃষ্টি এমন বৃষ্টি
ঘুমের ঘোরে বৃষ্টি ঝড়ুক
উথাল পাথাল বৃষ্টি।
১৮/৮/২০১৩, ঢাকা
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৫০
ইফতেখার ভূইয়া বলেছেন: দেখবেন আবার যেন বন্যা না হয়ে যায়
হাত খুলে লিখে যান। শুভ কামনা রইল।