![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
ফেয়ার একটা ইলেকশন হবে। নো গন্ডগোল, নো ভাঙ্গচুর, নো ঝামেলা। ব্যাস্, এবার যেই দলই ক্ষমতায় আসুক সমস্যা নাই। বাংলাদেশ এগিয়ে যাবেই। দেশটাকে তো এগিয়ে নিয়ে যাচ্ছে জনগন। রাজনীতির প্যাঁচ শুধু গন্ডগোল লাগিয়ে পিছু না টানলেই বাঁচি।
জয় হোক বাঙ্গালীর
সুবুদ্ধি হোক রাজনৈতিক দলগুলোর
এগিয়ে যাক বাংলাদেশ
যে বাংলায় "কী আঁচল বিছায়েছো বটের মূলে, নদীর কূলে কূলে..."
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৫
এম আর ইকবাল বলেছেন: ফেয়ার একটা ইলেকশন হবে ।
লগি বৈঠা,
দা কুড়ল,
গজরীর লাঠি নিয়ে ।
সাথে আরো কি থাকবে কে জানে ।
আশাবাদী হতে পারছি না ।
তবু আপনার মত বলছিঃ
সুবুদ্ধি হোক রাজনৈতিক দলগুলোর সাথে নেতা নেত্রীর ।