![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
বাসে গান পাউডার দিয়ে আগুন দেয় ০১ জন অবরোধকারী
আগুনে পুড়ে মারা যায় ১০ জন নীরিহ মানুষ
ঠিক আগুন দেওয়ার আগ মুহূর্তে যদি আপনাকে সিদ্ধান্ত নিতে বলা হলো।
০১ জন অবরোধকারীকে সাপোর্ট দিয়ে আন্দোলনে সমর্থন দিবেন?
নাকি ০১ জনকে আগুন দেওয়ার আগেই পুলিশ গুলি করুক চাইবেন?
আন্দোলন মানে তো সাধারন মানুষ মারা না
আন্দোলন মানে দোকানে, গাড়ীতে আগুন দেওয়া না!
আন্দোলন করলে যে কোন দেশের সরকারই গ্রেফ্তার করবে, স্বাভাবিক। যদি আন্দোলনকারীর সংখ্যা অনেক অনেক হয়, তখন? এত লোকতো আর জেলে রাখতে পারবো না! অতএব, গান্ধিজীর অহিংসানীতির চেয়ে বড় কিছুতো হতে পারে না?
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭
সুখী মানুষ বলেছেন: Bhai er bangla ta ki hobe? se jodi nije ke guilty mone na kore then? agoon dilo, manush marlo..but se mone korlo eita se korse govt. ke uchit jobab dewar jonno.. se nijeke guilty mone korlo na? aar sei bus er moddhe apnar khub apon jon mara gelo... apnar uttor tokhon ki hobe?
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: আগুন দেয়ার প্রাক্কালে গুলি। অর্থাৎ হাতে নাতে প্রমাণ সাপেক্ষে।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯
তামিম ইবনে আমান বলেছেন: আমার কথাটাই বুঝেন নাই। আপনি তো কোন লোককে আগুন দেয়ার আগে গ্রেফতার বা গুলি করতে পারবেন না, কারন সে এখনো দোষটাই করে নাই। এজন্যই বললাম, ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি।
আপনি মাইনরিটি রিপোর্ট মুভিটা দেইখেন। সম্পূর্ন এই ধারনার উপরই মুভিটি তৈরি করা হয়েছে।
২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫০
সুখী মানুষ বলেছেন: ভাইরে কি যে বুঝি, কি যে বুঝি না এইসব কিছুই ভাবতেও ভালো লাগছে না। কেবল মনে হচ্ছে, দেশটা ভালো নাই, দেশটা একেবারেই ভালো নাই।
দেশের নৌকার কোনা কান্ডারী নাই। কেবল দেশ-নৌকা ফুটা করে কাঠ বিক্রির নেতার অভান নাই দেশে।
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১১
তামিম ইবনে আমান বলেছেন: ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি।
সুতরাং আগুন দেয়ার আগে গুলি করার প্রশ্নই আসে না।