![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
-সময় পাইতাছিনা ভাই। আপনার গল্পটা আমি পড়বো। সময় নিয়া পড়বো বলেই এখনো পড়া হচ্ছে না।
দুই পৃষ্টার একটা ছোট গল্প। পড়তে সময় লাগার কথা বড় জোড় ৫ মিনিট। এর পরও ভদ্রলোকের সত্য ভাষণের ভদ্রতায় আমি মুদ্ধ।
নতুন লেখক, ব্যস্ত হোক তবু পাঠকতো একজন পাওয়া গেলো। এতেই আমি বিগলিত।
২| ০৭ ই মে, ২০১৪ সকাল ১০:৪৭
মদন বলেছেন: নিজের কথাই বলি। একটানা ১৮ ঘন্টা ধরে উপন্যাস পড়েছিলাম। এটিই আমার জীবনের সবচেয়ে বেশি সময় ধরে পড়া।
সত্যজিৎ রায়ের প্রফেসর শংকু শুরু করেছিলাম মাস দুয়েক আগে। শেষ ই হচ্ছে না। লাস্ট ২ সপ্তাহতো বইটা হাতেই নিতে পারি নাই।
০৭ ই মে, ২০১৪ সকাল ১০:৫৮
সুখী মানুষ বলেছেন: আমি প্রফেসর শংকু এক টানা শেষ করছিলাম
একজন ভালো মানুষের ব্রেইন যে অন্য একজন খারাপ মানুষের মাথায় ঢুকায়ে দেয় এইটা আমি তখনো বাস্তব মনে করতাম
অনেক পড়ে বুঝতে পারছি যে এইটা কাল্পনিক।
৩| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:০২
মদন বলেছেন: আজকে কল্পনা। বাস্তব হতে কতক্ষন???
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৪ সকাল ১০:৪৫
মদন বলেছেন: