নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

When we will ever learn

২১ শে মে, ২০১৪ বিকাল ৪:২১

মোদিকে মন্দ বলার আগে...

ভেবে দেখুন

- তিনি তার দেশের মঙ্গল চাইবেন, স্বাভাবিক। অনুপ্রবেশ সব দেশেই বেআইনী। এর পরেও ফাঁক ফোকড় দিয়ে অনুপ্রবেশ ঘটছে। তিনি তা বন্ধ করতেই পারেন। এতে কিন্তু বাংলাদেশেরই লাভ। নূর হোসেনের মত লোকজন পালিয়ে ইন্ডিয়া চলে গেলো কিনা এই ভয় থাকবে না।



এখন কথা হলো,

-আমরা কি অনুপ্রবেশ করতে চাই বেআইনী ভাবে? অবশ্যই না। অতএব মোদির মতে মত/অমত প্রকাশেরতো কিছু নাই!

- বন্ধু রাষ্ট্র বলে আমাদের বুকের উপর দিয়ে তাদের চব্বিশ চাকার বিশাল ট্রাকের ফ্রি ট্রানজিট দিতেই পারি। তার বিনিময়ে কিছু আশা করা ঠিক না।



- এখন সরকার যদি মনে করে আমাদেরও সময় এসেছে জেগে ওঠার তবে এখনই জেগে ওঠার সময়।

- যেখানে কোটি কোটি টাকা খরচ করে পণ্যের প্রচার করা মুষ্কিল সেখানে উল্টা কোটি কোটি টাকা আমরা ভারতের টিভি চ্যানেলগুলোকে দিচ্ছি। আর ফাউয়ের উপর তাদের পন্যের মার্কিটিং হয়ে যাচ্ছে বাংলাদেশে। বাজাজ, কলগেট, গুডনাইটের মত হাজার হাজার পন্যের ভিড়ে দেশী প্রতিষ্ঠান দাড়ানোর কোন সুযোগই পাচ্ছে না। আমি বলছি না টিভি চ্যানেলগুলো বন্ধ করতে হবে। কিন্তু অবশ্যই বিশাল একটা টাকার বিনিময়ে যেন তারা প্রতি বছর বাংলাদেশে ঢুকতে পারে এই ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের মার্কেট ধরার জন্য তখন কোম্পানিগুলোই টিিভ চ্যানেলগুলোকে অতিরিক্ত টাকা দিবে। এতে দেশীয় চ্যানেলগুলোও মরার মত করে আর চলতে হবে না।

- ভারতীয় পন্য আমদানী ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। নিজের পায়ে দাড়াতে হবে। দুনিয়াটা লাভের জায়গা। আমরা কেন দাদাদের পিছে ঘুরবো! লাভের আশায় তারাই বাংলাদেশের পিছে ঘুরবে। লাভের মত পরিবেশ তৈরী করতে হবে। যার সামর্থ অবশ্যই আমাদের আছে।

-পৃথিবীর কোন দেশকেই বন্ধু বলার, ভাবার দরকার নেই। তবে বন্ধু হতে চাইলে অবশ্যই আমরা হ্যাঁ বলবো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.