![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
আরিফ আর হোসাইন (Click This Link), রজিব হাসান চৌধুরী (Click This Link) উনারা কী করেছে জানেন! ভয়ংকর এক আবিষ্কার তলে তলে করে বসে আছেন। যা আমরা বুঝতে পারছি কিন্তু স্বীকৃতি দেওয়ার মত কোন পরিবেশ তৈরী হচ্ছেনা বলে দিচ্ছিনা। রবীন্দ্রনাথ ছোট গল্প শুরু করেছিলেন বাংলা সাহিত্যে। আর এই দুই জন বাংলা ভাষায় ফেসবুক ষ্টেটাসের পাঠক তৈরী করেছেন। ছোটগল্প শেষ হইয়াও হয়না শেষ। আর উনাদের ষ্টেটাস পড়ার পর এর অনুপ্রেরনাও শেষ হয়না। মনে গেঁথে থাকে।
হুমায়ূন আহমেদ পাঠক তৈরী করতে গল্পের শুরুটাই করতেন একটা হুকের মত করে। পাঠক প্রথম দুইটা শব্দ পড়লো মানে ব্যাস্, ঘূর্ণিতে পড়ে গেলো। এবার পুরোটা শেষ না করে আর উঠতে পারবে না। উনাদের ষ্টেটাসও একইরকম। পড়া শুরু করেছেন মানে পুরাটা পড়তেই হবে। এবং পড়া শেষে সুন্দর মনের একটা ম্যাজিক-টাচ ফিল করবেন আপনার মনের ভিতরও। রিস্কার পিছনে যে মিস্ত্রী রং করে তার ফোন নাম্বার দিয়ে দেন তাকেও যে ফোন করে ধন্যবাদ জানানো যায় এই বিষয়গুলো মাথায় ঢুকে যাবে। আগের চেয়ে আরো ভালো মানুষ নিজেকে মনে হবে ওনাদের দেখিয়ে দেওয়া কাজগুলো করে। অথবা করা যেতে পারে ভেবে।
ভাই, আপনারা আমার মত ক্ষুদ্র পাঠকে চিনেন না। এক চাঁদের অনেক চাতক থাকে। আমিও আপনাদের তেমনই একজন। জয় হোক ভালো মনের, জয় হোক সুন্দর মানবিকতার।
©somewhere in net ltd.