![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
'অনেক কিছু নিয়াইতো পোষ্ট দেন, ফিলিস্তিন নিয়াও একটা দেন। ঐখানে হলোকাষ্ট হচ্ছে'
(Holocaust-An act of mass destruction and loss of life (especially in war or by fire))।
বন্ধুর এই মেসেজ পড়ে যা হইলাম তার শুদ্ধভাষা হচ্ছে কিংকর্তব্যবিমূঢ়। কারন এই ষ্টেটাস ফেসবুকে দিয়া হবে টা কী? আর আমিতো রবীন্দ্রনাথ না যে যুদ্ধ বন্ধের চিঠিতে কাজ হবে।
যাদের সমস্যা তাদেরই সল্ভ করতে হবে। আমাদের হুদাই চিল্লানিতে কিছু হবে না। একটা জাতির অনেক দিক থাকতে হয়।
১) লিডার থাকতে হয়, যার বিশ্বনেতাদের সাথে ভালো সম্পর্ক
২) অনেক বড় মাপের সাহিত্যিক, খেলোয়াড়, পপষ্টার, বিজ্ঞানী.... থাকতে হয়। যার ডাকে বিশ্ববাসী সাড়া দিবে।
৩) অর্থ থাকতে হয়, সামরীক শক্তি থাকতে হয়, কূটনৈতীক বুদ্ধি থাকতে হয়।
৪) সর্বোপরী আর কিছু থাক আর না থাক মানুষগুলো ভালো হইতে হয়। ভুটানের মত, নিরীহ মানুষ। কোন ভেজালে নাই।
ইত্যাদি গুন না থাকলে অন্যায় ভাবেও যদি শক্তিশালী কেউ খুন খারাবি করে তবুও কিছু করার থাকে না। কারন যে অন্যায় ভাবে হলোকাষ্ট করবে সে দুই একটা শক্তিশালী কু-সঙ্গ সাথে নিয়েই করবে। ঠেকানোর শক্তি না থাকলে, মাইর খাবে, বিলীন হয়ে যাবে। এইটাই বাস্তবতা।
কথাগুলো খুব কঠিন করে বল্লাম। ফিলিস্তিনের বাচ্চাবাচ্চা পোলাপানের নির্যাতিত চেহারা ছবি দেখে আমারও মন কাঁদে। কিন্তু দুনিয়ার নিষ্ঠুর নিয়ম সর্বত্রই এক। কি বনে, কি জলে কি জঙ্গলে। এমনকি মানবের শাষন ব্যাবস্থায়ও। সার্ভাইবাল দা ফিটেষ্ট।
২| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৯
মুদ্দাকির বলেছেন:
ভাই শিরনামটাইতো ভুল !!!!!
আবোলতাবোল যাই লিখুন শিরনামটাতো ঠিকমত দিবেন !!!
১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৯
সুখী মানুষ বলেছেন: ভাই, আমার বুদ্ধিতে এইটাই ঠিক মনে হইছে। আপনার সাজেষ্টেড কিছু থাকলে বলেন।
আর আপনার শব্দ চয়নের কম্বিনেশনটা দেখে আপনার সম্পর্কে পাঠক নিশ্চয়ই কিছু একটা ধারণা করবেন। ভালো কি খারাপ তা নিজে কিছু বল্লাম না।
৩| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৮
মুদ্দাকির বলেছেন:
" survival of the fittest " বলে কথা আছে " survival the fittest " কৈ থেকা পাইলেন???? যদি লিখতে ইচ্ছা করে আগেতো কিছু পড়েন!!! ব্লগতো আজকাল স্কুল গোইংরাও পড়ে, আপনাদের আবলতাবোল পইড়া মাথায় ভুল ভাল গাইথা যাইবোতো, বুঝেন না???
আর আপনার লেখা পইড়া মনে হইল , ফিলিস্তিনিদের ভুটানের নাগরিকত্ত্ব নিয়া আগে ভালো মানুষ হইতে হবে, তারপর ইসরাইলিদের অনুরোধ করতে হবে, যে আপনারা মারামারি বন্ধ করেন??? আর নইলে সাকিরারে নাগরিকত্ব দিতে হইব গাজায়, তাইলে যদি ওর ড্যান্স দেইখা গোলা গোলি কিছু কমে।
কারা যে আপনাদের মতদের পোষ্ট দিতে অনুরোধ করে তাই ভাবছি!!!!!
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৭
ফারগুসন বলেছেন: ভাল মন্তব্য করেছ। সার্ভাইবাল দা ফিটেষ্ট