![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
অতিমাত্রায় সংবেদনশীল নারীদের জন্য নহে -
--
হাজবেন্ডের মাথায় একদিন একটা আইডিয়া আসলো। তিনি মার্কেট থেকে দু্ইটা খঁচা নিয়ে বাসায় আসলেন। একটা খাঁচায় রাখলেন পোষা কুকুরটিকে আরেকটি খাঁচায় রাখলেন বউকে। বাইরে দিয়ে তালা দিয়ে দিলেন।
..
.
এখন প্রশ্ন হলো-
তিন ঘন্টা পর যখন তালা খুলে দেওয়া হলো, ভালোবেসে কে ঝাপ দিয়ে উপরে পড়বে আর কে কামড়ায়ে জান বের করে দিবে?
...উত্তরটা কল্পনা করে নিন।
-০-
যে সংবেদনশীল নারীরা এতটুকু পড়েই অভিযোর রেডি করে ফেলেছেন তাদের জন্য নীচের অংশটুকু।
..
একই খাঁচায় এবার বউ হাজবেন্ডকেও আটকে রাখলো। তিন ঘন্টার জায়গায় দশ ঘন্টা তালা দিয়ে আটকে রাখলো।
..
.
কিন্তু মজার বিষয় হলো, তালা খুলে দেওয়ার পরেও কিছুই হলো না। কারন হাজবেন্ড বেচারা ঝামেলাহীন পরিবেষে পরম আরামে ঘুমাচ্ছিলো।
০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২২
সুখী মানুষ বলেছেন: ও ভাই, আপনি তো স্বভাব কবি!
অবশ্যই আপনি গুনি মনুষ। আমি জহুরী হই আর না হই, আপনি ঠিকই রত্ম। অনুরোধ রইলো, ছড়াটা চালিয়ে যান। রুচিশীল ছড়াকরের বড়ই অভাব বোধ করি আজকাল।
২| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৭
মুহাই বলেছেন: (`_^)
৩| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫০
হেডস্যার বলেছেন:
৪| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৫
ভুল্কিস বলেছেন: ঠাডা পোষ্ট!
৫| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১০
ইলি বিডি বলেছেন: আসছে এবার আপুদের দল
করতে বাড়ি ছাড়া,
তোমার ঘারে সত্যি এবার
আসছে নেমে খাঁড়া ।
লেখক বলেছেন: ও ভাই, আপনি তো স্বভাব কবি!
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৪
bakta বলেছেন:
ও ভাই সুখী মানুষ
এ যে দারুন কথা,
মজার ছলে দিলে বলে
দুষ্টু নীরব ব্যাথা ।
আসছে এবার আপুদের দল
করতে বাড়ি ছাড়া,
তোমার ঘারে সত্যি এবার
আসছে নেমে খাঁড়া ।
পালিয়ে যাবার রাস্তা দেখো
লুকিয় পড়ো ঘরে,
আনছে খাঁচা ধরবে তোমায়
রাখবে সেথা পুরে ।
বালিশ নিও গোটা কয়েক
সংগে সর্ষে তেল,
নাকটি ডেকে গভীর ঘুমে
লাগিয়ে দিও খেল ।
( সত্য কথা )