![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
যে কিছুই করেনা সে ভালো না হইলেও খারাপ না। তাকে নিয়ে সমালোচনাও হয়না।
বঙ্গবন্ধু পৃথিবীর বুকে বাউন্ডারী এঁকে বলে দিয়েছেন - এইটা আমার দেশ, বাংলাদেশ। এত বড় কাজ যিনি করছেন তার সমালোচনা হবে না তো কার হবে?
কিছু কিছু লোক কোনকিছুতেই একমত হতে পারে না। "মানুষ মায়ের পেটে জন্মায়" এমন সত্য কথার পিঠেও তারা ভিন্ন মত খোঁজে পাবে। এই বর্গের মানুষেরা ছাড়া অন্য সব মানুষ অন্তত এক হয়ে বুঝেন, জানেন - বঙ্গবন্ধুকে নিয়ে কোন ভিন্ন মতের জায়গা নেই। বঙ্গবন্ধু জন্মেছেন এই মাটিতে, এই মাটিকে স্বাধীন করেছেন, এই মাটিতেই মিশে আছেন। এমন করেই মিশে থাকবেন প্রতিটি বাংলাদেশ-প্রেমী মানুষের হৃদয়ে।
বিদ্র: ইহা কোন রাজনৈতিক মন্তব্য নহে।
২| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৭
রাজীব নুর বলেছেন: আমার বঙ্গবন্ধু হতে ইচ্ছা করে।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৫
লেখোয়াড় বলেছেন:
বঙ্গবন্ধু পৃথিবীর বুকে বাউন্ডারী এঁকে বলে দিয়েছেন - এইটা আমার দেশ, বাংলাদেশ। এত বড় কাজ যিনি করছেন তার সমালোচনা হবে না তো কার হবে?
সুখী মানুষ।