![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
কথা কিভাবে বলতে হয় তা মানুষ ২ বছর বয়সেই শিখে যায়।
কিন্তু কি কথা বলা যাবে না তা মানুষ সারা জীবনেও শিখে না।
..... সাহেব এই কথা প্রমান করিলেন?
বলতে হবে এই সাহেবের(আদৌ কি না কে জানে) নাম কী
পদটিকা: পদার্থেরও নিজস্ব ধর্ম আছে।
পানিকে যে পাত্রেই রাখেন, পানি ঐ পাত্রের আকার ধারন করবে। এইটা পানির ধর্ম। তাই বলে পানি গিয়ে পাথরকে আঘাত করে বলে না, এই হারামজাদা তুই পাত্র অনুযায়ী আকার নিতে পারস না কেন?
প্রকৃতিতে প্রত্যেকেই নিজস্ব ধর্মে সুস্থির আছে। শুধু অস্থির হচ্ছি আমরা মানুষেরা। এদ্দিন চলতো হিন্দু-মুসলিম, সিয়া-সুন্নী, দলিত-বাহ্মন আঘাত, প্রতিঘাত। এখন শুরু হয়ে গেলো নিজেকে নিজের আঘাত। যারা সব ধর্মকেই সম্মান করেন, আঘাতে বিশ্বাস করেন না তারা এই দুঃখ কই রাখবেন?
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০০
ইমতিয়াজ ১৩ বলেছেন: নামটা পেটে আছে মুখে নাই। তবে যদ্দুর মনে পড়ে নামটা ল দিয়ে শুরু।
কিন্তু ভাই ধাধার উত্তর দিতে পারলে কি দিবেন ????
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০২
সুখী মানুষ বলেছেন: কী দিবো মানে?
সুখীমানুষের হাসি তো ভাই প্রোফাইলেই দিয়ে রাখছি।
ধাঁধার উত্তর না পারলেও হাসিখানা দিয়েই দিলাম সব্বাইকে।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫
প্রেমিক চিরন্তন বলেছেন: কি নাম?