![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
প্রেমের আবার সূত্র কী!
আমার এক (ছেকা খাওয়া) বন্ধুর উদ্দেশ্যে এই ষ্টেটাস।
ব্রাদার, সব কিছুরই সূত্র আছে। টিট ফর টেট (চিমটার বদলে খামচি) হয়ত সত্য কিন্তু লাভ ফর লাভ কথাটা একেবারেই সত্য না। তাহলে সত্যটা কী?
হুম.. সত্য কয়েকটা আছে বটে। বন্ধুদের উদ্দেশ্যে নিজের জ্ঞান ও অন্যের কাছ থেকে শেখা জ্ঞান লিখে দিচ্ছি। ভুল থেকে শেখা যায় সত্যি। কিন্তু সব ভুল তো আর করে করে শিখতে পারবেন না। অতএব অন্যের ভুল থেকে দেখেও শিক্ষা নিতে হইবেক।
১) ভালো কখনো বাসতে হয়না। গায়ে যেমন হঠাৎ করেই জ্বর চলে আসে, জীবনেও এমনি হঠাৎ করেই প্রেম চলে আসে। জ্বরের মত তা একাধিক বারও হইতে পারে । কিন্তু এক্ষেত্রে প্রথমটা প্রকাশ্য হলেও পরেরগুলো নিজের মঙ্গলের কথা চিন্তা করেই গোপন রাখুন। না হলে সংসার, পার্সোনালিটি সব গোল্লায় যাবে।
২) যখন কারো প্রতি ভালোবাসা জেগেই যাবে তখন আপনার কিছুই করার নাই। শুধু সাবধান হবেন, প্রেমে গদগদ হয়ে গর্ধবের মত আচরণ যেন না করেন। নিজের ভালোবাসা নিজের মধ্যে রাখুন। খুব সতর্কভাবে এমন বুদ্ধি করে পথ চলুন যেন যাকে ভালোবেসে ফেলেছেন তিনি যেন আপনাকে ভালোবাসেন। অর্থাৎ নিজে পড়বেন না, নিজে স্থির থেকে তাকেই উল্টা আপনার প্রেমে পড়তে দিন। বিষয়টা পলিটিক্সের মত। আর প্রেম সে তো পলিটিক্সেরও বাপ। পার্থক্য হলো, পলিটিক্স নোংড়া হতে পারে, প্রেমে কখনোই তা হবে না। এভরিথিং উইল বি কিউট এন্ড নাইস।
৩) কোন ভাবেই যখন বোঝাতে পারবেন না যে আমনি তাকে গুরুত্ব দিচ্ছেন। এবং তারও আপনাকে গুরুত্ব দেওয়া উচিৎ। তখন বেটার ফাইন্ড ফর এনাদার মেচ। এই কেক আপনার মুখে যাওয়ার বস্তু না। দোকানে অনেক মাল থাকে, কোন মালই বিক্রি ছাড়া থাকে না। কিন্তু সব মালই সবার জন্য না। একটা মেচিং এর বেপার আছে।
৪) ধরেন, প্রেম টেম করে ফেল্লেন বা হয়েই গেলো। এর পর আসলো বিচ্ছেদ। বিচ্ছেদকে যদি কঠিন ভাবে নেন তাহলে আপনি মানুষ না, বেকুব। বেকুবেরা মানুষ হয়না, গাধা হয়। বিচ্ছেদ মানে হলো, হয় মনের মিল হয় নাই অথবা পারিপার্শিক অন্য কারনে সে চলে যাচ্ছে। তো কথা হলো, যার সাথে মনেরই মিল হয় নাই তার জন্য আবার কিসের দুঃখ! অাবার যে নাকি পারিপার্শিক কারনে আপনারে ছেড়ে যায় তার জন্য হিন্দিতে বলুন - ভাড়মে যাও।
৫) প্রেম টেম আসলে উপরওয়ালার একটা খেলা। জনসংখ্যা বৃদ্ধির খেলা। গ্লোবাল ভালোবাসা আর মানব-মানবী প্রেমের মধ্যে মিলাতে যাবেন না। পাবলিক দেবদাস হয় যে কারনে তার নাম হলো প্রেম, মানব-মানবী প্রেম। যদি বেকুব হন তো চলে যাওয়া মানুষটির জন্য কাঁদুন। আর যদি বুদ্ধিমান হন তো ঝেড়ে হাসুন আর মনে মনে বলোন, আপনার যোগ্য সে ছিলো না। ইউ ডিজার্ভ বেটার। ভালো মনের দাম দেওয়ার মত মানুষের অভাব নাই। গো ফর এনাদার অপশান। যিনি চলে গেলেন তিনিই আপনার জন্য কাঁদবেন (হয়ত), আপনি সুখেই থাকবেন।
৬) আর ঘটনা যদি এমন হয় যে আপনার অপরাধ, আপনার ভুলের কারনে আপনার সঙ্গী চলে গেছেন তো ভাই আমার একখান কথা আছে - ভালোবাসবেন আবার বিশ্বাস ভাঙ্গবেন তো আপনি কাঁদবেন না তো দিলদার কাঁদবে! ভুল করলে ভুলের সাজাও পাইবেন। অতএব ভালবাসুন মন থেকে, বিশ্বাস নিয়ে পথ চলুন। এর পরেও যিনি চলে যাবেন তাকে ইংরেজীতে বলুন- গো টু হেল। বি হেপি।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১২
এম এ কাশেম বলেছেন: উচিৎ কথা
খাটী সরিষার তেলের মতন।