![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
মেয়েদের উপর হাত উঠানো নিয়ে একটা কথা বলি।
ইটালিতে কিছুদিন আগে কয়েকটা পুইচকা পোলাপানের জরিপ করা হলো। তাদের সামনে একটা মেয়েকে দাঁড় করিয়ে বলা হলো চড় দেওয়ার জন্য। ছেলেগুলানে মন খুব খারাপ হয়ে গেলো। এদের মধ্যে একজন বল্লো, গার্লস শুড নট বি হিট, ইভেন উইথ এ ফ্লাওয়ার। অর্থাৎ মেয়েদের উপর ফুলের টোকা টা পর্যন্ত দেয়া উচিৎ নয়।
এই ছেলেগুলাই বড় হয়ে পুরুষ হবে। এই মেন্টালিটিটা তাদের আরো পাকাপোক্ত হবে। পুরুষেরা কখনোই মেয়েদের গায়ে হাত তুলে না।
-০-
একই ঘটনা যদি মেয়েদের উপর জরিপ করা হতো তাহলে কেমন হতো? আমি নিশ্চিৎ, মেয়েরা ছেলেটার উপর চটাচট করে মারতো। এবং মাইর খাওয়ার আনন্দে ছেলেটা দাত বের করে খিলখিল করে হাসতো। ভাবটা এবন, আহা কি সুইট করে মাইরটা দিলো।
তবে হ্যাঁ মেয়েরা ছেলেদের উপর খুব একটা হাত তুলে না। কারন কী জানেন? সহজ করে বলি, কারো মৃত্যু দন্ড হলে তাকে আর দশ বছরের জেল দিয়ে লাভ আছে? ঠিক তেমনি করে, মেয়েদেরতো কারো উপর হাত তুলতে হয় না, মুখ দিয়ে যে বাক্য-তীর বের হয় তাই তো যথেষ্ঠ। তার উপর বাসায় যদি একটা পুইচকা থাকে, যে বুঝুক আর না বুঝুক বাক্য-তীর বর্ষণের সময় খিক খিক করে হাসে, তখন কেমনটা লাগে!
আচ্ছা ছেলেরা যেমন বাই বর্ণ শিখে যায় মেয়েদের গায়ে হাত তোলা যাবে না, মেয়েদের সাথে ঝগড়ায় সবসময় হেরে যেতে হবে...। এমন করে মেয়েরা কি কিছু শিখে না? মেয়েদের দিল কি দয়া হয় না? হোয়াই দিস কোলাবেরি...?
২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫১
নিলু বলেছেন: মা সবচেয়ে প্রিয় ও নিরাপদ ব্যাক্তি , কিন্তু শাসনের জন্য আবার খুব কঠোর ,
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা! খুব মজা করে লিখেছেন। আপনার লেখার ধরনে মজা পাইছি।
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৪
মদন বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৯
সুখী মানুষ বলেছেন: https://www.youtube.com/watch?v=b2OcKQ_mbiQ