![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
হাত, পা, পিঠ প্রচন্ড ব্যথা। গিন্নিকে একটু প্রশংসা করে বল্লাম
- বউ, আজকাল এই আধুনিক যুগে, তোমার মত বউ পাওয়া যায়?
তিনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকালেন। অর্থাৎ পরের কথাটা বলো।
মিনমিন করে বল্লাম
- এখনকার যুগে কোন বউ এমন করে হাত, পা টিপে দেয় বলো!
গিন্নি একটু মুচকি হাসি দিলেন। খুব দরদ নিয়ে বল্লেন
- আচ্ছা দাঁড়াও বাবুকে ঘুম পাড়ায়ে নেই। এরপর দিচ্ছি।
শুরু হলো, ঘুম পাড়ানি মাসিপিসি মোদের বাড়ী এসো...।
অপেক্ষা করছি, অপেক্ষা করেই যাচ্ছি। ঘুম পাড়ানি মাসিপিসি তো দূরের কথা। মাসি পিসির পোলাপানও মোদের বাড়ী আসলো না।
কতক্ষণ পর দেখি, গিন্নি নাক ডেকে ঘুমাচ্ছেন। প্রিয় পিটপিট করে তাকিয়ে আছে। আমার চোখে চোখ পরতেই খিক করে একু দুষ্টদুষ্ট হাসি দিলো। অর্থাৎ মাকে বোকা বানাতে পারছি। এরপর রাতটা শুধুই বাপ-বেটার...।
©somewhere in net ltd.