![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
সখ করে যারে পুষেছিলাম
খাঁচায় আমার।
হঠাৎ একদিন দড়জা খোলে
দেওযা গেলো তারে ছেড়ে নীল গগনে।
পুষতে চাইনা তবুও এমন
বসেই আছে মনের খাঁচায়
কাছের কারো কষ্ট থেকে জন্ম নেওয়া
কষ্ট পাখী।
দড়জাখানা খোলা রেখে
আবেগে কিছু অভিমান মেখে
আমিও গুনি প্রতিক্ষা-প্রহর।
যার পাখী সে তাড়িয়ে যাক
একটু খানি করুণা করে।
১১/৫/১৫ ইং, ঢাকা।
©somewhere in net ltd.