![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
প্রেম যে লাইফে একেবারেই আসে নাই তা না।
এক যুগেরও আগে একজন লাজুক লাজুক দৃষ্টি নিয়ে বলছিলো
- আপনি বাঁশী বাজান, কবিতা লেখেন। আপনার হাইটটা যদি একটু বেশী হইতো।
আহারে সেই দিনের পর থেকে কেবল মনে হইতো কেন একটু উঁচা লম্বা হইলাম না।
বছর খানেক আগে আবার তার সাথে দেখা। খুব গর্ব নিয়ে মজা করে বল্লাম
- তুমি তো মনে হয় আমারে ভালোই পছন্দ করতা।
সে অবাক এর উপর অবাক হয়ে বল্লো
- আপনারে আমি পছন্দ করতে যাবো কোন দুঃখে!
আমি মর্মাহত হয়ে বল্লাম
- কেন তুমি বলছিলানা যে যদি একটু উঁচা লম্বা হইলে...
সে আমার মুখের উপরে অপমানের মুচকি হাসি দিয়ে বল্লো
- বলছিলাম উঁচা লম্বা হইলে কবি কবি লাগতো। পছন্দ করতাম তা তো বলি নাই! আজব...
যৌবনের একমাত্র অহংকার করার মত স্মৃতিই ছিলো এই ঘটনাটা। এখন দেখি আর তাও থাকলো না! এই দুঃখ আমি কই রাখি!
পুত্র প্রিয়'র বাপকে সারাটা জীবন কেউ পাত্তা দিলো না। প্রিয়'র জীবনে যেন পাত্তার অভাব না হয়।
©somewhere in net ltd.