![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
ঘুম ভেঙ্গে দেখি খুব কাছের একজন ইনবক্স করেছে "আমার মন খারাপ থাকলে তোমার প্রোফাইলে এসে প্রিয়র হাসি দেখে যাই ... কখনো বলা হয় নাই ..."।
আমি রিপ্লাইয়ে দিলাম "প্রিয় বড় হোক। দেখবি তোর বাসায় গিয়া হানা দিবে। বলবে, ফুপি খাওয়ার কী আছে রেডি করো। আর ভাইবো না এক সপ্তাহের আগে যাবো। আমারে দেইখা যে মন ভালো করতা এর ট্যাক্স ওসল করতে আসছি।"
পুত্রর মুখ দেখাতেই অসীম সুখ। এর উপর যখন দেখি পুত্র আমার এত এত ভালোবাসা পাচ্ছে! তার সুখ হইলো, সুখের উপরে সুখ, এর উপরে সুখ...।
আহারে পুত্র আমার, প্রিয় আমার। উপরওয়ালার কাছে প্রার্থনা, প্রিয় যেন কোন দিন কারো মন খারাপের কারন না হয়।
©somewhere in net ltd.