![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
(ইহা একান্তই ঘরোয়া কথা। আর ব্লগ জিনিসটাওতো অফিসিয়াল কিছু না )
ঘরের নতুন পর্দা বানাইছে। সেই সন্ধা থেকে শুরু হইছে মাপজোক। একটু আগে গিন্নি জিজ্ঞাসা করলো
- এ্যাই এক হাতে জানি কয় ইঞ্চি?
আমি বল্লাম
- ইঞ্চি ছয়েক হবে।
গিন্নি হুংকার দিয়া বল্লো - মূর্খের মত কথা বলো কেন! ছোট বেলায় বইয়ে পড়ো নাই, কত ইঞ্চিতে এক হাত?
আমি বল্লাম
- ও বইয়ের মাপ? ১৮ ইঞ্চিতে এক হাত।
গিন্নি কয়
- তুমি কিসের মাপ মনে করছিলা?
মনে মনে বল্লাম, তোমার হাতের সাইজ। কিন্তু মুখে বল্লাম
- কোন মাপ!
প্রথমে কিছু বুঝে নাই। কারন তার ৬ হাত পর্দা নাকি টেইলার মহিলা ২ হাত বানাইয়া দিসে। এই নিয়া গজগজ করতেছিলো। খানিক্ষণ পরে সে বুঝতে পারছে আমি যে তার হাত ৬ ইঞ্চি বলছি। আমার কাছে আইসা সিম্পলি বলছে - তুমিতো গালিভার। আমিতো গালিভার বিয়া করছি।
২| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩৪
কাবিল বলেছেন:
মজা পাইছি।
ভাই আমার হাত তো ১৯'৫" হা হা হা
আপনার সব পোস্ট গুলি খুব মজাদার হয়, সেই মজার অনুভূতিটাই প্রকাশ করি মাত্র। এমন মন্তব্যের প্রতিউত্তর না দিলেও চলবে। আমি জানি আপনি সব মন্তব্য গুলি পড়েন, এমনকি একাধিক বার। যদি কখনো প্রশ্নবোধক মন্তব্য থাকে তাহলে ইচ্ছে করলে প্রতিউত্তর দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আপনার সাংসারিক খুঁটিনাটি ব্যাপার আমার খুব ভাল লাগে। অনেকটাই আমাদের মধ্যে মিল পায়।
৩| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩৬
শতদ্রু একটি নদী... বলেছেন: হাসি দেইখাই মনে হইতেছে সুখী মানুষ। জীবন খুব একটা খারাপও না।
৪| ২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:৩৫
কলমের কালি শেষ বলেছেন: হা হা হা
৫| ২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
সুমন কর বলেছেন: মজা..........
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:২১
ইমতিয়াজ ১৩ বলেছেন: খুব খেয়াল কইরা ???