![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
সামহয়্যারে এতদিন ধইরা ব্লগিং করি। পাওয়ার মধ্যে যা পাইছি তা হইলো "সেফ" ক্যাটাগরি।
কিন্তু http://www.beshto.com খুব মজার একটা উদ্যোগ নিয়েছে। তারা আমাকে ষ্টার উপাধি দিয়া বইসা আছে। আকাশে তারা একটা থাকে না। অতএব ষ্টার আমি একলা নই। অনেককেই ষ্টার ঘোষণা করা হইছে। ফেসবুক ভেরিফাই হইলে পাশে ছোট্ট একটা নীল টিক চিহ্ন থাকে। আর বেশতোতে নামের পাশে বিশাল সাইজের একটা তারকা।
জেমস্ বন্ডের বলার ষ্টাইল হইলো, I am bond, James Bond। আমার পুত্র প্রিয় যদি একটু বড় হইতো, এই তুচ্ছ ঘটনায়ও তার বন্ধুদের সাথে বুক ফুলায়ে বলতো - জানস, আমার বাবা একজন ষ্টার, বেশতো ষ্টার।
কিন্তু ভুলেও এই তথ্য অর্ধাঙ্গীনিরে জানানো যাবে না। সুযোগ মত ঠিকই তখন পিন মাইরা বলবো - ও তুমিতো আবার তারকা, দিনে দুপুরের তারকা।
বেশতোকে ধন্যবাদ। একদিন আপনাদের অফিসে এসে হানা দিবো। দেখি আপনাদের ষ্টারকে আপনারা কী কী খাওয়ান ।
আর সমহয়্যারও যদি এমন কোন উপাধী দেয় মন্দ হয়না। পুরানা ব্লগার হিসাবে হয়ত আমার নামের আগে লাগায়ে দিলো "আদু ভাই" সুখীমানুষ ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৩
এম. মাসুদ আলম. বলেছেন: সামহয়্যারে এতদিন ধইরা ব্লগিং করি। পাওয়ার মধ্যে যা পাইছি তা হইলো "সেফ" ক্যাটাগরি।
view this link