![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
আবেগে গদগদ হইয়া বন্ধু বললো
- বউ হইলো আমার জীবনের বেষ্ট ফ্রেন্ড।
শুধু এতেই তিনি ক্ষান্ত হইলেন না। ভ্রু নাচাইয়া আমারে জিজ্ঞাসা করলো
- আর আপনের?
আমি বিরস মুখে বললাম
- হ্যাঁ, বউ আমার বন্ধু।
জিতে গেছেন এমন ভঙ্গিতে বন্ধু হাসি দিয়া কয়
- শুধু বন্ধু! ঘটনা কি?
আমি দীর্ঘ শ্বাস ফালাইয়া বল্লাম
- কবিতো শুধু বন্ধুই বলছেন, বেষ্ট ফ্রেন্ডতো বলেন নাই!
তিনি অবাক হইয়া কয়
- ঐ মিয়া, এইখানে কবি পাইলেন কই!
এইবার আমি মুচকি হাসি দিলাম। বললাম
- কবি বলেছেন, শত্রুকেও আজ বন্ধু বলে জানি।
এই কথা বলে আমি হাটা দিলাম। গদগদ প্রেম আমার আবার সয় না।
২| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৪
কানিজ রিনা বলেছেন: সক্র তুমি বন্ধু তুমি, একজনই বন্দু তুমি আমার
সক্রও তুমি একজন। তাইই বেষ্ট ফ্রেন্ড।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪
গেম চেঞ্জার বলেছেন: [link||view this link]
